নীহারিকা কোনিডেলা | |
---|---|
জন্ম | [১] | ১৮ ডিসেম্বর ১৯৯৩
পেশা | |
কর্মজীবন | ২০১৫–বর্তমান |
দাম্পত্য সঙ্গী | চৈতন্য জোন্নালগড্ডা (বি. ২০২০; বিচ্ছেদ. ২০২৩) |
পিতা-মাতা |
|
আত্মীয় | লাবণ্য ত্রিপাঠী (বৌদি) |
নীহারিকা কোনিডেলা (ইংরেজি: Niharika Konidela; জন্ম ১৮ ডিসেম্বর ১৯৯৩) একজন ভারতীয় অভিনেত্রী এবং টেলিভিশন উপস্থাপক, যিনি মূলত তেলুগু চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি ওকা মানাসু (২০১৬) চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন।[২] তিনি তার ব্যানার "পিঙ্ক এলিফ্যান্ট পিকচার্স"-এর অধীনে চলচ্চিত্র এবং ওয়েব ধারাবাহিকও নির্মাণ করেন।
নীহারিকা কোনিডেলা অভিনেতা ও প্রযোজক নগেন্দ্র বাবুর মেয়ে।[৩] তিনি অভিনেতা চিরঞ্জীবী এবং পবন কল্যাণের ভাগ্নি। তার ভাই বরুণ তেজ এবং চাচাতো ভাই রাম চরণ, সাঁই ধর্ম তেজ, অল্লু অর্জুন, অল্লু শিরিশ, এবং বৈষ্ণব তেজ-ও তেলুগু চলচ্চিত্রের অভিনেতা।
তিনি ২০২০ সালের ডিসেম্বর উদয়পুরের ওবেরয় উদয়ভিলাসে চৈতন্য জোন্নালগড্ডার সঙ্গে বিবাহে আবদ্ধ হয়েছেন।[৪][৫]
বছর | শিরোনাম | ভূমিকা | ভাষা | মন্তব্য | সূত্র |
---|---|---|---|---|---|
২০১৬ | ওকে মানাসু | সন্ধ্যা | তেলুগু | [৬] | |
২০১৮ | ওরু নল্লা নাল পাথু সলরেন | সৌমিয়া (অভয়ালক্ষ্মী) | তামিল | [৭] | |
হ্যাপি ওয়েডিং | অক্ষরা | তেলুগু | [৮] | ||
২০১৯ | সূর্যকান্তম | সূর্যকান্তম | তেলুগু | [৯] | |
সাই রা নরসিমহা রেড্ডি | ভাগ্যম | তেলুগু | [১০] |
বছর | শিরোনাম | ভূমিকা | মন্তব্য | সূত্র |
---|---|---|---|---|
২০১৫ | ধী জুনিয়র | উপস্থাপক | নৃত্য অনুষ্ঠান | [১১] |
২০১৬ | মুদ্দাপ্পু আভাকাই | আশা | প্রযোজক-ও | [১২] |
২০১৮ | নান্না কুচি | তারা | জি৫ ধারাবাহিল, প্রযোজক-ও | [১৩] |
২০১৯ | ম্যাডহাউজ | মীনা | প্রযোজক-ও | |
২০২১ | ওকা চিন্না ফ্যামিলি স্টোরি | — | জি৫ ধারাবাহিক, শুধু প্রযোজক |