টেলড্ ল্যাবরিন্থ[২] (বৈজ্ঞানিক নাম: Neope bhadra (Moore)) প্রজাতি নিমফ্যালিডি (Nymphalidae) গোত্র ও 'স্যাটিরিনি' (Satyrinae) উপ-গোত্রের অন্তর্ভুক্ত প্রজাপতি।[৩]
প্রসারিত অবস্থায় টেলড্ ল্যাবরিন্থ এর ডানার আকার ৮০-১০০ মিলিমিটার দৈর্ঘ্যের হয়।[৩]
টেলড্ ল্যাবরিন্থ এর প্রজাতিগুলো হলো:
- Neope bhadra bhadra
- Neope bhadra subflava Zhou, 1994
এই প্রজাতি ভারত এর সিকিম[৪] থেকে অরুনাচল প্রদেশ[৫], নেপাল, ভূটান এবং মায়ানমার এর বিভিন্ন অঞ্চলে দেখা যায়।[৩]
- ↑ "Neope Moore, [1866]" at Markku Savela's Lepidoptera and Some Other Life Forms
- ↑ "Neope bhadra (Moore, [1858]) - Tailed Labyrinth"। Butterflies of India। সংগ্রহের তারিখ ২৫ মে ২০২৩।
- ↑ ক খ গ Isaac, Kehimkar (২০১৬)। BHNS Field Guides Butterflies of India। Mumbai: Bombay Natural History Society। পৃষ্ঠা 379। আইএসবিএন 9789384678012।
- ↑ R.K., Varshney; Smetacek, Peter (২০১৫)। A Synoptic Catalogue of the Butterflies of India। New Delhi: Butterfly Research Centre, Bhimtal & Indinov Publishing, New Delhi। পৃষ্ঠা 170। আইএসবিএন 978-81-929826-4-9। ডিওআই:10.13140/RG.2.1.3966.2164।
- ↑ Sondhi, S. & K. Kunte(2016). Butterflies (Lepidoptera) of the Kameng Protected Area Complex, western Arunachal Pradesh, India. Journal of Threatened Taxa 8(8): 9053–9124; http://dx.doi.org/10.11609/jott.2984.8.8.9053-9124
উইকিমিডিয়া কমন্সে
নেওপে ভাদ্র সংক্রান্ত মিডিয়া রয়েছে।