নিত্যা মেনন | |
---|---|
জন্ম | [১] | ৮ এপ্রিল ১৯৮৮
পেশা | অভিনেত্রী, নেপথ্য সঙ্গীতশিল্পী |
কর্মজীবন | ১৯৯৮-২০০২ (শিশু শিল্পী) ২০০৬-বর্তমান |
পুরস্কার | পূর্ণ তালিকা |
নিত্যা মেনন[২] একজন ভারতীয় অভিনেত্রী ও নেপথ্য সঙ্গীতশিল্পী। তিনি মালয়ালম, তামিল, তেলুগু, ও কন্নড় চলচ্চিত্রে অভিনয় করার জন্য সুপরিচিত।[৩][৪] তিনি একটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, চারটি ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণ, দুটি দক্ষিণ ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার ও দুটি নন্দী পুরস্কার-সহ অসংখ্য পুরস্কার অর্জন করেছেন।
১৯৯৮ সালে ফরাসি-ভারতীয় যৌথ প্রযোজনার ইংরেজি ভাষার দ্য মাঙ্কি হু ন্যু টু মাচ চলচ্চিত্রে তাবু অভিনীত চরিত্রের ছোটবোন চরিত্রে শিশুশিল্পী হিসেবে অভিনয়ের মধ্য দিয়ে নিত্যার কর্মজীবন শুরু হয়। এরপর নিত্যা কন্নড় ভাষার সেভেন ওক্লক চলচ্চিত্রে প্রথম মুখ্য অভিনেত্রী হিসেবে অভিনয় করেন। আকাশ গুপুরাম (২০০৮) দিয়ে মালয়ালম, আলা মোদালাইন্দি (২০১১) দিয়ে তেলুগু ও ১৮০ (২০১১) দিয়ে তামিল ভাষার চলচ্চিত্রে তার অভিষেক হয়। প্রণয়ধর্মী আলা মোদালাইন্দি তার প্রথম আলোচিত সাফল্য, যার জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে নন্দী পুরস্কার অর্জন করেন। এরপর তার আরও সফলতা আসে তেলুগু ভাষার গুন্ডে জারি গাল্লান্থায়িন্ডি (২০১৩), যার জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার - তেলুগু অর্জন করেন, ইশ্ক (২০১২), মাল্লি মাল্লি ইডি রানি রজু (২০১৫), যার জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার সমালোচক পুরস্কার - তেলুগু ও তার দ্বিতীয় নন্দী পুরস্কার অর্জন করেন, রুদ্রমাদেবী (২০১৫), জনতা গ্যারেজ (২০১৬) ও ভীমলা নায়ক (২০২২) চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে।
নিত্যা তামিল ভাষার প্রণয়ধর্মী চলচ্চিত্র ও কাদল কানমণি (২০১৫)-এ অভিনয় করে দক্ষিণ ভারতীয় অভিনেত্রী হিসেবে তার অবস্থান প্রতিষ্ঠিত করেন এবং শ্রেষ্ঠ অভিনেত্রী - তামিল বিভাগে সাইমা সমালোচক পুরস্কার অর্জন করেন। তার অভিনীত ব্যবসাসফল চলচ্চিত্রসমূহের মধ্যে রয়েছে মালয়ালম ভাষার উস্তাদ হোটেল (২০১২), ব্যাঙ্গালোর ডেজ (২০১৪) ও ১০০ ডেজ অব লাভ (২০১৫), তামিল ভাষার কাঞ্চনা ২ (২০১৫), ২৪ (২০১৬), মেরসাল (২০১৭), যার জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার - তামিল অর্জন করেন এবং তিরুচিত্রম্বালম (২০২২), যার জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। ২০১৯ সালে তিনি বিজ্ঞান কল্পকাহিনীমূলক নাট্যধর্মী মিশন মঙ্গল-এ অভিনয়ের মধ্য দিয়ে হিন্দি চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন, যা তার অভিনীত সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র।
নিত্যা ২০২২ সালে তেলুগু ইন্ডিয়ান আইডল-এ বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ব্রিদ: ইনটু দ্য শ্যাডোজ (২০২০-২০২২), মডার্ন লাভ হায়দ্রাবাদ (২০২২) ও কুমারী শ্রীমতি (২০২৩) ওয়েব ধারাবাহিকে অভিনয় করেন।
নিত্যা মেনন ভারতের কর্ণাটক রাজ্যের ব্যাঙ্গালোর শহরে একটি মালয়ালী পরিবারে জন্মগ্রহণ করেন এবং মনিপাল ইনস্টিটিউট অব কমিউনিকেশন থেকে সাংবাদিকতায় স্নাতক সম্পন্ন করেন। [৫] তিনি এক সাক্ষাতকারে বলেন, তার কখনোই অভিনেত্রী হবার ইচ্ছা ছিল না। তিনি একজন আদর্শবাদী ও খ্যাতিমান সাংবাদিক হতে চেয়েছিলেন। [৬][৭] পরবর্তীতে বুঝতে পারেন, তার কাছে সাংবাদিকতা যেমনটি হওয়ার কথা ছিল, পরিবেশ তেমনটি নয়। [৮] এরপর তিনি নিজের ভাবাদর্শকে তুলে ধরার জন্য চলচ্চিত্র নির্মাতা হওয়ার উদ্যোগ নেন,[৭][৯] ও ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউট অব ইন্ডিয়াতে চিত্রগ্রহণ কোর্সে ভর্তি হন। সেখানে ভর্তির সময় ভাবী চলচ্চিত্র নির্মাতা নন্দিনী রেড্ডির সাথে তার পরিচয় হয়, যিনি তাকে বুঝিয়ে চলচ্চিত্রে অভিনয়ের জন্য রাজী করান। [১০][১১] তিনি তার প্রথম চলচ্চিত্র আলা মোদালাইন্ডি তে তাকে নায়িকা হিসেবে অভিনয়ের জন্য চুক্তি সাক্ষর করান।
বছর | চলচ্চিত্র | নাম ভূমিকা | ভাষা | তথ্যসূত্র |
---|---|---|---|---|
২০০৬ | সেভেন ও' ক্লক | অণু | কন্নড় | |
২০০৮ | আকাশা গপুরাম | হিল্ডা ভারগিজ | মালয়ালম | |
২০০৯ | জোশ | মিরা | কন্নড় | |
২০০৯ | ভেল্লাথুভাল | জিয়া | মালয়ালম | |
২০০৯ | কেরালা ক্যাফে | নিথিয়া | মালয়ালম | |
২০০৯ | এঞ্জেল জন | সোফিয়া | মালয়ালম | |
২০১০ | অপুভারাগাম | ন্যান্সি | মালয়ালম | |
২০১০ | আনোয়ার | আছনা | মালয়ালম | |
২০১১ | আইডন্ডলা আইদু | গৌরি | কন্নড় | |
২০১১ | আলা মোদালাইন্ডি | নিথিয়া | তেলুগু | |
২০১১ | উরুমি | চিরক্কাল বালা | মালয়ালম | |
২০১১ | ১৮০ | বিদ্যা | তেলুগু | |
২০১১ | নুত্রেনবধু | তামিল | ||
২০১১ | ভায়োলিন | এঞ্জেল | মালয়ালম | |
২০১১ | ভেপাম | রেবাতি | তামিল | |
২০১১ | মাকারামাঞ্জু | মডেল | মালয়ালম | |
২০১২ | ইশক | প্রিয়া | তেলুগু | |
২০১২ | থালসামায়াম অরু পেনকুট্টি | মঞ্জুলা আয়াপন | মালয়ালম | |
২০১২ | কারমায়োগি | মুন্নুমনি | মালয়ালম | |
২০১২ | উস্তাদ হোটেল | শাহানা | মালয়ালম | |
২০১২ | ডক্টর ইনোসেন্ট অনু | অ্যাানা | মালয়ালম | |
২০১২ | ব্যাচেলর পার্টি | নিথু | মালয়ালম | |
২০১২ | পপিন্স | মেজর প্রতাপ বর্মর স্ত্রী | মালয়ালম | |
২০১৩ | ওক্কাদিনে | শৈলজা | তেলুগু | |
২০১৩ | জবরদস্ত | সরস্বতী | তেলুগু | |
২০১৩ | ময়না | ময়না | কন্নড় | |
২০১৩ | গুন্ডে জারি গাল্লান্থাইন্ডে | শ্রাবণী | তেলুগু | |
২০১৪ | মালিনী ২২ পালায়ামকোট্টাই | মালিনী | তামিল | |
২০১৪ | ব্যাঙ্গালোর ডেজ | নাতাশা | মালয়ালম | |
২০১৫ | মাল্লি মাল্লি ইদি রানী রজু | নাজিরা | তেলুগু | |
২০১৫ | জেকে ইনুম নানবানিন ভাঝকাই | নিথিয়া | তামিল | |
২০১৫ | ১০০ ডেজ অব লাভ | শিলা | মালয়ালম | |
২০১৫ | সান অব সত্যমূর্তি | বাল্লি | তেলুগু | |
২০১৫ | কাঞ্চনা ২ | গঙ্গা | তামিল | |
২০১৫ | ওকে কানমানি | তারা | তামিল | |
২০১৫ | রুদ্রমাদেবী | মুক্তাম্বা | তেলুগু | |
২০১৫ | আপ্পাভিন মিসাই | তামিল | [১২][১৩] | |
২০১৬ | ২৪ | প্রিয়া | তামিল | [১৪] |
২০১৬ | মুদিঞ্জা ইবানা পুদি | শুভা | তামিল | [১৫] |
২০১৬ | ইরু মুগান | আয়ুশি | তামিল | [১৬] |
২০১৬ | জনতা গ্যারেজ | অনু | তেলুগু | |
২০১৭ | মারসাল | ঐশ্বরিয়া ভিট্রিমারান | তামিল | |
২০১৮ | প্রাণা | টিভিএ | মালায়ালম | |
২০১৮ | অ্যায়ে | টিভিএ | তেলুগু |
Year | Song | Film | Language | Composer |
---|---|---|---|---|
২০১০ | পয়সা | আইডন্ডলা আইদু | কন্নড় | অভিজিৎ-জো |
২০১১ | এদো অনুকুন্তে | আলা মোদালাইন্ডি | তেলুগু মালয়ালম |
কল্যাণী মালিক |
২০১১ | আম্মামো আমো | তেলুগু মালয়ালম |
কল্যাণী মালিক | |
২০১২ | ওহ প্রিয়া প্রিয়া | ইশক | তেলুগু | অনুপ রুবেনস |
২০১২ | পায়াসাম | পপিন্স | মালয়ালম | রতিশ ভেগা |
২০১৩ | আরেরে আরেরে | জবরদস্ত | তেলুগু | এস থামান |
২০১৩ | দূরে দূরে | নাতোলি অরু ছেরিয়া মিনাল্লা | মালয়ালম | অভিজিৎ |
২০১৩ | মোদালা মালেয়ান্তে (ডুয়েট) | ময়না | কন্নড় | জেসি গিফট |
২০১৩ | তু হি রে | গুন্ডে জারি গাল্লান্থাইন্ডে | তেলুগু | অনুপ রুবেনস |
২০১৩ | হাই মাই নেম ইজ মালিনী | মালিনী ২২ পালায়ামকোট্টাই | তামিল | অরবিন্দ ও শঙ্কর |
২০১৩ | কান্নির তুলিয়ে (ডুয়েট) | তামিল | ||
২০১৩ | মাদারথাম্মা | তামিল | ||
২০১৩ | হাই মাই নেম ইজ মালিনী | মালিনী ২২ | তেলুগু | |
২০১৩ | নাভভি কালুভা (ডুয়েট) | তেলুগু | ||
২০১৩ | জেনালি | তেলুগু |
বছর | পুরস্কার | বিভাগ | মনোনীত চলচ্চিত্র | ফলাফল | তথ্যসূত্র |
---|---|---|---|---|---|
২০১০ | নন্দী চলচ্চিত্র পুরস্কার | সেরা অভিনেত্রী | আলা মোদালাইন্ডি | বিজয়ী | |
২০১১ | দ্য হায়দারাবাদ টাইমস চলচ্চিত্র পুরস্কার | সম্ভাবনাময় নবাগতা অভিনেত্রী | আলা মোদালাইন্ডি | বিজয়ী | [১৭] |
২০১১ | ফিল্মফেয়ার পুরস্কার | সেরা পার্শ্ব অভিনেত্রী | উরুমি | মনোনীত | |
২০১২ | ঠিক্কারিসি ফাউন্ডেশন পুরস্কার | সেরা জনপ্রিয় অভিনেত্রী | বিজয়ী | [১৮][১৯] | |
২০১২ | উগাদি পুরস্কার | সেরা অভিনেত্রী | আলা মোদালাইন্ডি | বিজয়ী | [২০] |
২০১৩ | বনিতা চলচ্চিত্র পুরস্কার | সেরা জুটি | উস্তাদ হোটেল | বিজয়ী | [২১] |
২০১৪ | ফিল্মফেয়ার পুরস্কার | সেরা অভিনেত্রী | গুন্ডে জারি গাল্লান্থাইন্ডে | বিজয়ী |