মানব যৌনতা-সম্পর্কিত বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
নারীতে নারীতে যৌনতা বলতে এমন মহিলাদের বোঝনো হয়েছে যারা অন্য মহিলাদের সাথে যৌনক্রিয়ায় লিপ্ত হন।[১] তারা সমকামী মহিলা হতে পারেন বা উভকামীও হতে পারেন এবং বিষমকামীও হতে পারেন। আবার তাদের কোনও যৌন পরিচয় নাও থাকতে পারে; ডব্লিউএসডব্লিউ (উইমেন হু হ্যাভ সেক্স উইথ উইমেন) শব্দটি চিকিৎসা-সাহিত্যে প্রায়শই ক্লিনিক্যাল স্টাডিতে এই জাতীয় মহিলাদের বর্ণনা দেওয়ার জন্য ব্যবহৃত হয়।[২]
সমকামী মহিলাদের জরায়ুমুখের ক্যান্সারে আক্রান্ত হবার কম সম্ভাবনা থাকে। কিছু মেডিকেল পেশাদাররা চিকিৎসা সংক্রান্ত গবেষণায় অবশ্য দাবী করেন যে বন্ধনীযুক্ত কৃত্রিম শিশ্ন দিয়ে নারী-নারী সহবাস করলে তখন জরায়ুমুখের ক্যান্সার হতে পারে।[৩]
নিয়মিত বন্ধনীযুক্ত কৃত্রিম শিশ্ন দ্বারা মিলন করা সমকামী নারীদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা বাড়িয়ে তোলে। ডিম্বাশয়ের ক্যান্সারের হার বৃদ্ধির ঝুঁকির কারণগুলি সমকামী মহিলাদের মধ্যে নেই বললেই চলে।[৪]
অনেক চিকিৎসকই যৌনবাহিত রোগ (এসটিআই) -এর জন্য বিষমকামী যৌনমিলন থেকে নারী-নারী সহবাস নগণ্য ঝুঁকিযুক্ত বলে মনে করেন। চিকিৎসকরা দুটি মহিলার মধ্যে যৌনতার জন্য এসটিআই সংক্রমণ রোধ সম্পর্কিত কোনও তথ্য দিতে যদিও সবসময় সফল হননা। বিষমকামী এবং উভকামী মহিলাদের তুলনায় সমকামী নারীদের মধ্যে যৌনবাহিত রোগ হওয়ার হারও কম, যদিও এক্ষেত্রে রোগ হবার ঝুঁকি একেবারেই নেই - এরকমটাও বলা যায়না।[৫]