নেপালি কংগ্রেস নেপালি কংগ্রেস | |
---|---|
সংক্ষেপে | নে.কা. |
চেয়ারম্যান | শের বাহাদুর দেউবা |
উপ-সভাপতি | পূর্ণবাহাদুর খড্কা ধনরাজ গুরুঙ |
মহামন্ত্রী | গগন থাপা বিশ্বপ্রকাশ শর্মা [১] |
মুখপাত্র | [১] |
প্রতিষ্ঠাতা | বীপী কোইরালা र अन्य |
প্রতিষ্ঠা | ৯ এপ্রিল ১৯৫০ |
একীভূতকরণ | নেপালি জাতীয কংগ্রেস নেপাল লোকতান্ত্রীক কংগ্রেস |
সদর দপ্তর | বীপী স্মৃতি ভবন, বীপী নগর, ললিতপুর, নেপাল[২] |
ছাত্র শাখা | নেপাল শিক্ষার্থি সংঘ |
যুব শাখা | নেপাল তরুণ দল |
মহিলা শাখা | নেপাল মহিলা সংঘ |
সদস্যপদ | ৮৫২,৭১১ (২০২১)[৩] |
ভাবাদর্শ | বর্তমান: সামাজিক লোকতান্ত্র[৪] ঐতিহাসিক: লোকতান্ত্রীক সমাজবাদ[৪] |
রাজনৈতিক অবস্থান | বর্তমান: কেন্দ্রপন্থী[৫] থেকে মধ্য বাম ঐতিহাসিক: মধ্য বাম থেকে বামপন্থী |
আন্তর্জাতিক অধিভুক্তি | সোশালিস্ট ইন্টারন্যাশনাল গতিশীল জোট |
আনুষ্ঠানিক রঙ | |
প্রতিনিধি সভা | ৬৩ / ২৭৫ |
রাষ্ট্রীয় সভা | ৭ / ৫৯ |
প্রদেশ সভা | ১১৪ / ৫৫০ |
নির্বাচনী প্রতীক | |
দলীয় পতাকা | |
ওয়েবসাইট | |
www | |
নেপালের রাজনীতি |
নেপালি কংগ্রেস (नेपाली कांग्रेस) নেপালের একটি সমাজবাদী গণতান্ত্রিক রাজনৈতিক দল। 'নেপাল জাতীয় কংগ্রেস' এবং 'নেপাল গণতান্ত্রিক কংগ্রেস' ১৯৫০ সালে একীভূত হয়ে এই দলটি প্রতিষ্ঠা করে। দলটির নেতা হলেন শের বাহাদুর দেউবা। দলটির তরুণ সংগঠন হল নেপাল তরুণ দল। ১৯৯৯ সালের সংসদীয় নির্বাচনে দলটি ৩২১৪৭৮৬ ভোট পেয়েছিল (৩৭.১৭%, ১১১টি আসন)। দলটি সোশালিস্ট ইন্টারন্যাশনাল নামক সমাজবাদী আন্তর্জাতিক সংগঠনের সাথে জড়িত।