নির্বাচক মণ্ডলী (মূল ইংরেজি পরিভাষায় ইলেকটোরাল কলেজ) বলতে মার্কিন যুক্তরাষ্ট্রে পরোক্ষভাবে রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়াটিকে বোঝায়, যার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ও মার্কিন যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রপতি নির্বাচন করা হয়। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের ২নং অনুচ্ছেদ দ্বারা প্রতিষ্ঠিত। প্রথম ধাপে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সরাসরি ভোটে নির্বাচক মণ্ডলীর সদস্যরা নির্বাচিত হন। কোনও অঙ্গরাজ্যে যে প্রার্থী আপেক্ষিক সংখ্যাগরিষ্ঠতায় জয়ী হন, সেই অঙ্গরাজ্যের সব নির্বাচক মণ্ডলীর ভোটই সেই প্রার্থী লাভ করেন।[১][২] মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের দ্বাদশ সংশোধনীর মাধ্যমে নির্বাচক মণ্ডলীর প্রতিটি সদস্য রাষ্ট্রপতির জন্য একটি ও উপ-রাষ্ট্রপতির জন্য আরেকটি ভোট প্রদান করার ক্ষমতা লাভ করেন।[৩]
মার্কিন রাষ্ট্রপতি আলেকজান্ডার হ্যামিল্টন নির্বাচক মণ্ডলী পদ্ধতি চালু করেন।