নামসমূহ | |
---|---|
ইউপ্যাক নাম
Potassium arsenite
| |
শনাক্তকারী | |
ত্রিমাত্রিক মডেল (জেমল)
|
|
ইসিএইচএ ইনফোকার্ড | ১০০.০৩৩.৩৩২ |
ইসি-নম্বর | |
পাবকেম CID
|
|
কম্পটক্স ড্যাশবোর্ড (EPA)
|
|
| |
বৈশিষ্ট্য | |
AsKO2 | |
আণবিক ভর | 146.019 g/mol |
বর্ণ | white hygroscopic powder |
ঘনত্ব | 8.76 g/cm3 |
গলনাঙ্ক | ৩০০ ডিগ্রি সেলসিয়াস (৫৭২ ডিগ্রি ফারেনহাইট; ৫৭৩ kelvin) |
slightly soluble | |
ঝুঁকি প্রবণতা | |
প্রাণঘাতী ডোজ বা একাগ্রতা (LD, LC): | |
LD৫০ (মধ্যমা ডোজ)
|
14 mg/kg (oral, rat)[১] |
সুনির্দিষ্টভাবে উল্লেখ করা ছাড়া, পদার্থসমূহের সকল তথ্য-উপাত্তসমূহ তাদের প্রমাণ অবস্থা (২৫ °সে (৭৭ °ফা), ১০০ kPa) অনুসারে দেওয়া হয়েছে। | |
![]() ![]() ![]() | |
তথ্যছক তথ্যসূত্র | |
পটাশিয়াম আর্সেনাইট একটি রাসায়নিক যৌগ, যার রাসায়নিক সংকেত KAsO2 ।
এটি একটি সাদা কঠিন পদার্থ, যা অতি মাত্রায় বিষাক্ত।
আর্সেনিক ট্রাইঅক্সাইড এর সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইড এর বিক্রিয়ায় এটি উৎপন্ন করা হয়[২][৩]।
ঔষধ হিসাবে এটা একসময় ব্যবহার করা হত, কিন্তু অতিমাত্রায় বিষাক্ত এবং ক্যান্সারজনক হওয়ায় এটা আর ব্যবহৃত হয় না । যুক্তরাজ্যে এটি কীটনাশক হিসেবে ব্যবহারেও নিষিদ্ধ করা হয়েছে ।