নালতার উপত্যকা وادی نلتر | |
---|---|
উপত্যকা | |
উপরে বামে থেকে ডানে: নালতার উপত্যকায় সেতু, নালতার উপত্যকায় চারণভূমি, নালতার লেক, নালতার স্কাই রিসোর্ট | |
দেশ | পাকিস্তান |
প্রশাসনিক অঞ্চল | গিলগিত-বালতিস্তান |
জেলা | গিলগিত জেলা |
তেহসিল | গিলগিত |
সময় অঞ্চল | পিএসটি (ইউটিসি+৫:০০) |
• গ্রীষ্মকালীন (দিসস) | +৫ (ইউটিসি) |
নালতার উপত্যকা (উর্দু:وادی نلتر) পাকিস্তানের গিলগিত-বালতিস্তান এলাকার গিলগিত, হানজা ও নোমালের কাছাকাছি একটি উপত্যকা। নালতার গিলগিত থেকে ৫৪ কিলোমিটার (৩৪ মা) দূরে।[১] এবং জিপ দ্বারা সেখানে পৌঁছানো যায়।[২][৩] নালতার এটার চমকপ্রদ পর্বতের সুন্দর চিত্রানুগ দৃশ্যের জন্য একটি বনাঞ্চল হিসেবে পরিচিত।
নালতার স্কাই রিসোর্টে স্কাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নালতার বালা এবং নালতার পাইন নালতার উপত্যকার দুটি গ্রাম। গিলগিত থেকে নালতার পাইন ৩৪ কিলোমিটার (২১ মা) ও নালতার বালা ৪০ কিলোমিটার (২৫ মা) দূরত্বে অবস্থিত। শকিনালতার উপত্যকা ও গিলগিতের মধ্যখানে নোমাল হিসেবে পরিচিত একটি প্রধান গ্রাম রয়েছে। 'সিল্ক রুট' থেকে 'চীন' পর্যন্ত একটি রোড নোমাল থেকে গিয়েছে। [তথ্যসূত্র প্রয়োজন]