নুসরাত বদর (মৃত্যু ২৪ জানুয়ারী ২০২০[১]) একজন গীতিকার ছিলেন, যিনি ১০৮টি ছবিতে ৮১৭টি গানের গীতিকার হিসেবে বেশিরভাগ বলিউড চলচ্চিত্রে কাজ করেছিলেন। তিনি ২০০২ সালে দেবদাস চলচ্চিত্রের "দোলা রে দোলা" গানটির জন্য শ্রেষ্ঠ গীতিকার বিভাগে ফিল্মফেয়ার পুরস্কারের জন্য মনোনীত হন।[২] তিনি ছিলেন ভারতীয় কবি বশীর বদরের পুত্র।[৩]
চলচ্চিত্র:
দেবদাস থেকে "দোলা রে" এর জন্য ২০০২ সালে শ্রেষ্ঠ গীতিকারের জন্য ফিল্মফেয়ার পুরস্কারের জন্য মনোনীত হন।