নিতিন | |
---|---|
জন্ম | নিজামাবাদ, তেলেঙ্গানা |
পেশা | অভিনেতা প্রযোজক গায়ক |
কর্মজীবন | ২০০২ – বর্তমান |
নিতিন, নিতিন কুমার রেড্ডি নামেও পরিচিত, একজন ভারতীয় চলচ্চিত্রাভিনেতা এবং প্রযোজক, তেলুগু সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয়ের জন্য [১]। ২০০২ সালে বক্স অফিস হিট চলচ্চিত্র জায়াম এ অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রাখেন নিতিন এবং ফিল্মফেয়ার সেরা নবাগত (দক্ষিণ) পুরস্কার অর্জন [২]। ২০০৯ সালে রাম গোপাল বর্মা পরিচালিত অজ্ঞাত তে অভিনয়ের মাধ্যমে বলিউডে পা রাখেন। তিনি পুরুষদের পোশাক নির্মাতা কটন কিং এর শুভেচ্ছা দূত।[৩][৪] ২০১৫ সালে ভারতের পল্লী উন্নয়ন মন্ত্রী ভেংকাইয়া নাইড়ু তেলেঙ্গানা রাজ্যে স্বচ্ছ ভারত অভিযান প্রচারণার জন্য নিথিন সহ ৯ জনকে শুভেচ্ছা দূত হিসেবে নিয়োগ করেছেন।[৫][৬]
বছর | চলচ্চিত্র | ভূমিকা | মন্তব্য |
---|---|---|---|
২০০২ | জায়াম | ভেনকাট | |
২০০৩ | দিল | শেনু | |
Sambaram | রবি | ||
২০০৪ | Sri Anjaneyam | আঞ্জি | |
সাই | প্রুথভি | ||
২০০৫ | Allari Bullodu | রাজু , মুন্না | ডাবল পাঠ |
ধাইর্যাম | Seenu | ||
২০০৬ | রাম | Raam | |
2007 | টাক্কারি | Tirupathi | |
২০০৮ | আয়াতাদিস্তা | জাগান / ছিন্না | |
ভিক্টরি | ভিজ্জি | ||
হিরো | রা | ||
২০০৯ | দ্রোণ | Drona | |
আগ্যায়াত | শুজাল | হিন্দি অভিষেক | |
রেসিপো | শিভা | ||
২০১০ | সীতারামুলা কল্যাণম | Chandrasekhar Reddy / ছান্দু / শেখর | |
২০১১ | মারো | Sathyanarayana Murthy / ফেক শিভা / শুন্দারাম | |
২০১২ | ঈশক | রাহুল | |
২০১৩ | গুন্দে জায়ারি গাল্লান্থায়্যিন্দে | কারথিক | |
২০১৪ | হার্ট এট্যাক | বরুন | |
Chinnadana Nee Kosam | নিথিন | সহ-প্রযোজকও | |
২০১৫ | কুরিয়ার বয় কল্যাণ | কল্যাণ | |
২০১৬ | অ আ | আনন্দ বিহারী | |
২০১৭ | লাই | সত্যম | |
২০১৮ | চল মোহন রাঙ্গা [৭] | মোহন রাঙ্গা | ২৫তম চলচ্চিত্র |
Srinivasa Kalyanam | শ্রীনিভাস | ||
২০২০ | ভীষ্ম | ভীষ্ম | |
২০২১ | মায়েস্ট্রো | অরুণ |
নিথিন রেড্ডি চলচ্চিত্র প্রযোজক এবং পরিবেশক সুধাকর রেড্ডি এবং ভিদ্যা রেড্ডির ঘরে জন্মগ্রহণ করেন। তার বড় বোনের নাম নিখিতা রেড্ডি।[৮]