এই নিবন্ধটি ইংরেজি থেকে আনাড়িভাবে অনুবাদ করা হয়েছে। এটি কোনও কম্পিউটার কর্তৃক অথবা দ্বিভাষিক দক্ষতাহীন কোনো অনুবাদক কর্তৃক অনূদিত হয়ে থাকতে পারে। |
![]() Cover of Issue #2: Dream Machine | |
চিফ এডিটর | Alessandro Ludovico |
---|---|
অ্যাসিস্ট্যন্ট এডিটর | Aurelio Cianciotta Mendizza |
ইংলিশ এডিটর | Rachel O'Dwyer |
সহ-লেখক | Josephine Bosma Chiara Ciociola Daphne Dragona Matteo Marangoni Rachel O'Dwyer Paolo Pedercini Paul Prudence Benedetta Sabatini |
বিভাগ | New Media Art, Electronic Music, Hacktivism |
প্রতিষ্ঠাতা | Alessandro Ludovico Ivan Iusco |
প্রতিষ্ঠার বছর | ১৯৯৩ |
প্রথম প্রকাশ | নভেম্বার ১৯৯৩ |
দেশ | ইতালি |
ভিত্তি | Bari |
ভাষা | ইংলিশ, ইতালীয় |
ওয়েবসাইট | neural |
আইএসএসএন | 2037-108X |
নিউরাল ম্যাগাজিন ১৯৯৩ তে যাত্রা শুরু করে।[১] ম্যাগাজিনটির ফোকাস মূলত মিডিয়া আর্ট (New Media Art) ,ইলেকট্রনিক মিউজিক এবং হ্যাক্টিভিজম।Alessandro Ludovico হল ম্যাগাজিনটির প্রতিষ্ঠাতা এবং ইতালির বারি শহরে Minus Habens Records হল এর লেবেল স্বতাধিকারী Ivan Iusco[২] । নিউরালের সর্বপ্রথম সংস্করণে (যা ১৯৯৩ সালের নভেম্বর মাসে প্রকাশিত হয়) শুধু মাত্র গিবসনের একটি বইয়ের ইতালিয় অনুবাদ ছিল। William Gibson's Agrippa (a book of the dead) book.[৩]
প্রথম যে বিষয়গুলো ম্যাগাজিনের প্রথম সংস্করণে আনা হয় তা হল সাইবারপাঙ্ক, ইলেক্ট্রনিক মিউজিক, নেটওয়ার্ক এবং বিবিএস, ভার্চুয়াল রিয়েলিটি, মিডিয়া, সাইন্স ফিকশন এবং ইউ.এফ.ও। এই ম্যাগাজিনের অন্যতম লক্ষ্য হচ্ছে এমন একটি ম্যাগাজিন হিসেবে পরিচিতি পাওয়া যা ডিজিটাল কালচারের উপর লেখা নতুন নতুন সব ধারণার আধার হিসেবে গণ্য হবে এবং ডিজিটাল কালচারের উপর কাজ করা প্রকাশকদের নেটওয়ার্কের একটি মধ্যমনি হিসেবে স্বীকৃতি পাবে। [৪] এই ম্যাগাজিনের আরেকটি অঙ্গিকার ছিল এর মধ্যে আলোচিত বিষয় বস্তুর একটি ভিজুয়াল ইমেজ তৈরী করা যেমন গ্রাফিক ডিজাইনের মাধ্যমে একটি ইলেক্ট্রনিক কালচারকে একটি মুদ্রণ মাধ্যমে কীভাবে যথাযথভাবে তুলে ধরা যায়। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে, ম্যাগাজিনটির প্রথম দিকের তিন বছর বাইনারি নাম্বারে এর পেজ নাম্বার দেয়া ছিল এর পর বাইনারি নাম্বারের পাশাপাশি ডেসিমেল নাম্বারও যুক্ত করা হয়। Stereoscopy|stereogram ছবির জন্য একসময় আলাদা একটি বিভাগ ছিল এবং বিভাগটির একটি অংশ অপ্টিকাল আর্ট নেটওয়ার্ক কে আমন্ত্রণ জানায়। প্রত্যেকটি আর্টিকেলে গ্রাফিক ডিজাইনের মাধ্যমে কনটাক্ট এবং লিঙ্ক বসানো হয়েছিল এবং অনুপ্রেরণায় ছিল Whole Earth Catalog.[৫]
ম্যাগাজিনটির ৮ নাম্বার ইস্যুর কেন্দ্রবিন্দু ছিল নকল হ্যাক্টিভিস্ট। ওই ইস্যুটি বানানো হয়েছিল নকল সব স্টিকার ব্যবহার করে, যা একজন ইতালীয় হ্যাকার তৈরি করেন। এই নকল স্টিকার গুলো দেখতে খুব জীবন্ত ছিল। সেগুলো ছিল দেখতে হবুহু SIAE করা আইন অনুসারে লেখক এবং মিউজিসিয়ান সোসাইটিতে ব্যবহৃত স্টিকারের মত যা ইতালিতে বিভিন্ন বই অথবা কমপ্যাক্ট ডিস্কের উপর দেখতে পাওয়া যায়। এর মধ্যে একটি যা নিউরালের জন্য পাবলিশ করা হয় তাতে লিখা ছিল “'suggested duplication on any media'”।
১৯৯৭ সালে প্রথম নিউরাল ম্যাগাজিনের ওয়েবসাইটি বানানো হয় এবং ২০০০ সাল থেকে এটি প্রতিদিন আপডেট করা হয়ে আসছে। ম্যাগাজিনটির ওয়েবসাইটি দ্বী-ভাষি, ইংলিশ ও ইতালীয় ভাষায় এ ম্যগাজিনটি পরা যায়। [৬]
১৯৯৮ সালে, এতে লিখিত বিষয়বস্তু মূলত তিনটি বিষয়ের মধ্যে সীমাবদ্ধ করা হয়, এগুলো হল- মিডিয়া আর্ট এবং আর্ট জগতের অভিনব কায়দায় টেকনলজির ব্যবহার (যা নেট আর্ট বলে পরিচিত, হ্যাক্টিভিজম বা অ্যাক্টিভিজমে ইলেক্ট্রিনিক মিডিয়া ব্যবহার, ইলেক্ট্রিনিক মিউজিক এবং এধরনের মিউজিক প্রডাকশনে, কনজাম্পশনে ও এক্সপ্রিমেন্টে টেকনলজির ব্যবহার।
২০০২ সালে, Mag.net এর প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে একটা ছিল নিউরাল ম্যগাজিন। Mag.net ইলেক্ট্রনিক কালচারাল পাবলিশারদের একটি নেটয়ার্ক যার স্লোগান ছিল “প্রতিযোগিতার চেয়ে সহযোগিতা ভাল” । স্পেনের সেভিয়াতে Universidad International de Andalucia অনুষ্ঠিত একটি কনফারেন্স ও ওয়ার্কশপের সময় এই নেটওয়ার্ক্টি প্রতিষ্ঠা করা হয়। [৭] এর পর থেকে এ পর্যন্ত বিভিন্ন দেশে Mag.net এর বেশ কয়েকটি মিটিং, বাৎসরিক আলোচনা সভা , ওয়ার্কশপ, প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয় এবং Mag.net এর এখন পর্যন্ত Mag.net Readers প্রকাশিত হয়। [৮]
২০০৭ সালে নিউরাল ডকুমেন্টা ১২ ম্যাগাজিন প্রজেক্ট এর অংশ ছিল, Document 12 magazines [৯] এবং Alessandro Ludovico ছিলেন নিয়োজিত একজন উপদেষ্টা.[১০]
২০০৮ সালে নিউরাল তার ১৫ বছর পূর্তি উদযাপন করে,[১১] সাথে ছিল Swamp group.
Neural magazine নিউরাল ম্যাগাজিন শুরুতে একটি পাক্ষিক ম্যগাজিন হিসেবে যাত্রা শুরু করে । ১৯৯৭ থেকে ম্যগাজিনটি বছরে তিনটি করে ইস্যু প্রকাশ করা শুরু করে (কোন কোন বছরে নিয়মিত ছিল না)। মূলত এটি ইতালীয় ভাষার একটি ম্যগাজিন ছিল এবং যা পরে ২০০৩ সাল থেকে ইংরেজিতেও প্রকাশিত হতে শুরু করে এবং পরে ২০০৮ সাল থেকে ইতালীয় ভাষায় প্রকাশ করা বন্ধ করে দেয়।
Prix Ars Electronica এই অ্যাওয়ার্ডটি ১৯৮৭ থেকে আস্ট্রিয়ার লিনজে Linz, Austria অবস্থিত আর্স ইলেক্ট্রনিকা Ars Electronica দিয়ে আসছে। এই অ্যায়ার্ড সাধারণত ডিজিটাল কালচার, এলেক্ট্রনিক মিউজিক, ইন্টারেক্টিভ আর্ট, কম্পিউটার অ্যানিমেশন ইত্যাদী এ ধরনের অঙ্গনে আন্তর্জাতিক নতুন কিছু নিয়ে আসার জন্য কিংবা অভিনব কিছু করার জন্য প্রদান করা হয়ে থাকে।
২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত Net Vision / Net Excellence ক্যাটাগরীতে অ্যায়ার্ড প্রদান করা হয়। যারা মধ্যে ২০০৪ সালে নিউরাল এই ক্যাটাগরীতে অনারারী মেনসন লাভ করে।[১২]
যারা যারা নিউরালে লিখে অবদান রেখেছেন।
Josephine Bosma, Jonah Brucker Cohen, Bronac Ferran, Daphne Dragona, Paul Prudence, Vittore Baroni, Francesca Bianchi, Aldo Chimenti, Cosma Di Tanno, Francesco Lodolo, Antonio Scacco, Paul Toohill, Fabrizio Usberti, Luca Valtorta, Maurizio Verga, Francesco Zappalà[৩]