নাসুহ | |
---|---|
৫৩তম উসমানীয় উজিরে আজম | |
কাজের মেয়াদ ৫ আগস্ট ১৬১১ – ১৭ অক্টোবর ১৬১৪ | |
সার্বভৌম শাসক | প্রথম আহমেদ |
পূর্বসূরী | কুয়ুজু মুরাদ পাশা |
উত্তরসূরী | ওকুজ কারা মেহমেদ পাশা |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | আলবেনিয়া |
মৃত্যু | ১৭ অক্টোবর ১৬১৪ |
জাতীয়তা | অটোমান |
দাম্পত্য সঙ্গী | ফাতমা সুলতান |
ধর্ম | সুন্নি ইসলাম |
জাতিতত্ত্ব | আলবেনীয় |
নাসুহ পাশা আলবেনীয় বংশোদ্ভূত একজন উসমানীয় রাজ্যপাল ছিলেন। তিনি ৫ আগস্ট ১৬১১ থেকে ১৭ অক্টোবর ১৬১৪ অবধি উসমানীয় সাম্রাজ্যের উজিরে আজম ছিলেন। [১] তিনি গুমুলচিন (আধুনিক কোমোটিনি) থেকে এসেছিলেন এবং উসমানীয় রাজবংশের জামাই (দামাত) হয়েছিলেন, কারণ তিনি উসমানীয় রাজকন্যা ফাতমা সুলতানাকে বিয়ে করেছিলেন। ১৬১৪ সালে প্রথম আহমেদ তার মৃত্যুদন্ড কার্যকর করেছিলেন।
ডাবিংকৃত তুর্কি ধারাবাহিক সুলতান সুলেমান: কোসেম সিরিজে নাসুহ পাশা চরিত্রে অভিনয় করে তুর্কি অভিনেতা তোলগা তুনসের।