নিল অ্যাডকক

নিল অ্যাডকক
ব্যক্তিগত তথ্য
জন্ম৮ মার্চ ১৯৩১
মৃত্যু৬ জানুয়ারি ২০১৩
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি ফাস্ট
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট প্রথম-শ্রেণী
ম্যাচ সংখ্যা ২৬ ৯৯
রানের সংখ্যা ১৪৬ ৪৫১
ব্যাটিং গড় ৫.৪০ ৫.৫০
১০০/৫০ ০/০ ০/০
সর্বোচ্চ রান ২৪ ৪১
বল করেছে ৬৩৯১ ১৯৭০৮
উইকেট ১০৪ ৪০৫
বোলিং গড় ২১.১০ ১৭.২৫
ইনিংসে ৫ উইকেট ১৯
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং ৬/৪৩ ৮/৩৯
ক্যাচ/স্ট্যাম্পিং ৪/- ২৪/-

নিল অ্যাডকক (ইংরেজি: Neil Adcock; জন্ম: ৮ মার্চ, ১৯৩১ - মৃত্যু: ৬ জানুয়ারি, ২০১৩) একজন দক্ষিণ আফ্রিকান আন্তর্জাতিক ক্রিকেটার যিনি ২৬টি টেস্ট ম্যাচ খেলেছেন।[] দক্ষিণ আফ্রিকার হয়ে মাত্র ২৬ টেস্ট খেলেই নিয়েছেন ১০৪ উইকেট। গড় ছিল ২১.১০! তিনি প্রথম দক্ষিণ আফ্রিকান খেলোয়াড় যিনি টেস্ট এ ১০০ উইকেট লাভ করেন।

৯৯টি প্রথম-শ্রেণীর ম্যাচে তিনি ৪০৫ উইকেট নিয়েছিলেন ১৭.২৫ গড়ে। ক্রিকেট জীবন থেকে অবসর নেয়ার পর অ্যাডকক ধারাভাষ্যকার হিসেবে যোগ দিয়েছিলেন রেডিওতে। ১৯৬০ সালে ইংল্যান্ডে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ২৬ উইকেট নিয়ে পরের বছর উইজডেনের বর্ষসেরা পাঁচ ক্রিকেটারের একজন হয়েছিলেন তিনি।

২০১৩ সালের ৬ জানুয়ারি, ৮১ বছর বয়সে মারা যান নিল অ্যাডকক।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Bernstein, Jenny (২০১১-০৪-২০)। "Fast-bowling great Neil Adcock dies - Yahoo! News South Africa"। Za.news.yahoo.com। ২০১৩-০২-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০১-০৬ 
  2. চলে গেলেন অ্যাডকক[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]