নাহরি সারজ | |
---|---|
জেলা | |
স্থানাঙ্ক: ৩১°৪৯′ উত্তর ৬৪°৩৩′ পূর্ব / ৩১.৮১৭° উত্তর ৬৪.৫৫০° পূর্ব | |
দেশ | আফগানিস্তান |
প্রদেশ | হেলমান্দ প্রদেশ |
পেশা | তালেবান |
জনসংখ্যা (২০১২)[১] | |
• মোট | ১,১৪,২০০ |
নাহরি সারজ জেলা (পশতু: نهر سراج ولسوالۍ) (জনসংখ্যা: ১১৪,২০০,[১] এছাড়াও মাঝেমধ্যে বলা হয়ে থাকে নহরে সরজ, হচ্ছে দক্ষিণ আফগানিস্তানের হেলমান্দ প্রদেশের একটি জেলা। এখানকার প্রধান পৌরসভা গিরিশক এর জনসংখা হচ্ছে ৪৮,৫৪৬ জন।
জাতিগত গঠন বলতে প্রধানত পশতু সম্প্রদায়ের লোকজনের বসতি রয়েছে জেলাটিতে।[২] তালেবানদের সময়ে নাহরি সারজ জেলা নুরজাই গোষ্ঠীর নিয়ন্ত্রণাধীন ছিল।
জেলাটিতে আয়ের প্রধান উৎস হচ্ছে কৃষি। এখানকার মাটি অত্যন্ত সমৃদ্ধ এবং চাষাবাদের জন্য সেচ ব্যবস্থা তুলনামূলকভাবে ভাল অবস্থায় রয়েছে। সেচ ব্যবস্থার জন্য মুলত হেলমান্দ নদী, কারেজ এবং নলকূপ থেকে ব্যবহার করা হয়।
আফগানিস্তানের হেলমান্দ প্রদেশ এর অঞ্চলভিত্তিক বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |