নামবর অভয়ারণ্য | |
---|---|
আইইউসিএন বিষয়শ্রেণী IV (বাসস্থান/প্রজাতি ব্যবস্থাপনা অঞ্চল) | |
অবস্থান | অসম, ভারত |
নিকটবর্তী শহর | গোলাঘাট জেলা ডিফু |
স্থানাঙ্ক | ২৬°২৩′৪৩″ উত্তর ৯৩°৫২′৫৭″ পূর্ব / ২৬.৩৯৫২৮° উত্তর ৯৩.৮৮২৫০° পূর্ব[১] |
আয়তন | ৩৭ |
স্থাপিত | ২৭ জুলাই ২০০০ |
কর্তৃপক্ষ | পরিবেশ ও বন বিভাগ, আসাম |
নামবর অভয়ারণ্য (অসমীয়া: নামবৰ অভয়াৰণ্য) অসমের গোলাঘাট ও কার্বি আংলং জেলায় অবস্থিত একটি সংরক্ষিত বনাঞ্চল। ৩৭ বর্গকি:মি: জুড়ে বিস্তৃত[২] এই অঞ্চলটি ২০০০ সনের ১৭ জুলাই তারিখে অভয়ারণ্য হিসেবে স্বীকৃতি লাভ করে। এর থেকে গোলাঘাটের দূরত্ব ২৫ কি:মি: ও কাজিরাঙা জাতীয় উদ্যানের দূরত্ব প্রায় ৬৫ কি:মি:।[৩][৪]
এখানকার অরণ্যে নানান মুল্যবান গাছ যেমন ভেলু, গমারী, আজার, নাহর, পমা, বনসম ইত্যাদি রয়েছে[৩]। তাছাড়াও এখানে ৫১ ধরনের অর্কিড প্রজাতি দেখা যায়।
হাতি, উল্লুক, মুখপোড়া হনুমান, আসামি বানর, লাল বান্দর, চিতাবাঘ, মায়া হরিণ, সম্বর হরিণ, বন্য বরাহ ইত্যাদি।
বউ কথা কও, এশীয় কোকিল, লাল বনমোরগ, এশীয় শামুকখোল, মাছরাঙ্গা, চন্দনা, পাতি বটেরা, পাতি তিলিহাঁস, ভীমরাজ, লাল ঘুঘু, ইত্যাদি[৩]।