নোফোয়ালি'ই | |
---|---|
গ্রাম | |
স্থানাঙ্ক: ১৩°৪৯′ দক্ষিণ ১৭১°৫৮′ পশ্চিম / ১৩.৮১৭° দক্ষিণ ১৭১.৯৬৭° পশ্চিম | |
দেশ | সামোয়া |
জেলা | আ'আনা |
নোফোয়ালি'ই হল সামোয়ান দ্বীপের উপোলুর একটি গ্রাম।[১] এটি দ্বীপের উত্তর-পশ্চিম উপকূলে ফাসিটো'ও উটা এবং লিউলুময়েগার মধ্যে অবস্থিত। এটি ফালেওলো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ষষ্ঠ গ্রাম। গ্রামটি আ'আনো আলোফি ৩ নির্বাচনী এলাকার (ফাইপুলে জেলা) অংশ, যা বৃহত্তর আ'আনা রাজনৈতিক জেলার অংশ।[২]
নোফোয়ালি'ই এর জনসংখ্যা হল ২,০১৮ জন।[৩] ৩১ জানুয়ারি ২০১৯ পর্যন্ত, নোফোয়ালি'র পুলেনুউ ছিলেন ওতেমাই লিউ অসেজ; তবে সামোয়ান সরকার এর বিরুদ্ধে কথা বলার জন্য তাকে বরখাস্ত করে।[৪]
২০১৮ সালে, প্রাক্তন প্রধানমন্ত্রী, Tuiatua Tupua Tamasese Efi কে গ্রাম থেকে নির্বাসিত করা হয়েছিল। [৫]