নূর আলম খলিল আমিনী | |
---|---|
ব্যক্তিগত তথ্য | |
জন্ম | ১৮ ডিসেম্বর ১৯৫২ |
মৃত্যু | ৩ মে ২০২১[১] | (বয়স ৬৮)
ধর্ম | ইসলাম |
প্রধান আগ্রহ | আরবি সাহিত্য |
যেখানের শিক্ষার্থী | |
মুসলিম নেতা | |
পুরস্কার | প্রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অফ অনার ২০১৭ (অনু. রাষ্ট্রপতি প্রশংসাপত্র ২০১৭) |
দেওবন্দি আন্দোলন |
---|
সিরিজের অংশ |
নূর আলম খলিল আমিনী (১৮ ডিসেম্বর ১৯৫২ — ৩ মে ২০২১) একজন ভারতীয় সুন্নি মুসলিম পণ্ডিত এবং দারুল উলুম দেওবন্দের আরবি ভাষা ও সাহিত্যের সিনিয়র অধ্যাপক। তার বই ফিলিস্তিন ফি ইন্তিজারি সালাহিদিন আসাম বিশ্ববিদ্যালয়ে ডক্টরেট অধ্যয়নের বিষয় ছিল এবং তার বই মিফতাহুল আরব বিভিন্ন মাদ্রাসায় দরসে নিজামী পাঠ্যক্রমের অংশ। তিনি মাসিক আদ দাঈ–এর সম্পাদক ছিলেন।[২][৩]
নূর আলম খলিল আমিনী ১৯৫২ সালের ১৮ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তিনি মাদ্রাসা ইমদাদিয়া দারভাঙ্গা, দারুল উলুম মৌ এবং দারুল উলুম দেওবন্দে পড়াশোনা করেন। ১৯৭০ সালে তিনি ঐতিহ্যবাহী দরসে নিজামী অধ্যয়নে স্নাতকের জন্য কাশ্মীরি গেটের মাদ্রাসা আমিনিয়ায় চলে যান। তার শিক্ষকদের মধ্যে রয়েছেন ওয়াহিদুজ্জামান কিরানভি এবং সৈয়দ মুহাম্মদ মিয়াঁ দেওবন্দী।[৪]
খলিল আমিনী দারুল উলুম দেওবন্দে আরবি সাহিত্য বিষয়ক অধ্যাপক এবং মাসিক আরবি পত্রিকা আল-দাই-এর সম্পাদক।[৫] তিনি ২০১৭ সালে প্রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অফ অনার লাভ করেন।[৬]
২০২১ সালের ৩ মে তিনি মৃত্যুবরণ করেন।[৭]
মাসিক আরবি জার্নাল ছাড়াও আমিনীর রচনাগুলোর মধ্যে রয়েছে:[৮]