নাম করণ (শিখধর্ম)

নামকরণ (গুরুমুখী: ਨਾਮ ਕਰਨ, প্রতিবর্ণী. nāma karana, অনুবাদ 'নাম দেয়া') হলো একজন শিখ শিশুর নাম রাখা অনুষ্ঠান, সাধারণত এটি গুরুদ্বারে অনুষ্ঠিত হয়। এটি অনুষ্ঠানের জন্য কোনো কঠোর সময় সারণী নেই, মা ও শিশুর স্বাস্থ্য এবং মঙ্গলজনক সময়ানুসারে একটি তারিখ নির্ধারণ করা এই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়।[]

পদক্ষেপসমূহ

[সম্পাদনা]

যখন কোনো পরিবার এই অনুষ্ঠানটি করার সিদ্ধান্ত নেয় তখন ঐ পরিবারের পিতা বা সিনিয়র সদস্য বিস্তারিত অনুষ্ঠান আয়োজনের জন্য স্থানীয় গুরুদ্বারের সাথে যোগাযোগ করেন। নামকরণের দিন পরিবার, অতিথি, মা এবং শিশুরা মণ্ডলীর সাধ সঙ্গতের সাপ্তাহিক কীর্তনে উপস্থিত হন। পরিবারের পক্ষ থেকে করাহ প্রসাদ অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়। সংক্ষিপ্তাকারে আনন্দ সাহিব (৬ পৌরী) পাঠের পর ধন্যবাদ, আনন্দ এবং সমর্থনের বিভিন্ন শব্দের সঙ্গীত পরিবেশন করা হয়। অতঃপর, যদি সহজপাঠের আয়োজন করা হয়, তাহলে তা ভোগ করা হয়।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Naam Karan"Sikhism। sikhreligion.net। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০২২ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]