নেপালের কমিউনিস্ট পার্টি (সংযুক্ত মার্কসবাদী) नेपाल कम्युनिष्ट पार्टी (संयुक्त मार्क्सवादी) | |
---|---|
সভাপতি | হেমন্ত বি. সি.[১] |
সচিব | লোক নারাযণ সুবেদী[১] |
প্রতিষ্ঠা | ২০০৫ |
ভাঙ্গন | ২০১৩ |
একীভূতকরণ | নেকপা (সংযুক্ত) নেকপা (মার্কসবাদী) |
পরবর্তী | নেপালের কমিউনিস্ট পার্টি (২০১৩) |
ছাত্র শাখা | নেপাল প্রগতিশীল বিদ্যার্থী মহাসঙ্ঘ |
ভাবাদর্শ | সাম্যবাদ, মার্কসবাদ |
রাজনৈতিক অবস্থান | বামপন্থী রাজনীতি |
নির্বাচনী প্রতীক | |
![]() | |
দলীয় পতাকা | |
![]() | |
নেপালের রাজনীতি |
নেপালের কমিউনিস্ট পার্টি (সংযুক্ত মার্কসবাদী), नेपाल कम्युनिस्ट पार्टी (संयुक्त मार्क्सवादी)) নেপালের একটি সাম্যবাদী রাজনৈতিক দল যা ২০০৫ থেকে ২০১৩ পর্যন্ত বিদ্যমান ছিল।।
নেপালের কমিউনিস্ট পার্টি (সংযুক্ত) এবং নেপালের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) ২০০৫ সালে একীভূত হয়ে এই দলটি প্রতিষ্ঠা করে।[২] ২০০৬ সালের নেপালী বিপ্লবের সময় দলটি সংযুক্ত বামমোর্চার সদস্য ছিল।
সিপিএন (সংযুক্ত) এর সাধারণ সম্পাদক বিষ্ণু বাহাদুর মানন্ধর পার্টির সাধারণ সম্পাদক ছিলেন কিন্তু পরে পদত্যাগ করেন এবং সিপিএন (মার্কসবাদী) এর সভাপতি প্রভু নারায়ণ চৌধুরী ছিলেন দলের সভাপতি। প্রতিষ্ঠাকালীন একীকরণ সম্মেলনে ৩৪ সদস্যের কেন্দ্রীয় কমিটি এবং ৮২ সদস্যের জাতীয় কাউন্সিলও নির্বাচিত হয়।[৩] সিপিএন (সংযুক্ত মার্কসবাদী)-এর ট্রেড ইউনিয়ন শাখা ছিল নেপাল প্রগ্রেসিভ ট্রেড ইউনিয়ন ফেডারেশন (এনপিটিইউএফ) এবং পার্টির ছাত্র শাখা ছিল নেপাল প্রগ্রেসিভ স্টুডেন্ট ফেডারেশন (এনপিএসএফ)।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |