নায়ক | |
---|---|
![]() নায়ক চলচ্চিত্রের পোস্টার | |
পরিচালক | ভি ভি বিনায়ক |
প্রযোজক | ডিভিভি দানায়া |
রচয়িতা | আকুল শিভা |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | এস থামান |
চিত্রগ্রাহক | ছোটা কে. নাইডু |
সম্পাদক | গৌতম রাজু |
প্রযোজনা কোম্পানি |
|
পরিবেশক | ডিভিভি দানায়া এন্টারটেইনমেন্ট |
মুক্তি |
|
স্থিতিকাল | ১৫১ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | তেলুগু |
নির্মাণব্যয় | ₹ ৫০ কোটি (ইউএস$ ৬.১১ মিলিয়ন) |
আয় | ₹ ১৫০ কোটি (ইউএস$ ১৮.৩৩ মিলিয়ন) |
নায়ক ২০১৩ সালের একটি তেলুগু ভাষার মারপিটধর্মী চলচ্চিত্র, যা রচনা করেছেন আকুলা শিভা এবং পরিচালনা করেছেন ভি ভি বিনায়ক। চলচ্চিত্রটি ডিভিভি দানায়া এবং এস রাধাকৃষ্ণযৌথভাবে প্রযোজনা করেছেন। ইউনিভার্সাল মিডিয়া ব্যানারে। ছবিটিতে মুখ্য চরিত্রে রয়েছেন রাম চরণ, কাজল আগরওয়াল, অমলা পল, প্রদীপ রাওয়াত এবং আশীষ বিদ্যার্থী। সাই থামান এই ছবির সংগীত ও পটভূমি রচনা করেছেন। কে নাইডু চিত্রনাট্য এবং গৌতম রাজু চলচ্চিত্রটির সম্পাদক।[১]