![]() | |
ধরন | স্নাতক ও স্নাতকোত্তর |
---|---|
স্থাপিত | ১৯৮৬ |
সভাপতি | মৃত্যুঞ্জয় মুর্মু |
অধ্যক্ষ | নীলাংশু ঘোষ |
অবস্থান | বরাগাড়ি, বাঁকুড়া , , ২২°৫১′৫০″ উত্তর ৮৭°০০′১৮″ পূর্ব / ২২.৮৬৩৯° উত্তর ৮৭.০০৪৯° পূর্ব |
শিক্ষাঙ্গন | আধা-শহুরে |
অধিভুক্তি | বাঁকুড়া বিশ্ববিদ্যালয় |
ওয়েবসাইট | www |
![]() |
পণ্ডিত রঘুনাথ মুর্মু স্মৃতি মহাবিদ্যালয় ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত, বাঁকুড়া জেলার[১] সারেঙ্গা থানায় অবস্থিত সাধারণ ডিগ্রি কলেজ। এটিতে কলা এবং বিজ্ঞান বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর কোর্স পড়ানো হয়ে থাকে। মহাবিদ্যালয়টি বাঁকুড়া বিশ্ববিদ্যালয়[২] দ্বারা অনুমোদিত এবং কলেজটি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক স্বীকৃত।[৩]
পণ্ডিত রঘুনাথ স্মৃতি মহাবিদ্যালয় ১৯৮৬ সালে পশ্চিমবঙ্গ সরকারের তত্ত্বাবধানে প্রতিষ্ঠিত হয়েছিল। কলেজটির নামকরণ করা হয়েছে পণ্ডিত রঘুনাথ মুর্মুর নামে যিনি, সাঁওতালি ভাষার জন্য ‘অলচিকি লিপি’ আবিষ্কার করেন।
মহাবিদ্যালয়টি বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অধীভুক্ত এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) দ্বারা স্বীকৃত। এটি জাতীয় মূল্যায়ন ও স্বীকৃতি কাউন্সিল (এনএএসি) দ্বারা স্বীকৃত এবং ২০০৭ সালে বি+ গ্রেড[৪] প্রদান করেছে।
বাঁকুড়া বিশ্ববিদ্যালয় এর অধীন পণ্ডিত রঘুনাথ মুর্মু স্মৃতি মহাবিদ্যালয়ে যে সব বিষয় পড়ানো হয় তা নিম্নরূপ:
প্রথমবর্ষের স্নাতক শ্রেণিতে ভর্তি সাধারণত পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ অধীনে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের পরে প্রতি বছর মে/জুন মাসে অনুষ্ঠিত হয় ।