নায়কান | |
---|---|
পরিচালক | মণি রত্নম |
প্রযোজক | মুক্তা শ্রীনিবাস মুক্তা ভি. রামস্বামী জি. ভেঙ্কটেশ্বরন |
রচয়িতা | মণি রত্নম |
শ্রেষ্ঠাংশে | কমল হাসন সারাণ্য পোণভান্নান |
সুরকার | ইলাইয়ারাজা |
চিত্রগ্রাহক | পি. সি. শ্রীরাম |
সম্পাদক | বি. লেনিন ভি. টি. বিজয়ন |
প্রযোজনা কোম্পানি | মুক্তা ফিল্মস |
পরিবেশক | জি. ভি. ফিল্মস |
মুক্তি |
|
স্থিতিকাল | ১৫৫ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | তামিল |
নির্মাণব্যয় | ₹10 million |
নায়কান (তামিল: நாயகன், অনুবাদ 'নায়ক') হচ্ছে ১৯৮৭ সালে মুক্তিপ্রাপ্ত একটি তামিল চলচ্চিত্র। মণি রত্নমের রচনা এবং পরিচালনায় চলচ্চিত্রটি ছিলো অপরাধ ঘরানার।[১] চলচ্চিত্রটিতে অভিনয় করেছিলেন কমল হাসন, সারাণ্য পোণভান্নান, টিনু আনন্দ, কার্তিকা, জনকরাজ, দিল্লি গণেশ এবং নছর। চলচ্চিত্রটির কাহিনী মুম্বাই শহরের শীর্ষ সন্ত্রাসী নেতা ভরদ্বাজ মুদালিয়ারের জীবনের উপর ভিত্তি করে নির্মিত হয়েছিলো, চলচ্চিত্রটিতে দেখানো হয় যে মুম্বাইয়ের এক সামান্য বস্তিবাসী 'ভেলু' কীভাবে বড় একজন সন্ত্রাসী নেতাতে রূপান্তরিত হয়ে যায়।[২]
চলচ্চিত্রটি ১৯৮৭ সালের ২১শে অক্টোবর তারিখে মুক্তি পায় এবং দর্শকপ্রিয়তা এবং ব্যবসাসফলতা পায়; চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালক ছিলেন ইলাইয়ারাজা।[৩]। কমল হাসন শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতেন। চলচ্চিত্রটি হিন্দি ভাষায় দয়াবন (১৯৮৮) নামে পুনঃনির্মাণ করা হয়েছিলো যেখানে বিনোদ খান্না অভিনয় করেছিলেন।