ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
জন্ম | ২৬ সেপ্টেম্বর ১৯৯১ | ||
জন্ম স্থান | হানোফার, জার্মানি | ||
উচ্চতা | ১.৮২ মিটার (৫ ফুট ১১+১⁄২ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | রক্ষণভাগের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | ইউনিয়ন বার্লিন | ||
জার্সি নম্বর | ২৩ | ||
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৪:১৬, ১৮ নভেম্বর ২০২৩ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
নিকো গিসেলমান (জার্মান: Niko Gießelmann; জন্ম: ২৬ সেপ্টেম্বর ১৯৯১) হলেন একজন জার্মান পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে জার্মানির পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর বুন্দেসলিগার ক্লাব ইউনিয়ন বার্লিনের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[১][২][৩] তিনি মূলত বাম পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় অথবা বাম পার্শ্বীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।
নিকো গিসেলমান ১৯৯১ সালের ২৬শে সেপ্টেম্বর তারিখে জার্মানির হানোফারে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।