নিকলী | |
---|---|
উপজেলা | |
মানচিত্রে নিকলী উপজেলা | |
স্থানাঙ্ক: ২৪°১৯′৮″ উত্তর ৯০°৫৬′১৪″ পূর্ব / ২৪.৩১৮৮৯° উত্তর ৯০.৯৩৭২২° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ঢাকা বিভাগ |
জেলা | কিশোরগঞ্জ জেলা |
আয়তন | |
• মোট | ২১৪ বর্গকিমি (৮৩ বর্গমাইল) |
জনসংখ্যা (২০২২)[১] | |
• মোট | ১,৭৬,০৩৪ (পুরুষ ৯২,৯৪০ ও মহিলা ৮৩,০৯৪) |
সাক্ষরতার হার | |
• মোট | ৫৫% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ৩০ ৪৮ ৭৬ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
নিকলী উপজেলা বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার অন্তর্গত একটি উপজেলা। নিকলীতে অবস্থিত নিকলী হাওর দেশের অন্যতম পর্যটন আকর্ষণ কেন্দ্র। বর্ষাকালে হাওরে পানি আসলে সারাদেশ থেকে পর্যটকরা হাওর ভ্রমণে আসেন।
নিকলী ১৯৮১ সালে থানা হিসেবে গঠিত হয় এরপর ২৪ মার্চ ১৯৮৩ সালে এটিকে উপজেলায় উন্নীত করা হয়।
এর আয়তন ২১৪.৪০ বর্গ কিলোমিটার যার উত্তরে করিমগঞ্জ উপজেলা ও মিঠামইন উপজেলা, দক্ষিণে বাজিতপুর উপজেলা, পূর্বে মিঠামইন উপজেলা ও অষ্টগ্রাম উপজেলা, পশ্চিমে কটিয়াদি উপজেলা ও করিমগঞ্জ উপজেলা।
মোট ইউনিয়ন ৭ টি।
ক্রম নং. | পদবী | নাম |
---|---|---|
০১ | উপজেলা চেয়ারম্যান | পদ শূন্য |
০২ | ভাইস চেয়ারম্যান | শূন্য |
০৩ | মহিলা ভাইস চেয়ারম্যান | শূন্য |
০৪ | উপজেলা নির্বাহী কর্মকর্তা | পাপিয়া আক্তার |
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |