নিগার খান | |
---|---|
निगार खान | |
জন্ম | নিগার জাফর খান |
পেশা | অভিনেত্রী |
কর্মজীবন | ২০০২–বর্তমান |
দাম্পত্য সঙ্গী | খৈয়ম শেখ (২০১৫–) |
আত্মীয় | গওহর খান (বোন) |
ওয়েবসাইট | www |
নিগার জাফর খান (জন্ম:১৯৭৮)[১] একজন ভারতীয় টেলিভিশন অভিনেত্রী যিনি প্রধানত খল-চরিত্রে অভিনয়ের জন্য সুপরিচিত।[২][৩] তিনি মডেল-অভিনেত্রী গওহর খান এর বড় বোন।[৪][৫][৬]
২০০৮ সালে নিগার নাচের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান এক খিলাড়ি এক হাসিনা তে অংশগ্রহণ করেন।[৭] প্রতিযোগিতাটির একটি পর্বের একটি গান ও লাড়কি হ্যায় কাহা (দিল চাহতা হ্যায়) তে নাচের সুবাদে বিচারক সুস্মিতা সেন, ওয়াসিম আকরাম এবং দর্শকদের কাছে ব্যপকভাবে প্রশংসিত হন।[৮]
নিগার খান ২০১৫ সালের জুলাইয়ে দুবাইয়ে তার দীর্ঘদিনের প্রেমিক এবং পাকিস্তানি ব্যবসায়ী খাইয়াম শেখের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।[৯][১০] বিয়ের পরে নিগার দুবাইয়ে চলে আসেন।[১১][১২][১৩]