পঞ্চায়েত | |
---|---|
![]() প্রচারণামূলক পোস্টার | |
ধরন | হাস্যরসাত্মক নাট্য |
লেখক | চন্দন কুমার |
পরিচালক | দীপক কুমার মিশ্র |
শ্রেষ্ঠাংশে |
|
আবহ সঙ্গীত রচয়িতা | অনুরাগ সাইকিয়া |
দেশ | ভারত |
মূল ভাষা | হিন্দি |
মৌসুমের সংখ্যা | ৩ |
পর্বের সংখ্যা | ২৪ (পর্বের তালিকা) |
নির্মাণ | |
নির্বাহী প্রযোজক | সমীর সাক্সেনা |
চিত্রগ্রাহক | অমিতাভ সিং |
সম্পাদক | অমিত কুলকার্নি |
স্থিতিকাল | ২০–৪৫ মিনিট |
নির্মাণ প্রতিষ্ঠান | দ্য ভাইরাল ফিভার |
মুক্তি | |
নেটওয়ার্ক | অ্যামাজন প্রাইম ভিডিও |
মুক্তি | ৩ এপ্রিল ২০২০ বর্তমান | –
পঞ্চায়েত একটি ভারতীয় হিন্দি ভাষার হাস্যরসাত্মক–নাট্য ওয়েব ধারাবাহিক, যা অ্যামাজন প্রাইম ভিডিও-এর জন্য দ্য ভাইরাল ফিভার দ্বারা নির্মিত হয়েছে। চন্দন কুমারের লেখা ধারাবাহিকটি পরিচালনা করেছেন দীপক কুমার মিশ্র, যেটিতে অভিনয় করেছেন জিতেন্দ্র কুমার, রঘুবীর যাদব, নীনা গুপ্তা, চন্দন রায়, ফয়সাল মালিক প্রমুখ।
পঞ্চায়েত ২০২০ সালের ৩ এপ্রিল অ্যামাজন প্রাইম ভিডিওতে প্রিমিয়ার হয়েছিল।[১] ধারাবাহিকটি অধিকাংশ সমালোচকদের কাছ থেকে ইতিবাচক মন্তব্য পেয়েছিল।[২] ফিল্মফেয়ার ওটিটি পুরস্কারের উদ্বোধনী অনুষ্ঠানে ধারাবাহিকটি শ্রেষ্ঠ অভিনেত্রী ব্যতিত হাস্যরসাত্মক ধারাবাহিক বিভাগে সমস্ত মনোনয়ন জিতে নেয়। ধারাবাহিকটির জন্য চন্দন কুমার শ্রেষ্ঠ মৌলিক গল্প, চিত্রনাট্য ও সংলাপের জন্যও মনোনীত হয়েছিল, যদিও এতে তিনি জয়ী হননি।[৩]
ধারাবাহিকটির দ্বিতীয় মৌসুম ১৮ মে, ২০২২ এবং তৃতীয় মৌসুম ২৮ মে, ২০২৪-এ মুক্তি পায়।
মৌসুম | পর্ব | মূল মুক্তি | |||
---|---|---|---|---|---|
১ | ৮ | ৩ এপ্রিল ২০২০ | |||
২ | ৮ | ১৮ মে ২০২২[৮] | |||
৩ | ৮ | ২৮ মে ২০২৪ |
নং. | শিরোনাম | পরিচালক | লেখক | মূল সম্প্রচারের তারিখ |
---|---|---|---|---|
১ | "গ্রাম পঞ্চায়েত ফুলেরা" | দীপক কুমার মিশ্র | চন্দন কুমার | ৩ এপ্রিল ২০২০ |
২ | "ভূতা পেড়" | দীপক কুমার মিশ্র | চন্দন কুমার | ৩ এপ্রিল ২০২০ |
৩ | "চাক্কে ওয়ালি কুরসি" | দীপক কুমার মিশ্র | চন্দন কুমার | ৩ এপ্রিল ২০২০ |
৪ | "হামারা নেতা কইসা হো?" | দীপক কুমার মিশ্র | চন্দন কুমার | ৩ এপ্রিল ২০২০ |
৫ | "কম্পিউটার নাহি মনিটর" | দীপক কুমার মিশ্র | চন্দন কুমার | ৩ এপ্রিল ২০২০ |
৬ | "বহুত হুয়া সম্মান" | দীপক কুমার মিশ্র | চন্দন কুমার | ৩ এপ্রিল ২০২০ |
৭ | "লড়কা তেজ হ্যা লেকিন.." | দীপক কুমার মিশ্র | চন্দন কুমার | ৩ এপ্রিল ২০২০ |
৮ | "জব জাগো তবি সাভেরা" | দীপক কুমার মিশ্র | চন্দন কুমার | ৩ এপ্রিল ২০২০ |
নং. | শিরোনাম | পরিচালক | লেখক | মূল সম্প্রচারের তারিখ |
---|---|---|---|---|
১ | "নাচ" | দীপক কুমার মিশ্র | চন্দন কুমার | ১৮ মে ২০২২ |
২ | "বোল চাল বান্দ" | দীপক কুমার মিশ্র | চন্দন কুমার | ১৮ মে ২০২২ |
৩ | "ক্রান্তি" | দীপক কুমার মিশ্র | চন্দন কুমার | ১৮ মে ২০২২ |
৪ | "টেনশন" | দীপক কুমার মিশ্র | চন্দন কুমার | ১৮ মে ২০২২ |
৫ | "যেয়সা কো তেয়সা" | দীপক কুমার মিশ্র | চন্দন কুমার | ১৮ মে ২০২২ |
৬ | "অউকাত" | দীপক কুমার মিশ্র | চন্দন কুমার | ১৮ মে ২০২২ |
৭ | "দোস্ত ইয়ার" | দীপক কুমার মিশ্র | চন্দন কুমার | ১৮ মে ২০২২ |
৮ | "পরিবার" | দীপক কুমার মিশ্র | চন্দন কুমার | ১৮ মে ২০২২ |
নং. | শিরোনাম | পরিচালক | লেখক | মূল সম্প্রচারের তারিখ |
---|---|---|---|---|
১ | "রংবাজি" | দীপক কুমার মিশ্র | চন্দন কুমার | ২৮ মে ২০২৪ |
২ | "গাঢ্ঢা" | দীপক কুমার মিশ্র | চন্দন কুমার | ২৮ মে ২০২৪ |
৩ | "ঘর ইয়া ইট-পাত্থার?" | দীপক কুমার মিশ্র | চন্দন কুমার | ২৮ মে ২০২৪ |
৪ | "আত্মা মন্থন" | দীপক কুমার মিশ্র | চন্দন কুমার | ২৮ মে ২০২৪ |
৫ | "শান্তি সমঝোতা" | দীপক কুমার মিশ্র | চন্দন কুমার | ২৮ মে ২০২৪ |
৬ | "চিঙ্গারি" | দীপক কুমার মিশ্র | চন্দন কুমার | ২৮ মে ২০২৪ |
৭ | "শোলা" | দীপক কুমার মিশ্র | চন্দন কুমার | ২৮ মে ২০২৪ |
৮ | "হামলা" | দীপক কুমার মিশ্র | চন্দন কুমার | ২৮ মে ২০২৪ |
অ্যামাজন প্রাইম ভিডিও ২০২০ সালের জানুয়ারিতে আটটি নতুন ভারতীয় অরিজিনাল প্রকাশের ঘোষণা করে,[৯] পঞ্চায়েত সেগুলোর মধ্যে একটি।[১০][১১] পঞ্চায়েতের অফিসিয়াল ট্রেলারটি ১৯ মার্চ ২০২০-এ প্রকাশিত হয়েছিল।[১২][১৩] আট পর্বের ধারাবাহিকটি ৩ এপ্রিল ২০২০-এ প্রিমিয়ার হয়েছিল।[১৪] ২০২০ সালের মে মাসে নির্মাতারা ভক্তদের অনুরোধের পরে ধারাবাহিকের তামিল ও তেলুগু ডাব করা সংস্করণ প্রকাশ করেন।[১৫]
২৮ এপ্রিল ২০২২-এ নির্মাণ কাজ শেষ হওয়ার পরে দ্বিতীয় মৌসুম প্রকাশের ঘোষণা করা হয়েছিল। ২ মে ২০২২-এ ঘোষণা করা হয়েছিল যে, দ্বিতীয় মৌসুমটি ২০ মে ২০২২-এ প্রিমিয়ার হবে।[১৬] তবে প্রাইম ভিডিও ১৮ মে ২০২২-এ প্রকৃত প্রিমিয়ারের তারিখের দুই দিন আগেই সমস্ত পর্ব প্রকাশ করে।[৮]
তৃতীয় মৌসুম ২০২৪ সালের শুরুর দিকে মুক্তি পাবার কথা থাকলেও বিলম্বিত হয়। পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় যে, মৌসুম ৩ ২৮ মে, ২০২৪-এ মুক্তি পাবে।