নিউ থিয়েটার্স

নিউ থিয়েটার্স লিমিটেড
ধরনপ্রাইভেট কোম্পানি
শিল্পচলচ্চিত্রগ্রহণশিল্প উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
প্রতিষ্ঠাকালকলকাতা, পূর্ব বাংলা ১০ ফেব্রুয়ারি ১৯৩১
সদরদপ্তর,
প্রধান ব্যক্তি
বীরেন্দ্রনাথ সরকার (প্রতিষ্ঠাতা)
মালিকবীরেন্দ্রনাথ সরকার

নিউ থিয়েটার্স একটি ভারতীয় চলচ্চিত্র স্টুডিও। ১৯৭০ সালের দাদাসাহেব ফালকে পুরস্কার প্রাপ্ত প্রযোজক বীরেন্দ্রনাথ সরকার দ্বারা এই স্টুডিওটি ১৯৩১ সালের ১০ ফেব্রুয়ারি তারিখে কলকাতায় স্থাপিত হয়। তার বন্ধু ভারতের প্রথম ইম্প্রেসারিয়ো হরেন ঘোষ পরামর্শদানে সাহায্য করেন। []এই সংস্থার মূলমন্ত্র : জীবতং জ্যোতিরেতু ছায়াম

ইতিহাস

[সম্পাদনা]

বীরেন্দ্রনাথ মার্কিন যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র জগৎয়ের কার্যনির্বাহী প্রযোজকদের অনুরূপ কাজ করতে পছন্দ করতেন। তিনি ছবি প্রক্রিয়াকরণ ল্যাবরেটরি তৈরি করে একান্তভাবে অনুরক্ত কিছু ব্যক্তিদের নিয়োগ করেন। ছবির জন্য কোনো বিষয় ও নির্মাণকারী দল নির্বাচন হয়ে গেলে, তিনি যথাযত অর্থের ব্যবস্থা করতেন। ছবিটি নির্মাণের সময় তিনি হস্তক্ষেপ করতেন না। বাংলা চলচ্চিত্রের রুচি ও কারিগরী দক্ষতার প্রতীক হিসাবে তিনি নিউ থিয়েটার্সের পরিচয় প্রতিষ্ঠা করেন।[]:১২-১৩

প্রযোজিত চলচ্চিত্র

[সম্পাদনা]

প্রেমাঙ্কুর আতর্থী দ্বারা নির্দেশিত দেনা পাওনা নামক বাংলা চলচ্চিত্রটি বাংলার প্রথম দীর্ঘ সবাক চলচ্চিত্র যা ১৯৩১ সালে নিউ থিয়েটার্স দ্বারা প্রযোজিত হয়েছিল। এই ছবির জন্য সংগীত পরিচালনা করেছিলেন বিখ্যাত সংগীতকার রাইচাঁদ বড়াল

কিরণময় রাহার কথা অনুযায়ী, "দেবকী বসুর নির্দেশনায় মুক্তিপ্রাপ্ত চণ্ডীদাস ছবির ফলে নিউ থিয়েটার্স প্রসিদ্ধি লাভ করে।"[]:১৩ এর আগে এই স্টুডিও থেকে পাঁচটি সবাক চলচ্চিত্র মুক্তি পেয়েছিল।

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা দেবদাস উপন্যাসের উপর ভিত্তি করে ১৯৩৫ সালে প্রমথেশ চন্দ্র বড়ুয়া অভিনীত ও তাঁরই নির্দেশনায় দেবদাস ছবিটি নির্মিত হয়। এই ছবিটি অভূতপূর্ব সাফল্য অর্জন করে।

১৯৩৫ সালে, নীতিন বসু দ্বারা নির্মিত ভাগ্য চক্র নামক বাংলা ছায়াছবিতে ভারতে সর্বপ্রথম নেপথ্য গানের ব্যবহার করা হয়। কৃষ্ণচন্দ্র দে, পারুল ঘোষ ও সুপ্রভা সরকার এই ছবিতে গান করেন।[] এই ছবিটি ধুপ ছাঁও নামে হিন্দি ভাষায় পুনঃনির্মিত হয় এবং এটিই নেপথ্য গান সহ প্রথম হিন্দি ছায়াছবি।[]

নিউ থিয়েটার্স প্রযোজিত ছবিগুলিতে, তারকা অভিনেত্রীদের মধ্যে প্রথম কানন দেবী বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেন। কুন্দন লাল সায়গল, কৃষ্ণচন্দ্র দে, পৃথ্বীরাজ কাপুর, ছবি বিশ্বাস, পাহাড়ী সান্যাল, বসন্ত চৌধুরীর মতন বেশ অনেকজন স্বনামধন্য অভিনেতারাও নিউ থিয়েটার্সের সাথে যুক্ত ছিলেন।

প্রেমাঙ্কুর আতর্থী, প্রমথেশ বড়ুয়া, দেবকী বসুনীতিন বসু ইত্যাদি প্রসিদ্ধ চলচ্চিত্র নির্দেশক নিউ থিয়েটার্সের ছবিতে কাজ করেছেন। রাইচাঁদ বড়াল, পঙ্কজ মল্লিকতিমির বরণের মতন উল্লেখযোগ্য সংগীতশিল্পীরাও এই স্টুডিওর সাথে যুক্ত ছিলেন।

চলচ্চিত্রের তালিকা

[সম্পাদনা]

নিউ থিয়েটার্সের ছবিগুলি কলকাতা শহরের টালিগঞ্জ অঞ্চলে অবস্থিত তাদের নিজস্ব স্টুডিও থেকে প্রযোজিত হত। ১৯৩১ সালের ১০-ই ফেব্রুয়ারি এটি আরম্ভ হয়।[] ১৯৩১ থেকে ১৯৫৫-র মধ্যে এই স্টুডিওতে ১৫০-টি ছবির শুটিং করা হয়।[] ২০১১ সালে আমি আদু ছবিটি দিয়ে নিউ থিয়েটার্সের চলচ্চিত্র প্রযোজনা পুনরায় আরম্ভ হয়। নিউ থিয়েটর্সের চলচ্চিত্রের তালিকায় রয়েছে:[]

বছর ছায়াছবির নাম [] ভাষা পরিচালক কাহিনী সংগীত অভিনয়
১৯৩১ চোর কাঁটা (নির্বাক) বাংলা চারু রায় চারু বন্দ্যোপাধ্যায় অমর মল্লিক, বোকেন চ্যাটার্জি, জ্যোৎস্না গুপ্ত, মনোরমা, শান্তি গুপ্ত, রাজীব রায়
১৯৩১ চাষার মেয়ে (নির্বাক) বাংলা প্রফুল্ল রায় প্রেমাঙ্কুর আতর্থী জীবন গাঙ্গুলি, অমর মল্লিক, প্রেমাঙ্কুর আতর্থী, হেমচন্দ্র চন্দ, জ্যোৎস্না গুপ্ত, প্রেমকুমারী, মনোরমা, কুঞ্জলাল সেন, ভানু বন্দ্যোপাধ্যায়, চানী দত্ত, বোকেন চ্যাটার্জি
১৯৩১ দেনা পাওনা বাংলা প্রেমাঙ্কুর আতর্থী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রাইচাঁদ বড়াল দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, জহর গাঙ্গুলি, ভানু বন্দ্যোপাধ্যায়, নীভাননী, শিশুবালা, উমাশশী, অনুপমা, অমর মল্লিক, ভুমেন রায়
১৯৩১ মহব্বত কি আঁসু উর্দু প্রেমাঙ্কুর আতর্থী রাইচাঁদ বড়াল কে এল সায়গল, আখতারী মুরাদাবাদী, মহাজবিন
১৯৩২ পুনর্জন্ম বাংলা প্রেমাঙ্কুর আতর্থী রাইচাঁদ বড়াল দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, প্রেমাঙ্কুর আতর্থী, দেববালা, অমর মল্লিক
১৯৩২ নটীর পূজা বাংলা রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর দীনেন্দ্রনাথ ঠাকুর
১৯৩২ চিরকুমার সভা বাংলা প্রেমাঙ্কুর আতর্থী রবীন্দ্রনাথ ঠাকুর রাইচাঁদ বড়াল তিনকড়ি চক্রবর্তী, অমর মল্লিক, মনোরঞ্জন ভট্টাচার্য্য, দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, নীভাননী, সুনীতি, মলিনা দেবী, চানী দত্ত, ইন্দ্রভূষণ মুখার্জি, ফণী বর্মা, অনুপমা
১৯৩২ পল্লীসমাজ বাংলা শিশিরকুমার ভাদুড়ী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রাইচাঁদ বড়াল শিশিরকুমার ভাদুড়ী, বিশ্বনাথ ভাদুড়ী, যোগেশ চৌধুরী, কঙ্কাবতী, প্রভা, রাজলক্ষ্মী, অমলেন্দু লাহিড়ী, শৈলেন চৌধুরী, নৃপেশ রায়
১৯৩২ চণ্ডীদাস বাংলা দেবকী বসু দেবকী বসু রাইচাঁদ বড়াল দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, দেববালা, অমর মল্লিক, মনোরঞ্জন ভট্টাচার্য্য, কৃষ্ণচন্দ্র দে, চানী দত্ত, উমাশশী দেবী, সুনীলা, ধীরেন্দ্র বন্দ্যোপাধ্যায়
১৯৩২ জিন্দা লাশ উর্দু প্রেমাঙ্কুর আতর্থী রাইচাঁদ বড়াল কে এল সায়গল, আই. এ. হাফিসজি, আনসারী, আলি মীর, কাপুর, গুল হামিদ, রানিবালা
১৯৩২ সুবাহ কা সিতারা উর্দু প্রেমাঙ্কুর আতর্থী রাইচাঁদ বড়াল কে এল সায়গল, রতন বাই, সিদ্দিকি, আলি মীর, মাজহার খান
১৯৩২ জোশ মহব্বত উর্দু
১৯৩৩ মাসতুতো ভাই বাংলা ধীরেন গাঙ্গুলি ধীরেন গাঙ্গুলি রাইচাঁদ বড়াল ধীরেন গাঙ্গুলি, নির্মল, মলিনা দেবী, বোকেন চ্যাটার্জি, অহী সান্যাল, কমলা ঝাড়িয়া
১৯৩৩ কপালকুণ্ডলা বাংলা প্রেমাঙ্কুর আতর্থী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রাইচাঁদ বড়াল দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, মনোরঞ্জন ভট্টাচার্য্য, অমর মল্লিক, উমাশশী, নিভাননী, মলিনা দেবী, অমূল্য মিত্র
১৯৩৩ সীতা বাংলা শিশিরকুমার ভাদুড়ী রাইচাঁদ বড়াল শিশিরকুমার ভাদুড়ী, বিশ্বনাথ ভাদুড়ী, অহীন্দ্র চৌধুরী, শৈলেন চৌধুরী, প্রভাত চট্টোপাধ্যায়, কঙ্কাবতী, রানিবালা, প্রভা, মনোরমা, তারাকুমার ভাদুড়ী, শীতলচন্দ্র পাল, মনোরঞ্জন ভট্টাচার্য্য
১৯৩৩ মীরাবাই বাংলা দেবকী বসু বসন্ত চট্টোপাধ্যায়, হীরেন বসু রাইচাঁদ বড়াল দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, পাহাড়ী সান্যাল, অমর মল্লিক, শৈলেন পাল, চন্দ্রাবতী, মলিনা দেবী, নিভাননী, ইন্দুবালা, মনোরঞ্জন ভট্টাচার্য্য, জীতেন
১৯৩৩ পূরাণ ভকত্ হিন্দি দেবকী বসু রাইচাঁদ বড়াল চৌধুরী মহ: রফিক, আনওয়ারী, কে সি দে (কৃষ্ণচন্দ্র দে), উমাশশী, কাপ্পুর, কুন্দনলাল সায়গল, আনসারী, কুমার, তারা, মলিনা দেবী
১৯৩৩ রাজরাণী মীরা হিন্দি দেবকী বসু রাইচাঁদ বড়াল পৃথ্বীরাজ কাপুর, পাহাড়ী সান্যাল, কুন্দনলাল সায়গল, দুর্গা খোটে, মলিনা দেবী, আনসারী
১৯৩৩ ইহুদি কি লড়কি উর্দু প্রেমাঙ্কুর আতর্থী রাইচাঁদ বড়াল কে এল সায়গল, গুল হামিদ, নবাব, পাহাড়ী সান্যাল, গুলাম মহম্মদ, রতন বাই, রাধারানি, মিস তারা
১৯৩৩ দুলারী বিবি উর্দু দেবকী বসু রাইচাঁদ বড়াল কে এল সায়গল, মলিনাদেবী, মীর জান
১৯৩৪ রূপলেখা বাংলা প্রমথেশ বড়ুয়া রাইচাঁদ বড়াল প্রমথেশ বড়ুয়া, উমাশশী, বিশ্বনাথ ভাদুড়ী, অহীন্দ্র চৌধুরী, হরিসুন্দরী, মনোরঞ্জন ভট্টাচার্য্য
১৯৩৪ মহুয়া বাংলা হীরেন বসু মন্মথ রায় বিষাণচন্দ্র বড়াল দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, মলিনা দেবী, অহীন্দ্র চৌধুরী, বোকেন চ্যাটার্জি, অহী সান্যাল, অনুপমা ঘটক, ফুল্লা নলিনী, ভূমেন রায়
১৯৩৪ এক্সকিউস মি সার (স্বল্পদৈর্ঘ্য) বাংলা ধীরেন গাঙ্গুলি ধীরেন গাঙ্গুলি রাইচাঁদ বড়াল ধীরেন গাঙ্গুলি, ইন্দুবালা, মলিনা, ললিত মিত্র, চানী দত্ত, অহী সান্যাল, তারাসুন্দরী, ননী ভট্টাচার্য্য, মাঃ মানু
১৯৩৪ চণ্ডীদাস হিন্দি নীতিন বসু রাইচাঁদ বড়াল কুন্দনলাল সায়গল, উমাশশী, পাহাড়ী সান্যাল, নবাব, পার্বতী, আনসারী বাই, এইচ সিদ্দিকি
১৯৩৪ রূপলেখা হিন্দি প্রমথেশ বড়ুয়া রাইচাঁদ বড়াল কুন্দনলাল সায়গল, রতন বাই, পাহাড়ী সান্যাল, বিশ্বনাথ ভাদুড়ি, নূর মহম্মদ
১৯৩৪ মোহাব্বত কে কসৌটি হিন্দি প্রমথেশ বড়ুয়া প্রমথেশ বড়ুয়া রাইচাঁদ বড়াল কুন্দনলাল সায়গল, রতন বাই, পাহাড়ী সান্যাল, বিশ্বনাথ ভাদুড়ি
১৯৩৪ ডাকু মনসুর উর্দু নীতিন বসু রাইচাঁদ বড়াল, মিহির ভট্টাচার্য পৃথ্বীরাজ কাপুর, কে এল সায়গল, পাহাড়ী সান্যাল, উমাশশী, মলিনা দেবী, হুসনা বানু
১৯৩৫ দেবদাস বাংলা প্রমথেশ বড়ুয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রাইচাঁদ বড়াল ও পঙ্কজকুমার মল্লিক প্রমথেশ বড়ুয়া, অমর মল্লিক, দীনেশ দাস, মনোরঞ্জন ভট্টাচার্য্য, কৃষ্ণচন্দ্র দে, যমুনা বড়ুয়া, চন্দ্রাবতী, লীলা, কিশোরী, কুন্দন লাল সায়গল, নির্মল ব্যানার্জি, শৈলেন পাল, অহী সান্যাল, প্রভাবতী
১৯৩৫ বিজয়া বাংলা দীনেশরঞ্জন দাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তিমিরবরণ পাহাড়ী সান্যাল, অমর মল্লিক, শ্যাম লাহা, ইন্দু মুখার্জি, খগেন পাঠক, সায়গল, কৃষ্ণচন্দ্র দে, চন্দ্রাবতী, আরতি, হেমা নলিনী, পরেশ ব্যানার্জি, বোকেন চ্যাটার্জি
১৯৩৫ অবশেষে বাংলা দীনেশরঞ্জন দাস সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায় অমর মল্লিক, প্রমথেশ বড়ুয়া, মলিনা দেবী, বিশ্বনাথ ভাদুড়ী
১৯৩৫ ভাগ্যচক্র বাংলা নীতিন বসু পণ্ডিত সুদর্শন রাইচাঁদ বড়াল দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, পাহাড়ী সান্যাল, কৃষ্ণচন্দ্র দে, অমর মল্লিক, ইন্দু মুখার্জি, অহী সান্যাল, উমাশশী, দেববালা, নিভাননী, শ্যাম লাহা, বোকেন চ্যাটার্জি, বিশ্বনাথ ভাদুড়ী
১৯৩৫ কড়োরপতি বাংলা/হিন্দি হেমচন্দ্র চন্দ রাইচাঁদ বড়াল, পঙ্কজকুমার মল্লিক কে এল সায়গল, পাহাড়ী সান্যাল, ত্রিলোক কাপুর, অমর মল্লিক, জগদীশ শেঠী, দুর্গাদাস ব্যানার্জি, মলিনাদেবী, রাজকুমারী, দেববালা, নবাব, নিমু, কেদার শর্মা, সর্দার আখতার, রাজলক্ষ্মী
১৯৩৫ আফটার দ্য আর্থকোয়েক হিন্দি দেবকী বসু রাইচাঁদ বড়াল পৃথ্বীরাজ কাপুর, দুর্গা খোটে, কে সি দে (কৃষ্ণচন্দ্র দে), নবাব, কেদার শর্মা, মলিনা দেবী, নির্মল ব্যানার্জি, সিদ্দিকি
১৯৩৫ দেবদাস হিন্দি প্রমথেশ বড়ুয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তিমিরবরণ কুন্দনলাল সায়গল, পাহাড়ী সান্যাল, প্রমথেশ বড়ুয়া, বিশ্বনাথ ভাদুড়ী, নিমু, কে সি দে (কৃষ্ণচন্দ্র দে), কেদার শর্মা, বিক্রম কাপুর, যমুনা বড়ুয়া, রাজকুমারী, রামকুমারী
১৯৩৫ ধুপছাঁও হিন্দি পণ্ডিত সুদর্শন পণ্ডিত সুদর্শন রাইচাঁদ বড়াল পাহাড়ী সান্যাল, বিশ্বনাথ ভাদুড়ী, কে সি দে (কৃষ্ণচন্দ্র দে), নবাব, বিক্রম কাপুর, উমাশশী, ত্রিলোক কাপুর, কেদার শর্মা, সর্দার আখতার
১৯৩৫ কারওয়ানি হায়াত উর্দু প্রেমাঙ্কুর আতর্থী, হেমচন্দ্র চন্দ রাইচাঁদ বড়াল, মিহিরকিরণ ভট্টাচার্য কে এল সায়গল, রাজকুমারী, পাহাড়ী সান্যাল, মলিনা দেবী, রতন বাই, শ্যামা জুৎসী, নবাব, সিদ্দিকি, কাপুর
১৯৩৫ জোশ ইন্তকাম উর্দু প্রফুল্ল রায় রাইচাঁদ বড়াল পৃথ্বীরাজ কাপুর, ইয়াকুব, হীরালাল, জগদীশ শেঠী, মলিনা, কমলা, মুবারক
১৯৩৬ গৃহদাহ বাংলা প্রমথেশ বড়ুয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রাইচাঁদ বড়াল ও পঙ্কজকুমার মল্লিক প্রমথেশ বড়ুয়া, বিশ্বনাথ ভাদুড়ী, অমর মল্লিক, কে সি দে (কৃষ্ণচন্দ্র দে), বোকেন চ্যাটার্জি, অহী সান্যাল, পৃথ্বীরাজ কাপুর, ইন্দু মুখার্জি, পণ্ডিত শোর, কৃষ্ণা দাস, যমুনা বড়ুয়া, মলিনা, হরিমতী, সীতারা
১৯৩৬ মায়া বাংলা প্রমথেশ বড়ুয়া সুকুমার দাশগুপ্ত রাইচাঁদ বড়াল ও পঙ্কজকুমার মল্লিক পাহাড়ী সান্যাল, কে সি দে (কৃষ্ণচন্দ্র দে), বোকেন চ্যাটার্জি, অহী সান্যাল, কৃষ্ণ দাস, কনক নারায়ণ, ইন্দু মুখার্জি, যমুনা, সীতারা, রাজকলক্ষ্মী, হরিমতী, ননী বন্দ্যোপাধ্যায়, প্রভাত সেন, গোপাল সিং
১৯৩৬ পূজারীন হিন্দি প্রফুল্ল রায় তিমিরবরণ কুন্দনলাল সায়গল, পাহাড়ী সান্যাল, কে সি দে (কৃষ্ণচন্দ্র দে), নবাব, জগদীশ শেঠী, চন্দ্রাবতী, রাকজুমারী, কৈলাশ, বাবুলাল, শ্যাম লাহা
১৯৩৬ মঞ্জিল হিন্দি প্রমথেশ বড়ুয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রাইচাঁদ বড়াল ও পঙ্কজকুমার মল্লিক প্রমথেশ বড়ুয়া, পৃথ্বীরাজ কাপুর, কে সি দে (কৃষ্ণচন্দ্র দে), নিমু, বিক্রম কাপুর, বোকেন চ্যাটার্জি, যমুনা, মলিনা, সীতারা, অহী সান্যাল
১৯৩৬ মায়া হিন্দি প্রমথেশ বড়ুয়া রাইচাঁদ বড়াল ও পঙ্কজকুমার মল্লিক পাহাড়ী সান্যাল, নবাব, নিমু, কে সি দে (কৃষ্ণচন্দ্র দে), জগদীশ শেঠী, বাবুলাল, যমুনা বড়ুয়া
১৯৩৬ প্রেসিডেন্ট হিন্দি নীতিন বসু রাইচাঁদ বড়াল ও পঙ্কজকুমার মল্লিক কুন্দনলাল সায়গল, পৃথ্বীরাজ কাপুর, নবাব, জগদীশ শেঠী, বিক্রম কাপুর, লীলা দেসাই, কমলেশ কুমারী
১৯৩৭ দিদি বাংলা নীতিন বসু রাইচাঁদ বড়াল ও পঙ্কজকুমার মল্লিক কুন্দনলাল সায়গল, দুর্গাদাস ব্যানার্জি, অমর মল্লিক, ভানু বন্দ্যোপাধ্যায়, লীলা দেসাই, চন্দ্রাবতী, দেববালা, প্রভা, ইন্দু মুখার্জি
১৯৩৭ মিস্ সুন্দরী বাংলা
১৯৩৭ মুক্তি বাংলা প্রমথেশ বড়ুয়া সজনীকান্ত দাস, প্রমথেশ বড়ুয়া ও ফণী মজুমদার পঙ্কজকুমার মল্লিক প্রমথেশ বড়ুয়া, পাহাড়ী সান্যাল, পঙ্কজকুমার মল্লিক, অমর মল্লিক, অহী সান্যাল, বিভূতি চক্রবর্তী, কাশী চৌধুরী, নবাব খান, কানন দেবী, দেববালা, মেনকাদেবী, ইন্দু মুখার্জি, শৈলেন চৌধুরী
১৯৩৭ অনাথ আশ্রম হিন্দি হেমচন্দ্র চন্দ রাইচাঁদ বড়াল নাজমূল হোসেন, পৃথ্বীরাজ কাপুর, ত্রিলোক কাপুর, নবান, নিমু, জগদীশ শেঠী, উমাশশী, মনোরমা
১৯৩৭ মুক্তি হিন্দি প্রমথেশ বড়ুয়া পঙ্কজকুমার মল্লিক প্রমথেশ বড়ুয়া, নবাব, জগদীশ শেঠী, বিক্রম কাপুর, পঙ্কজকুমার মল্লিক, নন্দকিশোর, কানন দেবী, মেনকা, দেববালা, কল্যাণী
১৯৩৮ বিদ্যাপতি বাংলা দেবকী বসু কাজী নজরুল ইসলাম রাইচাঁদ বড়াল দুর্গাদাস ব্যানার্জি, পাহাড়ী সান্যাল, অমর মল্লিক, কৃষ্ণচন্দ্র দে, ছায়াদেবী, কাননদেবী, লীলা দেসাই, অহী সান্যাল, শৈলেন পাল, দেববালা
১৯৩৮ অভিজ্ঞান বাংলা প্রফুল্ল রায় উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় রাইচাঁদ বড়াল জীবন গাঙ্গুলি, শৈলেন চৌধুরী, মনোরঞ্জন ভট্টাচার্য, ভানু ব্যানার্জি, পঙ্কজকুমার মল্লিক, কালী ঘোষ, সুকুমার পাল, উৎপল সেন, মলিনাদেবী, রাজলক্ষ্মী, মেনকা, দেববালা, শৈলেন পাল, অহী সান্যাল, সত্য মুখার্জি, নির্মল ব্যানার্জি, মনোরমা
১৯৩৮ অধিকার বাংলা প্রমথেশ বড়ুয়া তিমিরবরণ প্রমথেশ বড়ুয়া, পাহাড়ী সান্যাল, শৈলেন চৌধুরী, ইন্দু মুখার্জি, পঙ্কজকুমার মল্লিক, যমুনা বড়ুয়া, মেনকাদেবী, চিত্রলেখা, উষাবতী, মলিনাদেবী, রাজলক্ষ্মী
১৯৩৮ দেশের মাটি বাংলা নীতিন বসু বিনয় মুখোপাধ্যায়, শৈলজান্দ মুখোপাধ্যায়, সুধীর সেন, নীতিন বসু পঙ্কজকুমার মল্লিক কে এল সায়গল, দুর্গাদাস ব্যানার্জি, কে সি দে, ইন্দু মুখার্জি, শ্যাম লাহা, ভানু ব্যানার্জি, পঙ্কজকুমার মল্লিক, উমাশশী, চন্দ্রাবতী, অমর মল্লিক, অহী সান্যাল, টোনা রায়।
১৯৩৮ সাথী বাংলা ফণী মজুমদার ফণী মজুমদার রাইচাঁদ বড়াল কে এল সায়গল, অমর মল্লিক, শৈলেন চৌধুরী, ভানু ব্যানার্জি, অহী সান্যাল, খগেন পাঠক, বিনয় গোস্বামী, কাননদেবী, কমলা ঝরিয়া, পূর্নিমা, বোকেন চ্যাটার্জি, শ্যাম লাহা, কেষ্ট দাস
১৯৩৮ বিদ্যাপতি হিন্দি দেবকী বসু কাজী নজরুল ইসলাম রাইচাঁদ বড়াল পাহাড়ী সান্যাল, পৃথ্বীরাজ কাপুর, কে সি দে, নিমু, ছায়া দেবী, কানন দেবী, লীলা দেসাই, রামদুলারী, মহঃ ইসাক
১৯৩৮ অভাগীন হিন্দি প্রফুল্ল রায় উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় রাইচাঁদ বড়াল পৃথ্বীরাজ কাপুর, বিজয়কুমার, নিমু, বিক্রম কাপুর, মলিনা দেবী, রাজলক্ষ্মী, মেনকা দেবী, কমলা ঝরিয়া
১৯৩৮ অধিকার হিন্দি প্রমথেশ বড়ুয়া তিমিরবরণ প্রমথেশ বড়ুয়া, পাহাড়ী সান্যাল, জগদীশ শেঠী, বিক্রম কাপুর, পঙ্কজকুমার মল্লিক, যমুনা, মেনকা, রাজলক্ষ্মী
১৯৩৮ ধরতিমাতা হিন্দি নীতিন বসু পঙ্কজকুমার মল্লিক কে এল সায়গল, কে সি দে, নবাব, জগদীশ শেঠী, বিক্রম কাপুর, নির্মল ব্যানার্জি, সত্য মুখার্জি, বোকেন চ্যাটার্জি, কানন দেবী, রামকুমারী, এ. এইচ. শোর
১৯৩৮ স্ট্রিট সিংগার হিন্দি ফণী মজুমদার রাইচাঁদ বড়াল কে এক সায়গল, জগদীশ শেঠী, বিক্রম কাপুর, নির্মল ব্যানার্জি, সত্য মুখার্জি, বোকেন চ্যাটার্জি, কানন দেবী, রামকুমারী, এ. এইচ. শোর
১৯৩৮ দুষমন হিন্দি নীতিন বসু রাইচাঁদ বড়াল কে এল সায়গল, পৃথ্বীরাজ কাপুর, নাজমুল হুসেন, জগদীশ শেঠী, লীলা দেসাই, দেববালা, মনোরমা, নিমু
১৯৩৯ বড়দিদি বাংলা অমর মল্লিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পঙ্কজকুমার মল্লিক পাহাড়ী সান্যাল, যোগেশ চৌধুরী, নির্মল ব্যানার্জি, শৈলেন চৌধুরী, ভানি ব্যানার্জি, বিনয় গোস্বামী, মলিনা দেবী, চন্দ্রাবতী, ছবি রায়, সাবিত্রী, রাণীবালা, মনকা, ইন্দু মুখার্জি, কেষ্ট দাস, অহী সান্যাল, কালী ঘোষ, নিভাননী, পূর্ণিমা, রাজলক্ষ্মী
১৯৩৯ সাঁপুড়ে বাংলা দেবকী বসু কাজী নজরুল ইসলাম রাইচাঁদ বড়াল মনোরঞ্জন ভট্টাচার্য,রথীন ব্যানার্জি, পাহাড়ী সান্যাল, কে সি দে, হরিদাস ব্যানার্জি, কাননবালা, মেনকা, শ্যাম লাহা, অহী সান্যাল, সত্য মুখার্জি, প্রফুল্ল মুখার্জি, নরেশ বসু, খগেন পাঠক, আগা আলি, খেম চাঁদ, রতন লাল, ব্রজবাসী, ব্রজবল্লভ পাল
১৯৩৯ রজত জয়ন্তী বাংলা প্রমথেশ বড়ুয়া রাইচাঁদ বড়াল প্রমথেশ বড়ুয়া, পাহাড়ী সান্যাল, ভানু ব্যানার্জি, ইন্দু মুখার্জি, বারিন দাস, মলিনা দেবী, মেনকাদেবী, শৈলেন চৌধুরী, দীনেশরঞ্জন দাস, পণ্ডিত শোর
১৯৩৯ জীবন মরণ বাংলা নীতিন বসু শৈলজানন্দ মুখোপাধ্যায়, বিনয় চট্টোপাধ্যায় পঙ্কজকুমার মল্লিক কে এল সায়গল, শৈলেন চৌধুরী, বীরেন বল, কালী ঘোষ, লীলা দেসাই, মনোরমা, নিভাননী, ভানু ব্যানার্জি, ইন্দু মুখার্জি, দ্বিজেন রায়চৌধুরী, খগেন পাঠক, বোকেন চ্যাটার্জি
১৯৩৯ বড়দিদি হিন্দি অমর মল্লিক রাইচাঁদ বড়াল পাহাড়ী সান্যাল, জগদীশ শেঠী, বিক্রম কাপুর, কেদার শর্মা, মলিনা দেবী, রাজলক্ষ্মী, নিভাননী, চন্দ্রাবতী, নবাব, মেনকা দেবী
১৯৩৯ সপেড়া হিন্দি দেবকী বসু রাইচাঁদ বড়াল পাহাড়ী সান্যাল, জগদীশ শেঠী, বিক্রম কাপুর, কেদার শর্মা, মলিনা দেবী, নীভাননী, কে সি দে, মেনকা দেবী, রাজলক্ষ্মী
১৯৩৯ কপালকুণ্ডলা হিন্দি ফণী মজুমদার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পঙ্কককুমার মল্লিক নাজমুল হুসেন, জগদীশ শেঠী, পঙ্কজকুমার মল্লিক, লীলা দেসাই, পান্না, কমলেশ কুমারী, মনোরমা, পণ্ডিত শোর
১৯৩৯ জওয়ানী কি রাত হিন্দি হেমচন্দ্র চন্দ রণজিৎ সেন রাইচাঁদ বড়াল নাজমুল হুসেন, জগদীশ শেঠী, বিক্রম কাপুর, বিপিন গুপ্ত, জ্যোতিপ্রকাশ, কানন দেবী, রাজলক্ষ্মী, অরবিন্দ সেন, নিমু, নন্দকিশোর
১৯৪০ পরাজয় বাংলা হেমচন্দ্র চন্দ রণজিৎ সেন রাইচাঁদ বড়াল ভানু ব্যানার্জি, অমর মল্লিক, শৈলেন চৌধুরী, জ্যোতিপ্রকাশ, জীবন বসু, সন্তোষ সিনহা, কাননদেবী, ছবিরানি, রাজলক্ষ্মী, ইন্দু মুখার্জি, বীরেন দাস, পণ্ডিত শোর, মানু ব্যানার্জি, বোকেন চ্যাটার্জি, হীরাবাই
১৯৪০ ডাক্তার বাংলা ফণী মজুমদার শৈলজান্দ মুখোপাধ্যায় পঙ্কজকুমার মল্লিক জ্যোতিপ্রকাশ, অহীন্দ্র চৌধুরী, পঙ্কজকুমার মল্লিক, ইন্দু মুখার্জি, বোকেন চ্যাটার্জি, ধ্রুব চক্রবর্তী, ভারতীদেবী, পান্না, কমলা ঝরিয়া, হরিসুন্দরী, অমর মল্লিক, শৈলেন চৌধুরী, সুকুমার পাল
১৯৪০ অভিনেত্রী বাংলা অমর মল্লিক উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় রাইচাঁদ বড়াল পাহাড়ী সান্যাল, ভানু রায়, শৈলেন চৌধুরী, সন্তোষ সিনহা, বীরেন পাল, বোকেন চ্যাটার্জি, অহী সান্যাল, কাননদেবী, মীরা দত্ত, কুমারী মনজারী, ইন্দু মুখার্জি, বিপিন গুপ্ত, নরেশ বসু, বিনয় গোস্বামী, আলাউদ্দিন
১৯৪০ আলোছায়া বাংলা দীনেশরঞ্জন দাস কৃষ্ণচন্দ্র দে রথীন ব্যানার্জি, পঙ্কজকুমার মল্লিক, কে সি দে, শ্যাম লাহা, খগেন পাঠক, শ্রীলেখা, মলিনাদেবী, কুমারী মনজারী, মনোরমা, শৈলেন চৌধুরী
১৯৪০ জীন্দেগী হিন্দি প্রমথেশ বধুয়া পঙ্কজকুমার মল্লিক কে এল সায়গল, পাহাড়ী সান্যাল, নিমু, শ্যাম লাহা, বিক্রম কাপুর, সীতারা, মনোরমা, যমুনা বড়ুয়া, আশালতা
১৯৪০ আঁধী হিন্দি দীনেশরঞ্জন দাস কৃষ্ণচন্দ্র দে খুরশীদ মুজামিল, কে সি দে, পঙ্কজকুমার মল্লিক, শ্রীলেখা, মলিনা দেবী, মনোরমা, নিমু, শ্যাম লাহা, কুমারী মানজারি
১৯৪০ নর্তকী হিন্দি দেবকী বসু পঙ্কজকুমার মল্লিক নাজমুল হুসেন, জগদীশ শেঠী, আর পি কাপুর, পঙ্কজকুমার মল্লিক, নন্দকিশোর, পান্না কাপুর, লীলা দেসাই, বিক্রম কাপুর
১৯৪০ হারজিৎ হিন্দি অমর মল্লিক রাইচাঁদ বড়াল পাহাড়ী সান্যাল, নবাব, পান্নালাল, পণ্ডিত শোর, কানন দেবী, নিমু, নন্দকিশোর
১৯৪১ নর্তকী বাংলা দেবকী বসু দেবকী বসু পঙ্কজকুমার মল্লিক ভানু ব্যানার্জি, শৈলেন চৌধুরী, ছবি বিশ্বাস, উৎপল সেন, পঙ্কজকুমার মল্লিক, নরেশ বসু, প্রফুল্ল মুখার্জি, কার্তিক, লীলা দেসাই, কমলা দে, ইন্দু মুখার্জি, জ্যোতি ফারুক মির্জা, মোহন গোস্বামী
১৯৪১ পরিচয় বাংলা নীতিন বসু বিনয় চট্টোপাধ্যায় রাইচাঁদ বড়াল কে এল সায়গল, রথীন ব্যানার্জি, কাননদেবী, পান্না, নন্দিতাদেবী, শ্যাম লাহা, হরিমোহন বসু, ধ্রুব কুমার, বিপিন গুপ্ত, দীনেশ দাস
১৯৪১ প্রতিশ্রুতি বাংলা হেমচন্দ্র চন্দ বিনয় চট্টোপাধ্যায় রাইচাঁদ বড়াল অসিতবরণ, পাহাড়ী সান্যাল, ছবি বিশ্বাস, জহর গাঙ্গুলি, বিনয় গোস্বামী, ভারতীদেবী, চন্দ্রাবতী, সুপ্রভা, অপর্ণাদেবী, তুলসী চক্রবর্তী, কালী ঘোষ, শৈলেন চৌধুরী, দীনেশ দাস, মায়া বসু, বীণাপাণি
১৯৪১ লগন হিন্দি নীতিন বসু রাইচাঁদ বড়াল কে এল সায়গল, জগদীশ শেঠী, নবাব, নিমু, কানন দেবী
১৯৪১ ডাক্তার হিন্দি সুবোধ মিত্র শৈলজানন্দ মুখোপাধ্যায় পঙ্কজকুমার মল্লিক জ্যোতিপ্রকাশ, পঙ্কজকুমার মল্লিক, নিমু, অমর মল্লিক, অহীন্দ্র চৌধুরী, ভারতী দেবী, পান্না
১৯৪২ শোধবোধ বাংলা সৌমেন মুখোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর অনাদি দস্তিদার, প্রণব বন্দ্যোপাধ্যায় ভানু ব্যানার্জি, রথীন ব্যানার্জি, শৈলেন চৌধুরী, ছবি বিশ্বাস, কালী ঘোষ, সুধীর মিত্র, শ্রীলেখা, মলিনাদেবী, সুপ্রভা, লীলা ঘোষ, ইন্দু মুখার্জি, নিমাই নাগচৌধুরী, শ্যাম লাহা, খগেন পাঠক, শীলা হালদার
১৯৪২ মীনাক্ষী বাংলা মধু বসু মন্মথ রায় পঙ্কজকুমার মল্লিক জ্যোতিপ্রকাশ, অহীন্দ্র চৌধুরী, নরেশ মিত্র, কে সি দে, সত্য মুখার্জি, বোকেন চ্যাটার্জি, তুলসী চক্রবর্তী, সাধনা বসু, দেববালা, পান্না, রেণুকা রায়, প্রীতি মজুমদার, ইন্দু মুখার্জি, সন্তোষ সিংহ, সন্ধ্যারাণী, রাজলক্ষ্মী, মীরা দত্ত, অপর্ণা দাস, মাঃ মিনু চৌধুরী
১৯৪২ সৌগন্ধ হিন্দি হেমচন্দ্র চন্দ রাইচাঁদ বড়াল পাহাড়ী সান্যাল, অসিতবরণ, ছবি বিশ্বাস, নিমু, তুলসী চক্রবর্তী, ভারতী দেবী, চন্দ্রাবতী, দ্বার কাশ্মীরি
১৯৪২ মীনাক্ষী হিন্দি মধু বসু মন্মথ রায় পঙ্কজকুমার মল্লিক নাজমুল হুসেন, জ্যোতিপ্রকাশ, কে সি দে, অহীন্দ্র চৌধুরী, সাধনা বসু, রাজলক্ষ্মী, দেববালা, নরেশ মিত্র, কুমার
১৯৪৩ কাশীনাথ বাংলা নীতিন বসু শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পঙ্কজকুমার মল্লিক অসিতবরণ, অমর মল্লিক, উৎপল সেন, শৈলেন চৌধুরী, নলিনী চট্টোপাধ্যায়, সুনন্দাদেবী, ভারতীদেবী, লতিকা মল্লিক, রাধারানি, দিলীপ বসু, বুদ্ধদেব, হরিমোহন বসু, বীরেন দাস, মনোরমা
১৯৪৩ প্রিয় বান্ধবী বাংলা সৌমেন মুখোপাধ্যায় প্রবোধকুমার সান্যাল প্রণব দে দুর্গাদাস ব্যানার্জি, জহর গাঙ্গুলি, শৈলেন চৌধুরী, সত্য মুখার্জি, ঝগেন পাঠক, সুধীর মিত্র, নৃপতি চ্যাটার্জি, চন্দ্রাবতী, চিত্রা, রাধারানি, নমিতা, শ্যাম লাহা, নরেশ বসু, সুশীল রায়, হরিমোহন বসু, কালী গুহ, কৃষ্ণা দাস
১৯৪৩ দিকশূল বাংলা প্রেমাঙ্কুর আতর্থী উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় পঙ্কজকুমার মল্লিক ছবি বিশ্বাস, শৈলেন চৌধুরী, তুলসী চক্রবর্তী, নরেশ বসু, নকুল দত্ত, কালী গুহ, অঞ্জলিদেবী, রেণুকা রায়, রাধারানি, জ্যোৎস্না মিত্র, হরিমোহন বসু, গণেশ গোস্বামী, মিহির ভট্টাচার্য্য, কেনারাম ব্যানার্জি, গোকুল মুখার্জি, মনোরমা
১৯৪৩ কাশীনাথ হিন্দি নীতিন বসু শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পঙ্কজকুমার মল্লিক অসিতবরণ, নবাব, নিমু, অমর মল্লিক, দিলীপ বসু, সুনন্দা দেবী, ভারতী দেবী, মনোরমা, বীণা দাস
১৯৪৩ ওয়াপস হিন্দি হেমচন্দ্র চন্দ বিনয় চট্টোপাধ্যায় রাইচাঁদ বড়াল অসিতবরণ, নবাব, ধীরাজ ভট্টাচার্য, হীরালাল, তুলসী চক্রবর্তী, ভারতী দেবী, লতিকা ব্যানার্জি, মায়া বসু, ইন্দু মুখার্জি, রাজলক্ষ্মী, দেববালা
১৯৪৪ উদয়ের পথে বাংলা বিমল রায় জ্যোতির্ময় রায় রাইচাঁদ বড়াল রাধামোহন ভট্টাচার্য, দেবী মুখার্জি, হীরেন বসু, তুলসী চক্রবর্তী, বোকেন চ্যাটার্জি, বিনতা বসু, রেখা মল্লিক, মীরা দত্ত, স্মৃতিরেখা বিশ্বাস, বিশ্বনাথ ভাদুড়ী, তারা চৌধুরী, আদিত্য ঘোষ, লীনা বসু, মায়া বসু, দেববালা, রাজলক্ষ্মী, মনোরমা
১৯৪৪ মাই সিস্টার হিন্দি হেমচন্দ্র চন্দ বিনয় চট্টোপাধ্যায় পঙ্কজকুমার মল্লিক কে এল সায়গল, নবাব, হীরালাল, তুলসী চক্রবর্তী, বি আর টনডন, দেবী মুখার্জি, সুমিত্রা দেবী, আখতার জাহান, চন্দ্রাবতী, পণ্ডিত শোর, শুক্তিধারা
১৯৪৫ দুই পুরুষ বাংলা সুবোধ মিত্র তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় পঙ্কজকুমার মল্লিক ছবি বিশ্বাস, নরেশ মিত্র, জহর গাঙ্গুলি, অহীন্দ্র চৌধুরী, তুলসী চক্রবর্তী, অশোক সরকার, চন্দ্রাবতী, সুনন্দাদেবী, লতিকা, রেখা, লক্ষ্মী, লুনা, নরেশ বসু, শৈলেন চৌধুরী, হরিমোহন বসু, সাধন সেন, অমিতা
১৯৪৫ হামরাহী হিন্দি বিমল রায় জ্যোতির্ময় রায় রাইচাঁদ বড়াল রাধামোহন ভট্টাচার্য, ভুপেন্দ্র কাপুর, হীরালাল, দেবী মুখার্জি, রমেশ সিনহা, তুলসী চক্রবর্তী, বিনতা বসু, রাজলক্ষ্মী, রেখা মল্লিক, রেবা বসু, বি আর টনডন, বোকেন চ্যাটার্জি
১৯৪৫ ওয়াসিয়তনামা হিন্দি সৌমেন মুখোপাধ্যায় রাইচাঁদ বড়াল অসিতবরণ, অহীন্দ্র চৌধুরী, হীরালাল, ভারতী দেবী, সুমিত্রা দেবী
১৯৪৬ বিরাজ বউ বাংলা অমর মল্লিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রাইচাঁদ বড়াল ছবি বিশ্বাস, দেবী মুখার্জি, সিধু গঙ্গোপাধ্যায়, তুলসী চক্রবর্তী, রঞ্জিত রায়, আদিত্য ঘোষ, বোকেন চ্যাটার্জি, সুনন্দা দেবী, রাজলক্ষ্মী, বনন্দা দেবী, দীপালী বর্মন, মায়াদেবী, মনোরমা, বুদ্ধদেব, হরিমোহন বসু, আশু বসু, ভোলানাথ, লক্ষ্মী, শুক্তিধারা
১৯৪৭ নার্স সিসি বাংলা সুবোধ মিত্র বিনয় চট্টোপাধ্যায় পঙ্কজকুমার মল্লিক অসিতবরণ, ছবি বিশ্বাস, ফাল্গুনী ব্যানার্জি, ভানু ব্যানার্জি, আদিত্য ঘোষ, ভারতী দেবী, সুনন্দা দেবী, লতিকা মল্লিক, বোকেন চ্যাটার্জি, নরেশ বসু
১৯৪৭ রামের সুমতী বাংলা কার্তিক চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পঙ্কজকুমার মল্লিক শিশির বটব্যাল, মাঃ সৌগত, ফণী রায়, ইন্দু মুখার্জি, তুলসী চক্রবর্তী, নরেশ বসু, কেষ্ট দাস, বীরেশ্বর সেন, অসিত সেন, মলিনা দেবী, ছবি রায়, রাজলক্ষ্মী, মায়া বসু, মনোরমা, মনতোষ বন্দ্যোপাধ্যায়, আদিত্য ঘোষ, অমরেশ মুখার্জি, খগেন পাঠক, শুভ্রা, প্রফুল্লবালা
১৯৪৮ অঞ্জনগড় বাংলা বিমল রায় সুবোধ ঘোষ রাইচাঁদ বড়াল সুনন্দা ব্যানার্জি, রাজা গাঙ্গুলি, কালীপদ সরকার, অমিতা বসু, ফাল্গুনী রায়, পারুল কর, ছবি রায়, শংকর সেন, বিপিন গুপ্ত, ভানু বন্দ্যোপাধ্যায়, ইন্দু মুখার্জি, মনোরঞ্জন ভট্টাচার্য, তুলসী চক্রবর্তী, জহর রায়, রবি ধর
১৯৪৮ প্রতিবাদ বাংলা হেমচন্দ্র চন্দ বিনয় চট্টোপাধ্যায় পঙ্কজকুমার মল্লিক দেবী মুখার্জি, ভারতী দেবী, চন্দ্রাবতী, সুমিত্রা দেবী, পুর্ণেন্দু মুখোপাধ্যায়, মনোরঞ্জন ভট্টাচার্য্য, ধীরাজ ভট্টাচার্য্য, কালীপদ সরকার, রাজলক্ষ্মী, মনোরমা, মনোজ চট্টোপাধ্যায়, পারুল
১৯৪৮ অঞ্জনগড় হিন্দি বিমল রায় সুবোধ ঘোষ রাইচাঁদ বড়াল অজয়কুমার, হীরালাল, ভূপেন্দ্র কাপুর, তুলসী চক্রবর্তী, অসিত সেন, জহর রায়, সুনন্দা ব্যানার্জি, রমা নেহরু, বিপিন গুপ্ত, হীরাবাই, পারুল কর
১৯৪৮ উঁচ নিচ হিন্দি হেমচন্দ্র চন্দ পঙ্কজকুমার মল্লিক পল্ মহীন্দ্র, হীরালাল আনসারী, ভারতী দেবী, সুমিত্রা দেবী, চন্দ্রাবতী, অলকানন্দা, রাজলক্ষ্মী
১৯৪৯ মন্ত্রমুগ্ধ বাংলা বিমল রায় রাইচাঁদ বড়াল জীবন বসু, সুনীল দাশগুপ্ত, কালীপদ সরকার, মীরা সরকার, রেবা, মনোরমা,রমা নেহেরু, লীলাবতী, শেফালী সরকার, পারুল কর, শক্তি ভাদুড়ী, তুলসী চক্রবর্তী, ইন্দু মুখার্জি, জহর রায়, ভানু বন্দ্যোপাধ্যায়
১৯৪৯ বিষ্ণুপ্রিয়া বাংলা হেমচন্দ্র চন্দ রাইচাঁদ বড়াল প্রদীপ বটব্যাল, পাহাড়ী সান্যাল, নীতিশ মুখার্জি, তুলসী চক্রবর্তী, মীরা মিশ্র, চন্দ্রাবতী, অসিতা বসু
১৯৪৯ ছোটা ভাই হিন্দি কার্তিক চট্টোপাধ্যায় পঙ্কজকুমার মল্লিক পল মহীন্দর, অসিত সেন, মা. সাকুব, তুলসী চক্রবর্তী, মলিনা দেবী, রাজলক্ষ্মী, মনোরমা, এ. এইচ. শোর
১৯৪৯ মঞ্জুর হিন্দি সুবোধ মিত্র পঙ্কজকুমার মল্লিক অসিতবরণ, ছবি বিশ্বাস, ভূপেন্দ্র কাপুর, তুলসী চক্রবর্তী, ভারতী দেবী, চন্দ্রাবতী, লতিকা, মনোরমা, রামদুলারী
১৯৫০ রূপকথা বাংলা সৌরেন সেন পঙ্কজকুমার মল্লিক অসিতবরণ, অসিতা বসু
১৯৫০ শ্রী তুলসীদাস বাংলা হীরেন বসু অনুপম ঘটক পদ্মা দেবী, বিপিন মুখার্জি, গুরুদাস ব্যানার্জি
১৯৫০ পহেলা আদমী হিন্দি বিমল রায় রাইচাঁদ বড়াল বলরাজ, পাহাড়ী সান্যাল, বিজয়কুমার, হীরালাল, ভূপেন্দ্র কাপুর, জহর রায়, স্মৃতিরেখা বিশ্বাস, অসিতা, বেলা বসু, পল মহীন্দর, অসিত সেন, নাসির হুসেন
১৯৫০ রূপ কহানি হিন্দি সৌরেন সেন পঙ্কজকুমার মল্লিক অসিতবরণ, খুরশীদ, নটবর, বিজয় কুমার, তুলসী চক্রবর্তী, জহর রায়, অসিতা বসু, রাজলক্ষ্মী
১৯৫১ পরিত্রাণ বাংলা ভোলানাথ মিত্র রাইচাঁদ বড়াল অভি ভট্টাচার্য, শিপ্রা দেবী, গৌরীশঙ্কর, শিশির বটব্যাল, হরিমোহন বসু, ডোরা স্যামুয়েল, মঞ্জু ব্যানার্জি, নরেশ বসু, সুধাংশু মুখোপাধ্যায়, অসিত সেন, জহর রায়, জ্যোৎস্না মিত্র, ছবি ঘোষাল, পণ্ডিত নটবর
১৯৫১ স্পর্শমণি বাংলা সুধীন মজুমদার বিনয় চট্টোপাধ্যায় রাইচাঁদ বড়াল প্রদীপকুমার, দেবযানী, চন্দ্রাবতী
১৯৫২ মহাপ্রস্থানের পথে বাংলা কার্তিক চট্টোপাধ্যায় পঙ্কজকুমার মল্লিক বসন্ত চৌধুরী, তুলসী চক্রবর্তী, অরুন্ধতী মুখার্জি, মায়া মুখার্জি, অভি ভট্টাচার্য্য, শিশির বটব্যাল, নীতিশ মুখোপাধ্যায়, নটবর, গৌরীশঙ্কর, মলিনা দেবী, রাজলক্ষ্মী, বন্দনা দেবী, মনোরমা, আশালতা
১৯৫২ যাত্রিক হিন্দি কার্তিক চট্টোপাধ্যায় পঙ্কজকুমার মল্লিক বসন্ত চৌধুরী, অভি ভট্টাচার্য, তুলসী চক্রবর্তী, অরুন্ধতী মুখার্জি, মলিনা দেবী, মায়া মুখার্জি, রাজলক্ষ্মী
১৯৫৩ বনহংসী বাংলা কার্তিক চট্টোপাধ্যায় পঙ্কজকুমার মল্লিক সলিল দত্ত, বিকাশ রায়, নীতিশ মুখার্জি, তুলসী চক্রবর্তী, ভানু ব্যানার্জি (জুনি), মায়া মুখার্জি, শোভা সেন, প্রেমাংশু, সন্ধ্যারাণী
১৯৫৩ নবীন যাত্রা বাংলা সুবোধ মিত্র মনোজ বসু পঙ্কজকুমার মল্লিক সমরকুমার, মায়া মুখার্জি, উত্তমকুমার, দেববালা
১৯৫৩ নয়া সফর হিন্দি সুবোধ মিত্র মনোজ বসু পঙ্কজকুমার মল্লিক প্রেমকুমার, বসন্ত চৌধুরী, শোভা সেন, তুলসী চক্রবর্তী
১৯৫৪ নদ ও নদী বাংলা চিত্ত বসু বীরেন বল জীবেন বসু, বিকাশ রায়, অমর মল্লিক, নীতিশ মুখার্জি, গৌরীশঙ্কর, অরুন্ধতী মুখার্জি, ভারতীদেবী, শোভা সেন, রেখা চ্যাটার্জি, প্রেমাংশু, সন্ধ্যারাণী, রাজলক্ষ্মী, সুদীপ্তা রায়, রেবা বসু
১৯৫৪ বকুল বাংলা ভোলানাথ মিত্র মনোজ বসু প্রণব দে মাঃ বিভু, অরুন্ধতী মুখার্জি, উত্তমকুমার, শোভা সেন, হরিমোহন বসু, তুলসী চক্রবর্তী, রেখা চট্টোপাধ্যায়, সুদীপ্তা রায়, মুকুলজ্যোতী, আশালতা, নরেশ বসু, ছবি ঘোষাল, জীবন গোস্বামী, গৌরীশঙ্কর, আদিত্য ঘোষ, জ্যোৎস্না মিত্র
১৯৫৪ লেডিস সিট বাংলা অরুণ চৌধুরী অরুণ চৌধুরী ধনঞ্জয় ভট্টাচার্য মায়া মুখার্জি, ধনঞ্জয় ভট্টাচার্য, ভানু ব্যানার্জি (জু), সত্য বন্দ্যোপাধ্যায়, হরিমোহন বসু, অজিত চ্যাটার্জি, শৈলেন সরকার, তুলসী চক্রবর্তী, মাঃ বিভু, জহর রায়, আশা দেবী
১৯৫৫ বকুল হিন্দি ভোলানাথ মিত্র প্রণব দে অরুন্ধতী মুখার্জি, বসন্ত চৌধুরী, শোভা সেন, তুলসী চক্রবর্তী
২০১১ আমি আদু বাংলা সোমনাথ গুপ্ত দেবলীনা চট্টোপাধ্যায়, সমদর্শী দত্ত

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. সুবোধ সেনগুপ্ত ও অঞ্জলি বসু সম্পাদিত, সংসদ বাঙালি চরিতাভিধান, প্রথম খণ্ড, সাহিত্য সংসদ, কলকাতা, নভেম্বর ২০১৩, পৃষ্ঠা ৮৫৮, আইএসবিএন ৯৭৮-৮১-৭৯৫৫-১৩৫-৬
  2. রাহা, কিরনময় (১৯৯১)। Bengali Cinemaকলকাতা: নন্দন, পশ্চিমবঙ্গ চলচ্চিত্র কেন্দ্র। 
  3. "Bhagya Chakra (1935)"। imdb.com। সংগ্রহের তারিখ ২০০৮-১০-২৩ 
  4. "Bhagya Chakra (1935)"। www.imdb.com। সংগ্রহের তারিখ ২০০৮-১০-২৩ 
  5. New Theatres Is Back
  6. সুর, আনসু (১৯৯৯)। আনসুর, সম্পাদক। বেঙ্গলি ফিল্ম ডিরেক্টরি। নন্দন, কলকাতা। পৃষ্ঠা ৩১৯। 
  7.  ৯-৭৮৮১৭৭-৫৬৫৮১২

বহিঃসংযোগ

[সম্পাদনা]