নিকোলাস ব্লোমবের্গেন | |
---|---|
![]() Bloembergen in 1981 | |
জন্ম | |
মৃত্যু | ৫ সেপ্টেম্বর ২০১৭ | (বয়স ৯৭)
নাগরিকত্ব | নেদারল্যান্ডস মার্কিন যুক্তরাষ্ট্র |
মাতৃশিক্ষায়তন | লাইডেন বিশ্ববিদ্যালয় University of Utrecht |
পরিচিতির কারণ | লেজার স্পেক্ট্রোস্কোপি |
পুরস্কার | পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার (১৯৮১) লরেন্টজ মেডেল (১৯৭৮) আইইই মেডেল অব অনার |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | ফলিত পদার্থবিজ্ঞান |
প্রতিষ্ঠানসমূহ | আরিজোনা বিশ্ববিদ্যালয় হার্ভার্ড বিশ্ববিদ্যালয় |
ডক্টরাল উপদেষ্টা | এডওয়ার্ড মিল্স পারসেল |
অন্যান্য উচ্চশিক্ষায়তনিক উপদেষ্টা | Cornelis Jacobus Gorter |
ডক্টরেট শিক্ষার্থী | Peter Pershan Michael Downer |
নিকোলাস ব্লোমবের্গেন (১১ই মার্চ, ১৯২০ - ৫ সেপ্টেম্বর, ২০১৭) নেদারল্যান্ডে জন্মগ্রহণকারী মার্কিন পদার্থবিজ্ঞানী। তিনি ১৯৪৮ সালে লাইডেন বিশ্ববিদ্যালয় এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। হার্ভার্ডে পিএইচডি অভিসন্দর্ভের কাজ করার পাশাপাশি তিনি এমআইটি'র বিকিরণ গবেষণাগারে এডওয়ার্ড মিল্স পারসেলের স্নাতক গবেষণা সহযোগী হিসেবে কাজ করেছিলেন। পরবর্তীতে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হন। তিনি ১৯৮১ সালে মার্কিন সহকর্মী আর্থার লিওনার্ড শলো এবং সুয়েডীয় বিজ্ঞানী কাই মানে বোরিয়ে সিগবানের সাথে যৌথভাবে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। তিনি শলোর সাথে মিলে লেজার বর্ণালীবিক্ষণের উন্নয়নে বিশেষ অবদান রাখার জন্য এ পুরস্কার পান।[১][২][৩]
ব্লোমবের্গেন ১৯৪২ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত নেদারল্যান্ডের উট্রেক্ট বিশ্ববিদ্যালয়ে টিচিং ফেলো হিসেবে কর্মরত ছিলেন। ১৯৪৬ থেকে ১৯৪৭ সাল পর্যন্ত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেন। ১৯৪৭ থেকে ১৯৪৮ সাল পর্যন্ত লাইডেন বিশ্ববিদ্যালয় এ রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে কাজ করেন। ১৯৪৯ থেকে ১৯৫১ সাল পর্যন্ত হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এ জুনিয়র ফেলো ছিলেন। ১৯৫১ থেকে ১৯৫৭ সাল পর্যন্ত হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এর ফলিত পদার্থবিজ্ঞান বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। ১৯৫৭ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত এই বিভাগের গর্ডন ম্যাককে অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। ১৯৬৫ সালে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলেতে ভিজিটিং অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। ১৯৭৪ থেকে ১৯৮০ সাল পর্যন্ত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের রামফোর্ড অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।[১]
পুরস্কার | ||
---|---|---|
পূর্বসূরী জন টুকে |
আইইই মেডেল অফ অনার ১৯৮৩ |
উত্তরসূরী নরম্যান ফস্টার র্যামজে |