নিরোশান পেরেরা | |
---|---|
পুত্তালাম জেলার সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ২০১০ – ২০২৪ | |
ব্যক্তিগত বিবরণ | |
জাতীয়তা | শ্রীলঙ্কান |
রাজনৈতিক দল | সংযুক্ত জাতীয় দল |
নিরোশান পেরেরা হলেন একজন শ্রীলঙ্কান রাজনীতিবিদ, যিনি ২০১০ সাল থেকে শ্রীলঙ্কার আইনসভায় পুত্তালাম জেলার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি দেশটির সংযুক্ত জাতীয় দলের রাজনীতির সাথে যুক্ত।[১][২] তিনি পুত্তালাম জেলার সাবেক সংসদ সদস্য লারিনে পেরেরার সন্তান।[৩]