পদ্মিনী রাউত | |
---|---|
দেশ | ভারত |
জন্ম | বারম্বা, ওড়িশা, ভারত | ৫ জানুয়ারি ১৯৯৪
খেতাব | আন্তর্জাতিক মাস্টার (২০১৫) ওম্যান গ্র্যান্ডমাস্টার (২০০৭) |
ফিদে রেটিং | ২৩৪৫ (২০২১ ডিসেম্বর) |
সর্বোচ্চ রেটিং | ২৪৫৪ (২০১৫ মার্চ) |
পদ্মিনী রাউত (জন্ম ৫ই জানুয়ারি ১৯৯৪) হলেন একজন ভারতীয় দাবা খেলোয়াড়। তিনি আন্তর্জাতিক মাস্টার (আইএম)[১] এবং ওম্যান গ্র্যান্ডমাস্টার (ডব্লিউজিএম) খেতাবের অধিকারী হয়েছেন।[২] তিনি ২০১৪ - ২০১৭ সালের মধ্যে পরপর চারবারের জাতীয় মহিলা প্রিমিয়ার শিরোপাধারী হয়েছেন।[৩] তিনি ২০১৮ সালের এশিয়ান মহিলা চ্যাম্পিয়ন ছিলেন।[৪]
রাউত ২০০৭ সালের বিজু পট্টনায়ক ক্রীড়া পুরস্কার এবং ২০০৯ সালে একলব্য পুরস্কারে ভূষিত হন।[৫]
২০০৫ সালে, নাগপুরে অনূর্ধ্ব - ১১ মেয়েদের বিভাগে রাউত তাঁর প্রথম জাতীয় শিরোপা জিতেছিলেন। ২০০৬ সালে, তিনি ভারতীয় অনূর্ধ্ব- ১৩ গার্লস এবং এশিয়ান অনূর্ধ্ব- ১২ গার্লস উভয় বিভাগেই বিজয়ী ছিলেন।[৬] রাউত ২০০৮ সালে এশিয়ান[৭] এবং বিশ্ব যুব দাবা চ্যাম্পিয়নশিপের অনূর্ধ্ব- ১৪ মেয়েদের বিভাগে জিতেছেন। পরের বছর তিনি এশিয়ান জুনিয়র (অনূর্ধ্ব- ২০) গার্লস চ্যাম্পিয়নশিপে প্রথম হন।[৮] ২০১০ সালে, তিনি ভারতীয় জুনিয়র (অনূর্ধ্ব- ১৯) গার্লস চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন[৬] এবং এশিয়ান[৯] ও ওয়ার্ল্ড জুনিয়র গার্লস চ্যাম্পিয়নশিপ উভয় প্রতিযোগিতাতেই ব্রোঞ্জ পদক জিতেছিলেন।[১০][১১]
২০১১ এশিয়ান ইন্ডিভিজুয়াল উইমেনস চ্যাম্পিয়নশিপে তিনি ২য় থেক ৬ষ্ঠ স্থানের জন্য টাই করেছিলেন।[১২][১৩] এবং ২০১৮ সালে এটি জিতেছিলেন। রাউত ২০১৪,[১৪] ২০১৫, ২০১৬ এবং ২০১৭ সালে ভারতীয় মহিলা চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন। ২০১৫ সালে, তিনি কমনওয়েলথ মহিলা চ্যাম্পিয়নও হয়েছিলেন।[১৫]
রাউত ভারতীয় জাতীয় দলের হয়ে মহিলা দাবা অলিম্পিয়াড, মহিলা বিশ্ব দল দাবা চ্যাম্পিয়নশিপ এবং মহিলা এশিয়ান দল দাবা চ্যাম্পিয়নশিপে খেলেছেন।[১৬] তিনি নরওয়ের ত্রোমুসোতে ২০১৪ মহিলা দাবা অলিম্পিয়াডে রিজার্ভ বোর্ডে খেলে একটি স্বতন্ত্র স্বর্ণপদক জিতেছিলেন।[১৭] তিনি ২০১৬ সালে আজারবাইজানের বাকুতে,[১৮] এবং ২০১৮ সালে জর্জিয়ার বাতুমিতে পরবর্তী দাবা অলিম্পিয়াডে ভারতীয় মহিলা দলের সদস্য ছিলেন।[১৯]
রাউত ওড়িশার বারাম্বাগড়ে জন্মগ্রহণ করেন।[২০][২১] তিনি ৯ বছর বয়সে (২০০৩) দাবা খেলা শুরু করেন, তাঁর বাবা ড. অশোক কুমার রাউতের খেলার প্রতি অনুরাগের কারণে তাঁর খেলা শুরু হয়েছিল। তিনি ডিএভি পাবলিক স্কুল, চন্দ্রশেখরপুর থেকে তাঁর বিদ্যালয় জীবন শেষ করেন এবং ভুবনেশ্বরের বিজেবি কলেজ থেকে কমার্সে স্নাতক হন।
পুরস্কার ও স্বীকৃতি | ||
---|---|---|
পূর্বসূরী ভো থি কিম ফুং |
মহিলা এশিয়ান দাবা চ্যাম্পিয়ন ২০১৮ |
উত্তরসূরী দিনারা সাদুয়াকাসোভা |