ব্যক্তিগত তথ্য | |||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | নাসের শাদলি[১] | ||||||||||||||||
জন্ম | [২] | ২ আগস্ট ১৯৮৯||||||||||||||||
জন্ম স্থান | লিয়েজ, বেলজিয়াম | ||||||||||||||||
উচ্চতা | ১.৮৫ মিটার (৬ ফুট ১ ইঞ্চি)[৩] | ||||||||||||||||
মাঠে অবস্থান | আক্রমণভাগের খেলোয়াড় | ||||||||||||||||
ক্লাবের তথ্য | |||||||||||||||||
বর্তমান দল |
আন্ডারলেখট (মোনাকো হতে ধারে) | ||||||||||||||||
জার্সি নম্বর | ১৯ | ||||||||||||||||
যুব পর্যায় | |||||||||||||||||
১৯৯৪–১৯৯৮ | জেএস থিয়ে-আ-লিয়েজ | ||||||||||||||||
১৯৯৮–২০০৫ | স্ট্যান্ডার্ড লিয়েজ | ||||||||||||||||
২০০৫–২০০৭ | এমভিভি মাস্ত্রিখট | ||||||||||||||||
জ্যেষ্ঠ পর্যায়* | |||||||||||||||||
বছর | দল | ম্যাচ | (গোল) | ||||||||||||||
২০০৭–২০১০ | এজিওভিভি আপেলডুর্ন | ৮৯ | (২৮) | ||||||||||||||
২০১০–২০১৩ | টুয়েন্টে | ৭৮ | (২৩) | ||||||||||||||
২০১৩–২০১৬ | টটেনহ্যাম হটস্পার | ৮৮ | (১৫) | ||||||||||||||
২০১৬–২০১৮ | ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়ন | ৩৬ | (৬) | ||||||||||||||
২০১৮– | মোনাকো | ১৬ | (০) | ||||||||||||||
২০১৯– | → আন্ডারলেখট (ধার) | ১৭ | (৮) | ||||||||||||||
জাতীয় দল‡ | |||||||||||||||||
২০১০ | মরক্কো | ১ | (০) | ||||||||||||||
২০১১– | বেলজিয়াম | ৫৯ | (৮) | ||||||||||||||
অর্জন ও সম্মাননা
| |||||||||||||||||
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ০৯:৪৩, ২০ জুন ২০২০ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৯:৪৩, ২০ জুন ২০২০ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
নাসের শাদলি (আরবি: ناصر الشادلي, ইংরেজি: Nacer Chadli; জন্ম: ২ আগস্ট ১৯৮৯) হলেন লিয়েজে জন্মগ্রহণকারী একজন বেলজীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে বেলজিয়ামের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর বেলজীয় প্রথম বিভাগ এ-এ আন্ডারলেখট (ফরাসি ক্লাব মোনাকো হতে ধারে) এবং বেলজিয়াম জাতীয় ফুটবল দলের হয়ে একজন আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত একজন লেফট উইঙ্গার হিসেবে খেললেও মাঝেমধ্যে রাইট উইঙ্গার অথবা আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।
১৯৯৪–৯৫ মৌসুমে, বেলজীয় ফুটবল ক্লাব জেএস থিয়ে-আ-লিয়েজের যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে শাদলি ফুটবল জগতে প্রবেশ করেন; অতঃপর তিনি স্ট্যান্ডার্ড লিয়েজ এবং এমভিভি মাস্ত্রিখটের মতো ক্লাবের যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে নিজের খেলার বিকাশ করেছেন। ২০০৭–০৮ মৌসুমে, বেলজীয় ক্লাব এজিওভিভি আপেলডুর্নের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন শুরু করেন, যেখানে তিনি ৩ মৌসুম অতিবাহিত করেছেন; এই ক্লাবের হয়ে তিনি ৮৯ ম্যাচে ২৮টি গোল করেছেন। পরবর্তীতে তিনি টুয়েন্টে, টটেনহ্যাম হটস্পার, ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়ন এবং মোনাকোর হয়ে খেলেছেন। ২০১৯–২০ মৌসুমে, তিনি ১ মৌসুমের জন্য মোনাকো হতে ধারে বেলজীয় ফুটবল ক্লাব আন্ডারলেখটে যোগদান করেছেন।
দলগতভাবে, ঘরোয়া ফুটবলে, শাদলি এপর্যন্ত ১টি শিরোপা জয়লাভ করেছেন, যা তিনি ১টি টুয়েন্টের হয়ে জয়লাভ করেছেন। অন্যদিকে আন্তর্জাতিক প্রতিযোগিতায়, তার সবচেয়ে বড় সাফল্য হচ্ছে ২০১৮ ফিফা বিশ্বকাপে তৃতীয় স্থানের পদক অর্জন করা।