ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | নিতিন থাপা | ||
জন্ম | ৭ ফেব্রুয়ারি ২০০২ | ||
জন্ম স্থান | নেপাল | ||
মাঠে অবস্থান | মধ্যমাঠের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | পোখরা থান্ডার্স | ||
জার্সি নম্বর | ৮ | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
–২০১৯ | সংকটা কাঠমান্ডু মল | ||
২০১৯ | স্টার স্পোর্টস | ||
২০১৯–২০২১ | চেয়াসাল যুব | ||
২০২১– | পোখরা থান্ডার্স | ||
জাতীয় দল‡ | |||
২০২১– | নেপাল | ২ | (০) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১২:২৭, ১৮ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১২:০৩, ২৩ অক্টোবর ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
নিতিন থাপা (নেপালি: नितिन थापा, ইংরেজি: Nitin Thapa; জন্ম: ৭ ফেব্রুয়ারি ২০০২) হলেন একজন নেপালি পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে নেপালি ক্লাব পোখরা থান্ডার্স এবং নেপাল জাতীয় দলের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।
নেপালি ক্লাব সংকটা কাঠমান্ডু মলের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন; সংকটা কাঠমান্ডু মলের হয়ে খেলার পর ২০১৯–২০ মৌসুমে তিনি প্রথমে স্টার স্পোর্টস এবং পরবর্তীকালে চেয়াসাল যুব দলে যোগদান করেছেন। ২০২১–২২ মৌসুমে, তিনি চেয়াসাল যুব হতে নেপালি ক্লাব পোখরা থান্ডার্সে যোগদান করেছেন।
নিতিন ২০২১ সালে নেপালের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; নেপালের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ২ ম্যাচে অংশগ্রহণ গোল করেছেন।
নিতিন থাপা ২০০২ সালের ৭ই ফেব্রুয়ারি তারিখে নেপালে জন্মগ্রহণ করেছেন।
২০২১ সালের ২রা সেপ্টেম্বর তারিখে, মাত্র ১৯ বছর, ৬ মাস ও ২৬ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী নিতিন ভারতের বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে নেপালের হয়ে অভিষেক করেছেন।[১] উক্ত ম্যাচের ৮৫তম মিনিটে মধ্যমাঠের খেলোয়াড় তেজ তামাংয়ের বদলি খেলোয়াড় হিসেবে তিনি মাঠে প্রবেশ করেছিলেন;[২] ম্যাচটি নেপাল ১–১ গোলে ড্র করেছিল।[৩]
দল | সাল | ম্যাচ | গোল |
---|---|---|---|
নেপাল | ২০২১ | ২ | ০ |
সর্বমোট | ২ | ০ |