ভারতে ২০০৯ সালের সাধারণ নির্বাচনে নির্বাচিত পঞ্চদশ লোকসভার সদস্যবর্গ:
সূত্র: বিভিন্ন সংবাদসংস্থা[২][৩][৪][৫]
নতুন সংযুক্ত প্রগতিশীল জোট (ইউপিএ) ক্যাবিনেটে ৭৯ জন সদস্য রয়েছেন (প্রধানমন্ত্রী মনমোহন সিংহ ও তার সহযোগী ৭৮ জন সদস্য)। মনমোহন সিংহ সহ ২০ জন ক্যাবিনেট মন্ত্রী ২০০৯ সালের ২২ মে এবং অপর ৫৯ জন ক্যাবিনেট মন্ত্রী ২০০৯ সালের ২৭ মে শপথ গ্রহণ করেন। এই মন্ত্রিসভার ৫ জন অ-কংগ্রেসি ক্যাবিনেট মন্ত্রী হলেন ডিএমকে'র দয়ানিধি মারান ও এম. কে. আঝাগিরি, তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়, এনসিপি'র শরদ পওয়ার ও ন্যাশানাল কনফারেন্সের ফারুক আবদুল্লা।
দল | ক্যাবিনেট মন্ত্রী | প্রতিমন্ত্রী | মোট সংখ্যা |
---|---|---|---|
ভারতীয় জাতীয় কংগ্রেস | ২৭ | ৩২ | ৫৯ |
দ্রাবিড় মুন্নেত্র কড়গম | ৩ | ৪ | ৭ |
তৃণমূল কংগ্রেস | ১ | ৬ | ৭ |
জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি | ১ | ২ | ৩ |
জম্মু ও কাশ্মীর ন্যাশানাল কনফারেন্স | 1 | 0 | 1 |
মুসলিম লিগ | ০ | ১ | ১ |
মোট | ৩৩ | ৪৫ | ৭৮ |
রাজ্য | ক্যাবিনেট মন্ত্রী | প্রতিমন্ত্রী (স্বা) | প্রতিমন্ত্রী | মোট |
---|---|---|---|---|
মহারাষ্ট্র | ৫ | ২ | ২ | ৯ |
তামিলনাড়ু | ৫ | ০ | ৪ | ৯ |
পশ্চিমবঙ্গ | ২ | ০ | ৭ | ৯ |
কেরল | ২ | ০ | ৪ | ৬ |
অন্ধ্রপ্রদেশ | ১ | ১ | ৪ | ৬ |
মধ্যপ্রদেশ | — | — | — | ৪ |
কর্ণাটক | ৩ | ০ | ১ | ৪ |
বিহার | — | — | — | ৩ |
হিমাচল প্রদেশ | — | — | — | ২ |
মেঘালয় | — | — | — | ২ |
ঝাড়খণ্ড | — | — | — | ১ |
একই পরিবার থেকে নির্বাচিত পঞ্চদশ লোকসভার সদস্যেরা হলেন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য)
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য)[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]