পতিক কুশুলক | |
---|---|
ইন্দো-সিথিয় সত্রপ | |
পূর্বসূরি | লিঅক কুশুলক |
উত্তরসূরি | জিহোনিঅ |
পিতা | লিঅক কুশুলক |
পতিক কুশুলক[১] একজন ইন্দো-সিথিয় সত্রপ ছিলেন, যিনি খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীর শেষ ভাগ হতে খ্রিস্টীয় প্রথম শতাব্দীর প্রথমার্ধ পর্যন্ত চুখ্স অঞ্চল শাসন করেন।
খরোষ্ঠী লিপিতে উৎকীর্ণ তক্ষশিলা তাম্রপত্র থেকে জানা যায় যে, মহারাজ মোগের রাজত্ব শুরু হওয়ার ৭৮ বছর পরে পানেমোস মাসের পঞ্চম দিনে ইন্দো-সিথিয় সত্রপ লিঅক কুশুলকের পুত্র পতিক কুশুলক তক্ষশিলার একটি বৌদ্ধবিহারে গৌতম বুদ্ধের স্মৃতিবিজড়িত বস্তু প্রদান করেন।[২]
পতিক কুশুলক
| ||
রাজত্বকাল শিরোনাম | ||
---|---|---|
পূর্বসূরী লিঅক কুশুলক |
ইন্দো-সিথিয় সত্রপ চুখ্স |
উত্তরসূরী জিহোনিঅ |