ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | নাসসার মাহমুদ নাসসার | ||
জন্ম | [১] | ১ জানুয়ারি ১৯৯২||
জন্ম স্থান | সুর, লেবানন | ||
উচ্চতা | ১.৬৯ মিটার (৫ ফুট ৬+১⁄২ ইঞ্চি)[১] | ||
মাঠে অবস্থান | রক্ষণভাগের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | আল আনসার | ||
জার্সি নম্বর | ৫ | ||
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১১:৫৪, ২৮ জানুয়ারি ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
নাসসার মাহমুদ নাসসার (আরবি: نصار محمود نصار, ইংরেজি: Nassar Nassar; জন্ম: ১ জানুয়ারি ১৯৯২; নাসসার নাসসার নামে সুপরিচিত) হলেন একজন লেবানীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে লেবানীয় ক্লাব আল আনসার এবং লেবানন জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত ডান পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পার্শ্বীয় মধ্যমাঠের খেলোয়াড় অথবা বাম পার্শ্বীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।
নাসসার ২০১৬ সালে লেবাননের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; লেবাননের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ১৮ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
নাসসার মাহমুদ নাসসার ১৯৯২ সালের ১লা জানুয়ারি তারিখে লেবাননের সুরে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
নাসসার কাতারে অনুষ্ঠিত ২০২৩ এএফসি এশিয়ান কাপের জন্য ঘোষিত লেবাননের ২৬ সদস্যের চূড়ান্ত দলে স্থান পেয়েছিলেন,[১][২] যেখানে তিনি দুই ম্যাচে অংশগ্রহণ করেছেন।[৩]
দল | সাল | ম্যাচ | গোল |
---|---|---|---|
লেবানন | ২০১৬ | ৩ | ০ |
২০১৭ | ৩ | ০ | |
২০১৮ | ৫ | ০ | |
২০২০ | ১ | ০ | |
২০২১ | ১ | ০ | |
২০২৩ | ৪ | ০ | |
২০২৪ | ১ | ০ | |
সর্বমোট | ১৮ | ০ |