পবই হ্রদ

পওয়াই হ্রদ
पवई तलाव
অবস্থানমুম্বাই, মহারাষ্ট্র
স্থানাঙ্ক১৯°০৮′ উত্তর ৭২°৫৫′ পূর্ব / ১৯.১৩° উত্তর ৭২.৯১° পূর্ব / 19.13; 72.91
অববাহিকা৬.৬১ কিমি (২.৫৫ মা)
অববাহিকার দেশসমূহভারত
সর্বাধিক গভীরতা১২ মি (৩৯ ফু)
পৃষ্ঠতলীয় উচ্চতা৫৮.৫ মি (১৯১.৯৩ ফু)
জনবসতিপওয়াই
The JVLR & Powai Lake as seen from the top of Emerald Isle, Powai
পওয়াই হ্রদ

পবই হ্রদ মুম্বইয়ের উত্তর শহরতলির পবই উপত্যকায় অবস্থিত একটি কৃত্রিম হ্রদ। ১৮৯১ সালে ব্রিটিশ কর্তৃপক্ষ এই হ্রদটি খনন করেন। ফ্রামাজি কাভাসজি পবই এস্টেটের নামানুসারে এই হ্রদের নামকরণ করা হয়। যে অঞ্চলে এই হ্রদটি অবস্থিত সেই অঞ্চলটির নামও পবইভারতের অগ্রণী বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষাপ্রতিষ্ঠান ভারতীয় প্রযুক্তি সংস্থান, বম্বে এই হ্রদের পূর্বদিকে অবস্থিত[]। অপর একটি প্রসিদ্ধ সংস্থা ন্যাশানাল ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং (এনআইটিআইই) এই হ্রদের সন্নিকটে অবস্থিত। বর্তমানে এই হ্রদকে ঘিরে বসতি অঞ্চল ও বিলাসবহুল হোটেল গড়ে উঠেছে। ফলে সাম্প্রতিক বছরগুলিতে এই হ্রদের চারপাশের জনসংখ্যাও বৃদ্ধি পেয়েছে।

পওয়াই হ্রদ মিঠী নদীর উপর বিহার হ্রদ এর ভাটিতে অবস্থিত

হ্রদখননের সময় এই হ্রদটির আয়তন ছিল ২.১ বর্গকিলোমিটার (৫২০ একর) এবং এর গভীরতা ছিল ৩ মিটার (৯.৮ ফু) (তীরবর্তী স্থান) থেকে ১২ মিটার (৩৯ ফু) পর্যন্ত[]

হ্রদটির জলের গুণমান অনেক অবনতি পর্যায়ের মাধ্যমে সর্বস্বান্ত হয়েছে। পবই হ্রদের জল পূর্বে মুম্বই শহরে পানীয় জল হিসেবে সরবরাহ করা হত। বর্তমানে দূষণের জন্য এই হ্রদের জল অপেয় বলে ঘোষিত হয়েছে। তবে হ্রদটি এখনও একটি পর্যটক আকর্ষক স্থান[]

পথনির্দেশ

[সম্পাদনা]

হ্রদটি সড়কপথে মুম্বাই থেকে ৪০ কিলোমিটার (২৫ মা), শিব, এবং কুর্লা অথবা সান্তাক্রজআন্ধেরি হয়ে তটস্থ।[] মুম্বাই উপনগরীয় রেলের মধ্য লাইন স্থিত কঞ্জুরমার্গ স্টেশন হ্রদটি সবচাইতে নিকটতম রেলওয়ে স্টেশন। এছাড়াও যোগেশ্বরীর কাছে পশ্চিম দ্রুতগতি মহাসড়কের সাথে সংযুক্ত "জেভিএল" রোড দ্বারও পওয়াই লেক যাওয়ার সহজতম পথ।

গ্যালারি

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Powai lake"। ১৪ ডিসেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০১০ 
  2. members.tripod.com, A Brief History of Powai Lake
  3. "Mumbai Hotels: Mumbai Tourist Attractions: Powai Lake"। Bombay-mumbai-hotels.com। ২০১২-০২-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১২-০৮-৩০ 
  4. "Powai Lake"। Mumbainet.com। ২০১২-০২-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১২-০৮-৩০ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]