নাসরিনা ইব্রাহিম | |
---|---|
২য় মালদ্বীপের ফার্স্ট লেডি | |
কাজের মেয়াদ ১১ নভেম্বর ১৯৭৮ – ১১ নভেম্বর ২০০৮ | |
রাষ্ট্রপতি | মাউমুন আব্দুল গাইয়ুম |
পূর্বসূরী | নাসিমা মোহাম্মেদ |
উত্তরসূরী | লায়লা আলী আবদুল্লাহ |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | মালে, মালদ্বীপ |
রাজনৈতিক দল | মালদ্বীপের প্রগতিশীল দল (until ২০১৭) |
দাম্পত্য সঙ্গী | মাউমুন আব্দুল গাইয়ুম (বি. ১৯৬৯) |
সন্তান | ধুনীয়া মাউমুন ইয়ুমনা মাউমুন আহমেদ ফারিস মাউমুন ঘাসান মাউমুন |
বাসস্থান | Alivaage (বর্তমান) Muliaage, Theemuge (অফিস চলাকালীন) |
পেশা | সোসাইটি ফর হেলথ এডুকেশন |
নাসরিনা ইব্রাহিম একজন মালদ্বীপের জনসাধারণের ব্যক্তিত্ব ১৯৭৮ থেকে ২০০৮ পর্যন্ত মালদ্বীপের প্রাক্তন ফার্স্ট লেডি এবং প্রাক্তন রাষ্ট্রপতি মাউমুন আব্দুল গাইয়ুমের স্ত্রী।[১]
নাসরিনা সোসাইটি ফর হেলথ এডুকেশন (এসএইচই) এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, মালদ্বীপের একটি দাতব্য ভিত্তিক বেসরকারি সংস্থা, যেটি বিভিন্ন স্বাস্থ্য ক্ষেত্রে কাজ করে, কিন্তু বিশেষ করে থ্যালাসেমিয়া এবং মহিলাদের স্বাস্থ্যের ক্ষেত্রে। তিনি আন্তর্জাতিক পরিকল্পিত পিতামাতা ফেডারেশনের মালদ্বীপের জাতীয় অনুমোদিত।[২]