এই নিবন্ধটি অত্যন্ত সংক্ষিপ্ত।(জানুয়ারি ২০২১) |
গণপ্রজাতন্ত্রী চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেস 中华人民共和国全国人民代表大会 Zhōnghuá Rénmín Gònghéguó Quánguó Rénmín Dàibiǎo Dàhuì | |
---|---|
ধরন | |
ধরন | |
ইতিহাস | |
শুরু | ১৯৫৪ |
গঠন | |
রাজনৈতিক দল | ফেব্রুয়ারি ২০১৯ থেকে
সরকার (২১১৯): NCP সদস্য
|
রাজনৈতিক দল | মার্চ ২০১৯ থেকে: NPCSC সরকার (১২১):কমিউনিস্ট পার্টি (১২১) নির্দলীয় ও অন্যান্য (৫৪) |
ন্যাশনাল পিপলস কংগ্রেস হল গণপ্রজাতন্ত্রী চীনের রাষ্ট্রীয় ক্ষমতার সর্বোচ্চ কক্ষ। ২০১৮ খ্রিস্টাব্দে ২৯৮০ জন প্রতিনিধি নিয়ে গঠিত এই সংসদ হল পৃথিবীর সবচেয়ে বড় সংসদ ভবন (ইংরেজি : Parliamentary body)।[১] এই সংসদ ভবনের কার্যকলাপ বছরে দুবার (এক সপ্তাহ করে) সম্পূর্ণ ভাবে চলে। এই কার্যকলাপ চলাকালীন দেশের বিভিন্ন বিল সম্পর্কিত মতদান ও আলোচনা হয় প্রতিনিধিদের মধ্যে। এটি ১৯৫৪ সালে গঠিত হয়।