নিকি গলরানী একজন অভিনেত্রী, মডেল এবং ফ্যাশন ডিজাইনার, যিনি মূলত তামিল এবং মালয়ালম চলচ্চিত্রে অভিনয় করেন। তার সাথে তিনি কিছু কন্নড় এবং তেলুগু ভাষার চলচ্চিত্রেও কাজ করেছেন।[৩][৪][৫] তার প্রথম বড় ব্যবসায়ীক সাফল্য আসে মালয়ালম ভাষার চলচ্চিত্র "১৯৮৩ (চলচ্চিত্র)" (২০১৪) এ অভিনয় করে। এরপর তার "ভেল্লিমুঙ্গা" (২০১৪) এবং তামিল ভাষার ভৌতিক চলচ্চিত্র "ডারলিং" (২০১৫), দুটি চলচ্চিত্রই বড় ব্যবসায়ীক সাফল্য পায়।[৬] এরপর মিডিয়া গলরানীকে তামিল সিনেমার "ডার্লিং" নামে অবহিত করতে থাকে।[৭][৮] তিনি প্রধান অভিনেত্রী হিসেবে দক্ষিণী চলচ্চিত্রে তার কর্মজীবন গড়ে তুলেন এবং তিনি কিছু পুরস্কারও অর্জন করেন।[৯][১০] "কোচি টাইম" তাদের "২৫ মোস্ট ডিসাইরেবল উইমেন ২০১৫" এর তালিকায় গলরানীকে ৫ম স্থানে জায়গা দিয়েছিলেন।[১১]
২০১৬ সালে "ম্যাকএফে" ইন্টেল সিকিউরিটি গলরানীকে তামিল সিনেমায় সবথেকে বেশি খোজা অভিনেত্রী হিসেবে গণ্য করেন।[১২][১৩][১৪]
তার কিছু ব্যবসাসফল চলচ্চিত্র হলো ১৯৮৩ (চলচ্চিত্র) (২০১৪), ভেলিমুঙ্গা (২০১৪), ডারলিং (২০১৫) এবং ভেলেনিউ ভান্দুট্টা ভেলাইকারণ (২০১৬)।[৮] তার চলচ্চিত্রের সাফল্য তাকে দক্ষিণী চলচ্চিত্র শক্ত অবস্থান গড়তে সাহায্য।করেছে।[১৫][১৬][১৭]আইবি টাইমস গলরানীকে মালায়ালম চলচ্চিত্রের সবথেকে সফল অভিনেত্রী হিসেবে উল্লেখ করে।[১৮]
নিকি গলরানী, মনহোর গলরানী এবং রেশমা গলরানী এর ছোট মেয়ে।[১৯] তার বড় বোন সঞ্জনাও একজন অভিনেত্রী। নিক্কি গলরানী বিশপ কোটোন গার্লস স্কুল থেকে পিইউসি সম্পূর্ণ করেন এবং এরপর ফ্যাশন ডিজাইনিং কোর্স করেন।[২০] তিনি এরপর মডেলিং শুরু করেন এবং কিছু বিজ্ঞাপন এও কাজ করেন।[২১][২২]
নিকি ২০১৪ সালে "১৯৮৩ (চলচ্চিত্র)" এর মাধ্যমে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। এটি একটি ক্রীড়াধর্মি চলচ্চিত্র। তিনি এই চলচ্চিত্রে 'মঞ্জুলা সাসিধারন' চরিত্রে অভিনয় করেন। তিনি এই চলচ্চিত্রের জন্য ফিল্মফেয়ার পুরস্কার, "সাইমা পুরস্কার" এবং "ভনিথা পুরস্কার" অর্জন করেন "বেস্ট ডেবুটেন এক্ট্রেস" বিভাগে। চলচ্চিত্রটি ব্যবসাসফল হিসেবে গণ্য হয়।[২৩]
গালরাণি অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন আগস্ট ২০১৩ সালে তামিল চলচ্চিত্র "পাইয়া" এর মাধ্যমে।[২৪] এর তিনদিন পর তিনি নতুন প্রজেক্ট এর সাথে যুক্ত হোন,[২৫] তার প্রথম মুক্তিপ্রাপ্ত তামিল সিনেমা "য়াগাভারাইনাম না কাক্কা" তে। [২৬] এর কিছু সপ্তাহ পর তিনি তার প্রথম মালয়ালম চলচ্চিত্র "১৯৮৩ (চলচ্চিত্র)" তে যুক্ত হোন।[২৭] ২০১৩ সালে তার চুক্তিপ্রাপ্ত শেষ চলচ্চিত্র এবং তার প্রথম ব্যবসাসফল চলচ্চিত্র হলো "১৯৮৩"।[২৮] এই চলচ্চিত্রে তিনি মঞ্জুলা চরিত্রে অভিনয় করেন, যে একজন গ্রাম্য মেয়ে।[২৯][৩০] চলচ্চিত্রটি চলচ্চিত্র সমালোচকদের মন জয়ে করে নেয় এবং ব্যবসাসফল হিসেবে প্রকাশ পায়।[৩১] এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি ফিল্মফেয়ার বেস্ট ফিমেল ডেবিও - সাউথ পুরস্কার অর্জন করে নেন।[৩২]
তার তৃতীয় মলায়লাম চলচ্চিত্র হলো "ভেল্লিমুঙ্গা", যাতে তিনি একজন ক্রিস্টান নার্স এর চরিত্রে অভিনয় করেছেন।[৩৩] সিনেমাটি ৫ কোটি রুপি খরচ করে বানানো হয় এবং এটি বক্স অফিসে ২০ কোটি রুপির উপর ব্যবসা করে।[৩৪][৩৫] বছর শেষে "আইবিটাইমস" গলরানীকে ২০১৪ সালের মালয়ালম চলচ্চিত্রের সবথেকে সফল অভিনেত্রী হিসেবে অবহিত করে।[৩৬] এমনকি কন্নড় চলচ্চিত্রে তার প্রথম চলচ্চিত্র মুক্তির পূর্বে তিনি আরো তিনটি কন্নড় চলচ্চিত্রের চুক্তিপত্র সই করেন।[৩৭][৩৮][৩৯][৪০] এরপর তিনি সারথ এ হারিদাশন এর চলচ্চিত্র এন্থ্রু ভাগ্যম[৪১] এবং ভিকে প্রকাশ এর আগামি সিনেমায় যুক্ত হোন,[৪২] কিন্তু তিনি তার শিডিউল ব্যস্ততার কারণের বিকে প্রসাদ এর চলচ্চিত্র থেকে বেরিয়ে আসেন।[৪৩]
তামিল চলচ্চিত্রে আত্মপ্রকাশ এর অনেক পরে ভৌতিক চলচ্চিত্র "ডার্লিং" এ অভিনয় করেন। ১০ কোটি খরচ করে বানানো চলচ্চিত্রটি বক্স অফিসে ৩২ কোটি রুপি তুলে নেয়।[৪৪] সিনেমাটি থিয়েটারে ৩৬৫ দিন পর্যন্ত প্রদর্শিত হয়।[৪৫]
গলরানী এই চলচ্চিত্রে অসাধারণ অভিনয়ের জন্য চলচ্চিত্র সমালোচকদের প্রশংসা কুড়ান।[৪৬][৪৭] সাইফাই.কম নিকি গলরানী সম্পর্কে বলে, নিকি তার অংশগুলো ফুটিয়ে তোলার কারণে সিনেমাটি বক্স অফিসে সফল হয়েছে।[৪৮][৪৯] এরপর তার কন্নড় চলচ্চিত্র "সিদার্থ" (২০১৫) মুক্তি পায়।[৫০] জুন ২০১৫ সালে তার "য়াগাভারায়নিয়াম না কাক্কা" মুক্তি পায়। যার সমন্ধে তিনি বলেন "সিনেমাটি আমার জীবনের গল্প কার্বন কপির মতো ফুটিয়ে তুলেছে"।[৫১] সাইফাই এই চলচ্চিত্রে গলরানীর অভিনয় সম্পর্কে বলেন "সিনেমাটির প্রথমার্ধে গলরানীর হাসি এবং উদ্দীপনা এই সিনেমার সফলতার মূল কারণ"।[৫২]
গলরানী সুরেশ গোপি এর বিপরীতে মালয়ালম চলচ্চিত্র "রুদ্র সিমহাসানাম" চলচ্চিত্রে অভিনয় করেন।[৫৩] তার পরবর্তী তামিল চলচ্চিত্র "কো ২" ব্যবসায়ীকভাবে সফলতা অর্জন করে।[৫৪][৫৫][৫৬] তাছাড়া তার দুটো তেলুগু চলচ্চিত্রই টালিউড বক্স অফিসে ভালো আয় করে।[৫৭] গলরানী বিষ্ণু বিশাল এর বিপরীতে "ভেলাইনু ভেন্ডুট্টা ভেল্লাইকারণ" চলচ্চিত্রে পুলিশ অফিসার চরিত্রে অভিনয় করেন। সিনেমাটি আর্থিকভাবে সফল হয়।[৫৮] ইন্ডিয়াগিল্টজ.কম এই চলচ্চিত্রে নিকির অভিনয় সম্পর্কে বলেন "নিকি সিনেমাটির সৌন্দর্য হিসেবে আবির্ভাব হয়েছে"।[৫৯][৬০][৬১]
তার আগামী তামিল চলচ্চিত্র জিবি প্রকাশ কুমারের বিপরীতে "কাডুভাল ইরুকায়ান কুমারু" চলচ্চিত্রে।[৬২]
২০১৭ সালে নিকি রাঘব লরেন্স এর বিপরীতে "মোট্টা শিভা কেট্টা শিভা চলচ্চিত্রে অভিনয় করেছেন।[৬৩] তার সাথে তিনি মালয়ালম চলচ্চিত্র "টিম ৫" এবং "কালাকালাপ্পু ২" এও অভিনয় করেছেন।