এস. নাম্বি নারায়ণন | |
---|---|
![]() ২০১৭ সালে নারায়ণন | |
জন্ম | |
শিক্ষা | প্ৰিন্সটন বিশ্ববিদ্যালয় (এমএসই) থিয়াগারাজার প্রকৌশল কলেজ, মাদুরাই (মেকানিকাল বিই) |
পেশা | বিজ্ঞানী |
পুরস্কার | পদ্মভূষণ[২] |
এস. নাম্বি নারায়ণন (ইংরেজি: S. Nambi Narayanan; জন্ম: ১২ ডিসেম্বর, ১৯৪১)[১] একজন ভারতীয় বিজ্ঞানী ও মহাকাশ প্রকৌশলী। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা তে জ্যেষ্ঠ প্ৰাধিকারি হিসেবে ক্ৰায়জেনিক্স বিভাগের দায়িত্বতে ছিলেন।[৩] ১৯৯৪ সালে মিথ্যে ইসরো চর-কাণ্ডে তাকে অভিযুক্ত এবং গ্ৰেপ্তার করা হয়েছিল। তাঁর প্রাকাশিত বই ‘রেডি টু ফ্লাই’-এ ২৪ বছরের পুরনো সেই ঘটনা নতুন করে তুলে ধরেছেন নারায়ণন ও সাংবাদিক অরুণ রাম।[৪] ১৯৯৬ সালে সিবিআই তাকে তার বিরুদ্ধে থাকা অভিযোগ থেকে অব্যাহতি দেয়। ১৯৯৮ সালে ভারতের সর্বোচ্চ ন্যায়ালয় তাকে দোষী নয় বলে ঘোষণা করে। গুপ্তচর সন্দেহে ধৃত নারায়ণনকে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ২০১৯ সালে তাকে ভারতের তৃতীয় সৰ্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মভূষণ প্ৰদান করা হয়।[২]
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |