নাম্বার ওয়ান শাকিব খান | |
---|---|
![]() নাম্বার ওয়ান শাকিব খান চলচ্চিত্রের পোস্টার | |
পরিচালক | বদিউল আলম খোকন |
প্রযোজক | মোহাম্মদ হোসাইন |
শ্রেষ্ঠাংশে | শাকিব খান অপু বিশ্বাস মিশা সওদাগর আলী রাজ নুতন আনান |
সুরকার | আলী আকরাম শুুভ |
চিত্রগ্রাহক | আসাদুজ্জামান মজনু |
সম্পাদক | জিনাত হোসাইন জিনহা |
পরিবেশক | গ্রামীণ ফিল্মস |
মুক্তি |
|
স্থিতিকাল | ১৭৫ মিনিট |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
নাম্বার ওয়ান শাকিব খান[১] হল বদিউল আলম খোকন পরিচালিত একটি বাংলা সামাজিক এ্যাকশনধর্মী চলচ্চিত্র। এটি ২০১০ সালের ১১ সেপ্টেম্বর তারিখে ঈদ-উল-ফিতর এর সময়ে মুক্তি পায়।২০১২ সাল পর্যন্ত সবচেয়ে বেশি আয় করা বাংলাদেশী চলচ্চিত্র। চলচ্চিত্রটিতে শাকিব খান নাম ভূমিকায় অভিনয় করেছেন এবং ৬০% কাজ শুটিং এর কাজ ব্যাংককে করা হয়।[২]
নাম্বার ওয়ান শাকিব খান হল বদিউল আলম খোকন পরিচালিত একটি বাংলা সামাজিক এ্যাকশধর্মী ছবি। ছবিতে একটি যুবক তার নিজের পায়ে দাঁড়াতে যে বিভিন্ন সংগ্রামের মুখোমুখি হয় তার উপর দৃষ্টি দেওয়া হয়েছে। জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা শাকিব খান নাম ভূমিকায় অভিনয় করছেন। এছাড়াও অপু বিশ্বাস, নতুন, আলীরাজ, সাদেক বাচ্চু সহ আরও অনেকে রয়েছেন।[৩]
নাম্বার ওয়ান শাকিব খান | |
---|---|
![]() | |
কর্তৃক সাউন্ডট্র্যাক অ্যালবাম | |
মুক্তির তারিখ | ২০১০ |
ঘরানা | ফিল্ম সাউন্ডট্রাক |
প্রযোজক | মোহাম্ম হোসাইন |
নাম্বার ওয়ান শাকিব খান ছবির গান লিখেছেন আলী আকরাম শুভ। ২০১০ সালে ছবির প্রায় সবকটি গান জনপ্রিয়তা অর্জন করেছিল।
নং. | শিরোনাম | শিল্পী | দৈর্ঘ্য |
---|---|---|---|
১. | "নাম্বার ওয়ান শাকিব খান" | এস আই টুটুল | |
২. | "ও ষাথীরে" | এ্যান্ড্রু কিশোর এবং কনক চাপা | |
৩. | "দিওনা" | আসিফ আকবর এবং ডলি শায়ন্তনী | |
৪. | "চাই নারে জমিদারি" | ||
৫. | "কোকিলা" | আসিফ আকবর এবং বেবী নাজনীন |
চলচ্চিত্রটি প্রথমদিকে ৭৫টি সিনেমা হল এবং কয়েক সপ্তাহ ধরে পর্যায়ক্রমে সারাদেশে ৩০০টি সিনেমা হল মুক্তি দেওয়া হয়। যেটি বাংলাদেশি চলচ্চিত্রের ইতিহাসে একটি অনন্য রেকর্ড। এছাড়াও ছবিটি ২০১২ সাল পর্যন্ত বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে সর্বকালের সেরা ব্যাবসাসফল ছবি ছিল।[৪]