নাসের আল-খেলাইফি

নাসের আল-খেলাইফি
২০১৪ সালে নাসের খেলাইফি
পূর্ণ নামনাসের বিন ঘানিম আল-খেলাইফি
দেশকাতার
বাসস্থানকাতার
জন্ম (1973-11-12) ১২ নভেম্বর ১৯৭৩ (বয়স ৫০)
দোহা, কাতার
পেশাদারিত্ব অর্জন১৯৯২
অবসর গ্রহণ২০০৪
খেলার ধরনডান-হাতি
একক
পরিসংখ্যান১২-৩৩ (এটিপি ট্যুর স্তর, গ্র‍্যান্ড স্ল্যাম স্তর এবং ডেভিস কাপে)
শিরোপা
সর্বোচ্চ র‌্যাঙ্কিং৯৯৫ (৪ নভেম্বর ২০০২)
দ্বৈত
পরিসংখ্যান১২-১৮ (এটিপি ট্যুর স্তর, গ্র‍্যান্ড স্ল্যাম স্তর এবং ডেভিস কাপে)
শিরোপা
সর্বোচ্চ র‌্যাঙ্কিং১০৪০ (৪ ফেব্রুয়ারি ১৯৯৩)

নাসের বিন ঘানিম আল-খেলাইফি (আরবি: ناصر بن غانم الخليفي; জন্ম: ১২ নভেম্বর ১৯৭৩; নাসের আল-খেলাইফি নামে সুপরিচিত) একজন কাতারি ব্যবসায়ী। তিনি বর্তমানে বেইন মিডিয়া গ্রুপ[] ও কাতার স্পোর্টস ইনভেস্টমেন্টের চেয়ারম্যান, পারি সাঁ-জেরমাঁ ও কাতার টেনিস ফেডারেশনের সভাপতি[] এবং এশিয়ান টেনিস ফেডারেশনের সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন।[]

আল-খেলাইফি ফরাসির পারি সাঁ-জেরমাঁর সভাপতির পাশাপাশি প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্বও পালন করছেন। এছাড়াও তিনি ফিফা ক্লাব বিশ্বকাপের আয়োজক কমিটির সদস্য[] এবং ইউরোপিয়ান ক্লাব অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হয়েছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

নাসের বিন ঘানিম আল-খেলাইফি ১৯৭৩ সালের ১২ই নভেম্বর তারিখে কাতারের দোহায় জন্মগ্রহণ করেন। তিনি একজন জেলের পুত্র। তিনি কাতার বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি এবং ইউনিভার্সিটি অব পাইরাস থেকে মেরিটাইম স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. France, beIN SPORTS। "Mr. Yousef Al-Obaidly Appointed President Of beIN SPORTS France"www.prnewswire.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৮-১৫ 
  2. "Who we are | Qatar Sports Investments" (ইংরেজি ভাষায়)। ২০২২-১০-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৮-১৫ 
  3. "আমাদের সম্পর্কে"কাতার টেনিস। ২০২২-০৮-১৫। 
  4. "অর্গানাইজেশনের জন্য ফিফা বিশ্বকাপের কমিটি"ফিফা। ২০২২-০৮-১৫। ২০১৫-০৭-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৮-১৫