ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | নিকোলাস পেপে[১] | ||
জন্ম | [২] | ২৯ মে ১৯৯৫||
জন্ম স্থান | মঁত-লা-জলি, ফ্রান্স | ||
উচ্চতা | ১.৮৩ মিটার (৬ ফুট ০ ইঞ্চি)[৩] | ||
মাঠে অবস্থান | আক্রমণভাগের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | ত্রাবজোনস্পোর | ||
জার্সি নম্বর | ১৯ | ||
যুব পর্যায় | |||
সলিতের পারি এত | |||
পোয়াতেভ্যাঁ | |||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০১২–২০১৩ | পোয়াতেভ্যাঁ | ৯ | (২) |
২০১৩–২০১৫ | আঁজে ২ | ৪১ | (৯) |
২০১৩–২০১৭ | আঁজে | ৪০ | (৩) |
২০১৫–২০১৬ | → অর্লেয়ঁ (ধার) | ২৯ | (৭) |
২০১৭–২০১৯ | লিল | ৭৪ | (৩৫) |
২০১৯–২০২৩ | আর্সেনাল | ৮০ | (১৬) |
২০২২–২০২৩ | → নিস (ধার) | ১৯ | (৬) |
২০২৩– | ত্রাবজোনস্পোর | ৭ | (২) |
জাতীয় দল‡ | |||
২০১৬– | কোত দিভোয়ার | ৪৩ | (১০) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৫:০২, ১৫ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৫:০২, ১৫ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
নিকোলাস পেপে (ফরাসি: Nicolas Pépé; জন্ম: ২৯ মে ১৯৯৫; নিকোলাস পেপে নামে সুপরিচিত) হলেন একজন আইভোরীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে তুরস্কের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর সুপার লিগের ক্লাব ত্রাবজোনস্পোর এবং কোত দিভোয়ার জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় এবং বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।
আইভোরীয় ফুটবল ক্লাব সলিতের পারি এতের যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে পেপে ফুটবল জগতে প্রবেশ করেছেন এবং পরবর্তীকালে পোয়াতেভ্যাঁর যুব দলের হয়ে খেলার মাধ্যমে তিনি ফুটবল খেলায় বিকশিত হয়েছেন। ২০১২–১৩ মৌসুমে, আইভোরীয় ক্লাব পোয়াতেভ্যাঁর হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন; পোয়াতেভ্যাঁর হয়ে এক মৌসুমে ৯ ম্যাচে ২টি গোল করার পর ২০১৩–১৪ মৌসুমে প্রথমে আঁজে ২ এবং পরবর্তীকালে আঁজের হয়ে খেলেছেন। মাঝে তিনি এক মৌসুমের জন্য ফরাসি ক্লাব অর্লেয়েঁর হয়ে খেলেছেন। আঁজেতে দুই মৌসুম অতিবাহিত করার পর প্রায় ১৮ মিলিয়ন ইউরোর বিনিময়ে ফরাসি ক্লাব লিলের সাথে চুক্তি স্বাক্ষর করেছেন, যেখানে তিনি সকল প্রতিযোগিতায় ৮০ ম্যাচে ৩৭টি গোল করেছেন। পরবর্তীকালে, তিনি আর্সেনাল এবং নিসের হয়ে খেলেছেন। ২০২৩–২৪ মৌসুমে, তিনি আর্সেনাল হতে তুর্কি ক্লাব ত্রাবজোনস্পোরে যোগদান করেছেন।[৪]
পেপে ২০১৬ সালে কোত দিভোয়ারের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; কোত দিভোয়ারের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ২৫ ম্যাচে ৫টি গোল করেছেন। তিনি কোত দিভোয়ারের হয়ে এপর্যন্ত ৪টি আফ্রিকা কাপ অব নেশন্সে (২০১৭, ২০১৯, ২০২১ এবং ২০২৩) অংশগ্রহণ করেছেন; যার মধ্যে ২০২৩ সালে তিনি প্রতিযোগিতাটির শিরোপা জয়লাভ করেছেন। ব্যক্তিগতভাবে, পেপে বেশ কিছু পুরস্কার জয়লাভ করেছেন, যার মধ্যে ২০১৮–১৯ মৌসুমে লিলের মৌসুম সেরা খেলোয়াড় পুরস্কার অন্যতম।[৫] দলগতভাবে, পেপে এপর্যন্ত ১টি শিরোপা জয়লাভ করেছেন, যার আর্সেনালের হয়ে জয়লাভ করেছেন।
নিকোলাস পেপে ১৯৯৫ সালের ২৯শে মে তারিখে ফ্রান্সের মঁত-লা-জলিতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
২০১৬ সালের ১৫ই নভেম্বর তারিখে, মাত্র ২১ বছর ৫ মাস ১৭ দিন বয়সে, বাম পায়ে ফুটবল খেলায় পারদর্শী পেপে ফ্রান্সের বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে কোত দিভোয়ারের হয়ে অভিষেক করেছেন।[৬][৭] উক্ত ম্যাচের ৮৬ম মিনিটে আক্রমণভাগের খেলোয়াড় মাক্স গ্রাদেলের বদলি খেলোয়াড় হিসেবে তিনি মাঠে প্রবেশ করেছিলেন;[৮] ম্যাচে তিনি ২ নম্বর জার্সি পরিধান করে ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।[৯] ম্যাচটি ০–০ গোলে ড্র হয়েছিল।[১০] কোত দিভোয়ারের হয়ে অভিষেকের বছরে পেপে মাত্র ১ ম্যাচে অংশগ্রহণ করেছেন। জাতীয় দলের হয়ে অভিষেকের ১ বছর ৪ মাস ৯ দিন পর, কোত দিভোয়ারের জার্সি গায়ে প্রথম গোলটি করেছেন; ২০১৮ সালের ২৪শে মার্চ তারিখে, টোগোর বিরুদ্ধে ম্যাচে গিলান কোনানের অ্যাসিস্ট হতে কোত দিভোয়ারের প্রথম গোলটি করার মাধ্যমে তিনি আন্তর্জাতিক ফুটবলে তার প্রথম গোলটি করেছেন।[১১][১২][১৩]
পেপে নিজ দেশে অনুষ্ঠিত ২০২৩ আফ্রিকা কাপ অব নেশন্সের জন্য ঘোষিত কোত দিভোয়ারের ২৭ সদস্যের চূড়ান্ত দলে স্থান পেয়েছিলেন,[২][১৪][১৫] যেখানে তিনি পাঁচ ম্যাচে সর্বমোট ২১৫ মিনিট খেলেছেন;[১৬] এর মাধ্যমে তিনি প্রতিযোগিতাটির শিরোপা জয়লাভ করেছেন।[১৭][১৮][১৯]
দল | সাল | ম্যাচ | গোল |
---|---|---|---|
কোত দিভোয়ার | ২০১৬ | ১ | ০ |
২০১৭ | ৬ | ০ | |
২০১৮ | ৪ | ৩ | |
২০১৯ | ৯ | ২ | |
২০২০ | ৪ | ০ | |
২০২১ | ৪ | ১ | |
২০২২ | ৯ | ৪ | |
২০২৪ | ৬ | ০ | |
সর্বমোট | ৪৩ | ১০ |