নেবেথেতেপেত(nb.t-ḥtp.t) ছিলেন একজন প্রাচীন মিশরীয় দেবী। তাঁর নামের অর্থ "পূজা-উৎসর্গের দেবী" বা "সন্তুষ্ট নারী"। হেলিওপোলিসেআমুনের নারী প্রতিরূপ হিসেবে তাঁকে পূজা করা হত। তিনি ছিলেন সৃষ্টির নারীসত্ত্বা আমুনের হাতের মূর্তিরূপ। কিন্তু সেটুকু ছাড়া তাঁর গুরুত্ব বিশেষ ছিল না।[১]