নারায়ণপুর, ছত্তিশগড়

নারায়ণপুর শহরটি ভারতের ছত্তিসগড় রাজ্যের নারায়ণপুর জেলার প্রশাসনিক সদর দফতর। []

নারায়ণপুর নকশালদের দ্বারা খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, এর প্রধান কারণ এই অঞ্চলের উপজাতিগুলি অর্থনৈতিক বিকাশ থেকে বিচ্ছিন্ন রয়েছে। ১৯৮৫ সালে শুরু হওয়া রামকৃষ্ণ মিশন এই উপজাতিদের উন্নতির মূলধারায় নিয়ে আসতে নিরলস কাজ করে চলেছে। উপজাতি জনগোষ্ঠেঈর জন্য স্কুল, খেলার মাঠ এবং একটি স্টেডিয়াম স্থাপিত রয়েছে।

নারায়ণপুরে কীভাবে পৌঁছাবেন

রায়পুর থেকে নারায়ণপুর হয়ে রাজনন্দগাঁও এবং জগদলপুর হয়ে নিয়মিত বাস পাওয়া যায়। জগদলপুর থেকে নারায়ণপুরের দূরত্ব ১২০ কিলোমিটার।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. India 2010, A Reference Annual (পিডিএফ)। Publications Division, Ministry of Information and Broadcasting, Government of Indiaand। ২০১০। পৃষ্ঠা 1122। আইএসবিএন 978-81-230-1617-7। ২৯ ডিসেম্বর ২০১০ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০১২