নিকোলাস পুয়েচ | |
---|---|
জন্ম | ১৯৪৩ (বয়স ৮০–৮১) নিউইলি-সুর-সেইন, ফ্রান্স |
পেশা | ব্যবসায়ী |
পরিচিতির কারণ | হার্মেস এর ৫% মালিক |
পিতা-মাতা | ফ্রান্সিস পুয়েচ ইভন হার্মেস |
আত্মীয় | থিয়েরি হার্মেস (দাদার দাদা) |
নিকোলাস পুয়েচ (জন্ম ১৯৪৩) একজন ফরাসি ধনকুবের উত্তরাধিকারী এবং ব্যবসায়ী, থিয়েরি হার্মেসের পঞ্চম প্রজন্মের বংশধর। তিনি ২০১৪ সালে কোম্পানির তত্ত্বাবধায়ক বোর্ড থেকে পদত্যাগ করেছিলেন, কিন্তু এখনও হার্মিসের ৫% এর মালিক। [১]
নিকোলাস পুয়েচ ১৯৪৩ সালে ফ্রান্সিস পুয়েচ এবং ইভোন হার্মেসের ছেলে নিউইলি-সুর-সেইনে ঘরে জন্মগ্রহণ করেছিলেন। [২] [৩] তিনি বার্ট্রান্ড পুয়েচের ভাই এবং জিন-লুই ডুমাসের চাচাতো ভাই। [২]
পুয়েচ সুইজারল্যান্ডের মার্টিগনিতে থাকেন। [১]