ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | নিকোলাস জ্যাকসন[১] | ||
জন্ম | [২] | ২০ জুন ২০০১||
জন্ম স্থান | জিবঙ্কার, সেনেগাল[৩] | ||
উচ্চতা | ১.৮৭ মি.[৪] | ||
মাঠে অবস্থান | আক্রমণভাগের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | চেলসি | ||
জার্সি নম্বর | ১৫ | ||
যুব পর্যায় | |||
২০১৭–২০১৮ | টিলেন | ||
২০১৮–২০১৯ | কাসা স্পোর্টস | ||
২০১৯–২০২০ | ভিয়ারিয়াল | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
2018–2019 | কাসা স্পোর্টস | ||
২০১৯–২০২২ | ভিয়ারিয়াল বি | ২৫ | (৫) |
২০২০–২০২১ | → মিরান্দেস (ধার) | ১৬ | (১) |
২০২১–২০২৩ | ভিয়ারিয়াল | ৩৫ | (১২) |
২০২৩– | চেলসি | ১৯ | (৭) |
জাতীয় দল‡ | |||
২০১৮ | সেনেগাল অনূর্ধ্ব-২০ | ||
২০২২– | সেনেগাল | ৬ | (০) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ৩০ ডিসেম্বর, ২০২৩ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ২১ নভেম্বর, ২০২৩ তারিখ অনুযায়ী সঠিক। |
নিকোলাস জ্যাকসন (জন্ম: ২০ জুন ২০০১) একজন সেনেগালীয় পেশাদার ফুটবলার যিনি প্রিমিয়ার লীগ ক্লাব চেলসি এবং সেনেগাল জাতীয় দলের হয়ে স্ট্রাইকার হিসেবে খেলেন।
৩০ জুন ২০২৩ সালে, জ্যাকসন প্রিমিয়ার লিগের ক্লাব চেলসির হয়ে ২০৩১ সাল পর্যন্ত ৩২ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে আট বছরের এক চুক্তিতে স্বাক্ষর করেন।[৫] ১৩ আগস্ট, প্রিমিয়ার লীগে লিভারপুলের বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া খেলায় ক্লাবের হয়ে তার অভিষেক হয়।[৬] জ্যাকসন তার প্রথম চেলসি গোলটি ২৫ আগস্ট ২০২৩-এ সদ্য উন্নীত দল লুটন টাউনের বিরুদ্ধে করেন, যা চেলসিকে স্ট্যামফোর্ড ব্রিজে ৩-০ জয়ে সাহায্য করে।[৭] ইএফএল কাপে ব্রাইটন অ্যান্ড হোভ আলবিয়নের বিপক্ষে ১-০ ব্যবধানে জয়ে তিনি তার দ্বিতীয় চেলসি গোল করেন।[৮] ৬ নভেম্বর, টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে টটেনহ্যাম হটস্পারের বিরুদ্ধে ৪-১ জয়ে জ্যাকসন হ্যাটট্রিক করেন।[৯]