চালুক্য রাজবংশ |
---|
পঞ্চম বিক্রমাদিত্য (রাজত্বকাল: ১০০৮–১০১৫ খ্রিস্টাব্দ) রাজা সত্যাশ্রয়ের পরে পশ্চিম চালুক্য সিংহাসনে আরোহণ করেন। তাঁর জন্মগত নাম ছিল দশবর্মণ (ওরফে যশোবর্মণ)। তিনি ছিলেন এই রাজবংশের প্রতিষ্ঠাতা দ্বিতীয় তৈলপ ও তাঁর পত্নী ভাগ্যবতীর কনিষ্ঠ পুত্র।[১] সত্যাশ্রয়ের ভ্রাতুষ্পুত্র পঞ্চম বিক্রমাদিত্যের নাতিদীর্ঘ রাজত্বকাল ছিল ঘটনাবিরল। তাঁর পরে তাঁর ভ্রাতা দ্বিতীয় জয়সিংহ ১০১৫ খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করেন।
পূর্বসূরী সত্যাশ্রয় |
পশ্চিম চালুক্য ১০০৮–১০১৫ |
উত্তরসূরী দ্বিতীয় জয়সিংহ |