নির্মল কুমার | |
---|---|
নির্মল কুমার চক্রবর্তী | |
জন্ম | [১] | ১৪ ডিসেম্বর ১৯২৮
পেশা | অভিনেতা |
কর্মজীবন | ১৯৪৭—বর্তমান |
পরিচিতির কারণ | কমললতা (১৯৬৯) লাখো কী বাত (১৯৮৪) বাজি (১৯৫১)[২] |
দাম্পত্য সঙ্গী | মাধবী মুখোপাধ্যায়[৩] |
সন্তান | ২ কন্যা[৪] |
নির্মল কুমার পুরো নাম নির্মলকুমার চক্রবর্তী (জন্ম: ১৪ ডিসেম্বর ১৯২৮) হলেন ভারতের বাংলা ও হিন্দি চলচ্চিত্র জগতের একজন বাঙালি অভিনেতা। তিনি বাংলা চলচ্চিত্র অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়কে বিবাহ করেন [৫] এবং তাদের দুই কন্যা সন্তান - মিমি ভট্টাচার্য ও ঝুমি চক্রবর্তী। নির্মল কুমার ১৯৬৯ খ্রিস্টাব্দে মুক্তিপ্রাপ্ত কমললতা ছায়াছবিতেএক মুসলমান কবি গহর গোঁসাই-এর চরিত্রে অভিনয় করেন। অসম্ভব রকমের জয়প্রিয় হয়েছিল চরিত্রটি।[৬] সেজন্য তিনি বি এফ জে অ্যাওয়ার্ড লাভ করেন।[১] নির্মল কুমার বহু ব্যবসাসফল ছবিতে অভিনয় করেছেন।
বছর | শিরোনাম | পরিচালক | ভূমিকা | |
---|---|---|---|---|
১৯৫৫ | উপহার | তপন সিংহ | সুনীল | |
১৯৫৫ | কালিন্দী | নরেশ মিত্র | ||
১৯৫৯ | ক্ষণিকের অতিথি | তপন সিংহ | ||
১৯৬১ | মধ্য রাতের তারা | পিনাকীভূষণ মুখোপাধ্যায় | ||
১৯৬৪ | লাল পাথর | সুশীল মুখোপাধ্যায় | ||
১৯৬৯ | কমললতা | হরিসাধন দাশগুপ্ত | কবি গহর গোঁসাই | |
১৯৮২ | আদালত ও একটি মেয়ে | তপন সিংহ | ||
১৯৮২ | অগ্নি সম্ভবা | সুশীল মজুমদার | ||
১৯৮৯ | আশা ও ভালোবাসা | |||
১৯৮৯ | মনে মনে | |||
১৯৮৯ | অপরাহ্নের আলো | |||
১৯৯০ | আপন আমার আপন | তরুণ মজুমদার | ||
১৯৯১ | সাধারণ মেয়ে | সমিত ভঞ্জ | ||
১৯৯১ | বউরাণী | ভবেশ কুণ্ডু | ||
১৯৯৩ | পৃথিবীর শেষ স্টেশন | ললিত মুখোপাধ্যায় | ||
১৯৯৪ | রক্তনদীর ধারা | রাম মুখোপাধ্যায় | ||
১৯৯৫ | প্রতিধ্বনি | অনুপ সেনগুপ্ত | ||
১৯৯৫ | রঙ্গীন বসন্ত | সন্দীপ চ্যাটার্জী | ||
১৯৯৬ | তারিনী তারা মা | |||
১৯৯৬ | লাঠি | প্রভাত রায় | ||
১৯৯৬ | বিয়ের ফুল | |||
১৯৯৬ | সিঁথির সিন্দুর | অনুপ সেনগুপ্ত | ||
১৯৯৭ | দাবিদার | শ্যামল বসু | ||
১৯৯৭ | নির্জন দ্বীপ | স্বপন কুমার | ||
১৯৯৭ | শ্রীমান ভূতনাথ | অমল রায় ঘটক | ||
২০০০ | কলঙ্কিনী বধূ | কালিদাস মহালনবীশ | ||
২০০১ | প্রতিবাদ | হরনাথ চক্রবর্তী | প্রতাপ মিত্র (রানার পিতা) | |
২০০২ | বরকনে | |||
২০০৩ | রক্ত বন্ধন | |||
২০০৪ | অন্যায় অত্যাচার | স্বপন সাহা | ||
২০০৪ | ওয়ারিশ[১] | কৌশিক গঙ্গোপাধ্যায় | ||
২০০৬ | ফালতু [১] | অঞ্জন দাস | পুরোহিত | |
২০০৮ | এক নদীর গল্প | সমীর চন্দ | ||
২০০৯ | যেখানে আশ্রয় | অমিতাভ মিত্র | ||
২০১৪ | ধমক | নির্মল কুমার |
বছর | ফিল্ম | পরিচালক | ভূমিকা |
---|---|---|---|
১৯৫১ | বাজি | গুরু দত্ত | |
১৯৭১ | কহীঁ আর কহীঁ পার | মারুতি রাও | |
১৯৮৪ | লাখো কী বাত | বাসু চ্যাটার্জী | নির্মল কুমার |