নাভা নাতেশ | |
---|---|
জন্ম | ১৯৯৫/১৯৯৬ (২৮–২৯ বছর)[১][২] |
পেশা |
|
কর্মজীবন | ২০১৫–বর্তমান |
পরিচিতির কারণ |
নাভা নাতেশ একজন ভারতীয় মডেল এবং অভিনেত্রী, যিনি মূলত কন্নড় ও তেলুগু ছবিতে অভিনয় করেন।[৩][৪] তিনি ২০১৯ সালে বাণিজ্যিকভাবে সফল চলচ্চিত্র আইস্মার্ট শঙ্করে অভিনয় করেন।
নাভা তাঁর নিজ শহর শ্রীংগিরির বিদ্যালয়ে লেখাপড়া করেন। তারপরে তিনি কর্ণাটকের উদুপি জেলার এনএমএএম ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে তথ্য বিজ্ঞান বিষয়ে স্নাতক হিসাবে বি.ই ডিগ্রি লাভ করেন। তিনি কলেজের দিনগুলিতে মডেলিং শুরু করেন জাতীয় পুরস্কার বিজয়ী পরিচালক প্রকাশ বেলাওয়াদীর অধীনে নাটকে অভিনয়ের পাশাপাশি। তিনি ভারতনাট্যমে সংক্ষিপ্ত সময়ের জন্য প্রশিক্ষণ নিয়েছিলেন এবং বিদ্যালয় ও কলেজের দিনগুলিতে একাধিক প্রতিযোগিতায় নৃত্য পরিকল্পনা (কোরিওগ্রাফ) এবং নৃত্য করেন। তিনি ২৩ বছর বয়সে ২০১৫ সালে চলচ্চিত্রে কর্মজীবন শুরু করার আগে ২ বছর ম্যাঙ্গালোরে ইনফোসিস সংস্থায় কাজ করেন। তিনি একজন চিত্রশিল্পীও এবং বিদ্যালয়ে অধ্যায়ন চলাকালে তিনি অনেকগুলি রাজ্য পর্যায়ের প্রতিযোগিতায় জয়ী হন।
বছর | চলচ্চিত্র | ভাষা | ভূমিকা | মন্তব্য |
---|---|---|---|---|
২০১৫ | বজ্রকায়া | কন্নড় | পটাখা পার্বতী | কান্নাড় চলচ্চিত্রে আত্মপ্রকাশ |
২০১৭ | লী | নাভা | ||
সাহেবা | স্বভূমিকায় | গানে অতিথি চরিত্রে অভিনয় | ||
২০১৮ | নান্নু দোচুকুন্ডুবতে | তেলুগু | সিরি/মেঘনা | তেলুগু চলচ্চিত্রে আত্মপ্রকাশ |
অধুগো | রাজি | |||
২০১৯ | ইস্মার্ট শঙ্কর | চাঁদনী | ||
২০২০ | ডিস্কো রাজা | নাভা | ||
সোলো ব্র্যাথুকে সো বেটার | ||||
আল্লুড়ু আধুরস | [৫] | |||
২০২১ | মায়েস্ত্রো | সোফি |
বছর | পুরস্কার | বিভাগ | চলচ্চিত্র | ফলাফল | সূত্র |
---|---|---|---|---|---|
২০১৬ | ফিল্মফেয়ার পুরস্কার | শ্রেষ্ঠ অভিনেত্রীর ফিল্মফেয়ার পুরস্কার – কন্নড | বজ্রকায়া | মনোনীত | [৬] |
২০১৯ | সাইমা পুরস্কার | শ্রেষ্ঠ নবাগত অভিনেত্রী – তেলুগু | নান্নু দোচুকুন্ডুবতে | মনোনীত | [৭] |
Shivarajkumar, who recently turned 53, is all set to romance a 19 year old heroine in his latest film Vajrakaya